হাওড়া , 8 মে : কোরোনা আক্রান্ত সন্দেহে দীর্ঘক্ষণ অবহেলায় পড়ে রইলেন এক কিডনি রোগী ৷ বাড়ির দোরগোড়ায় বেশ কিছুক্ষণ অ্যাম্বুলেন্স অপেক্ষা করেই ফিরে যায় ৷ দীর্ঘক্ষণ পড়ে থাকা সত্ত্বেও পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন কোরোনা আক্রান্ত সন্দেহে অ্যাম্বুলেন্সে তুলতে অস্বীকার করলে অ্যাম্বুলেন্স ফিরে যায় ৷ ডোমজুড়ের সলপে এলাকার ঘটনা । পরে গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে তিন ঘণ্টা বাদে অ্যাম্বুলেন্স এনে তাঁকে হাসপাতালে পাঠানো হয় ।
স্থানীয় সূত্রে খবর , ডোমজুড় থানার সলপের বাসিন্দা 28 বছরের যুবক আশিস রায় বছরখানেকের বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন । কলকাতার SSKM হাসপাতালে বেশ কয়েকবার তাঁর চিকিৎসা করানো হয় । সপ্তাহখানেক আগে তাঁকে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ওষুধ দেয় ৷ পাশাপাশি তাঁকে ডায়ালিসিস করার পরামর্শ দেওয়া হয় । এরপর গতকাল রাত থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে । বাড়িতে শুয়েই যন্ত্রণায় ছটফট করতে থাকেন । বাড়িতে মা ছাড়া আর কেউ নেই ৷ আজ সকালে তাঁর মা প্রতিবেশীদের জানালে তাঁরা অ্যাম্বুলেন্সকে খবর দেয় । কিন্তু অ্যাম্বুলেন্স ঘরের দোরগোড়ায় দেড় ঘণ্টা অপেক্ষা করলেও কোরোনার ভয়ে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি । পরে রোগী না নিয়ে অ্যাম্বুলেন্স চলে যায় ।
এই ঘটনার কথা জানতে পেরে সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীরা নিজেরাই এই বিষয়ে উদ্যোগী হয় । তিন ঘণ্টা বাদে ওই পঞ্চায়েতের কর্মীরা PPE পড়ে অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থানে আসেন । তাঁরাই রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে দেন এবং তাঁকে সঞ্জীবন হাসপাতালে পাঠায় ।