ETV Bharat / state

খুন না অন্যকিছু ? হাওড়ার ঘটনায় ধন্দে পুলিশ - bankra

হাওড়ার বাঁকড়া থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেই খুন করা হয়েছে তাকে ৷ অনুমান পুলিশের ৷

photo
ছবি
author img

By

Published : Dec 22, 2019, 12:04 PM IST


বাঁকড়া (হাওড়া), 22 ডিসেম্বর : ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ৷ ঘরের মধ্যেই পড়ে ছিল তাঁর দেহ ৷ ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

স্থানীয় রহমান মণ্ডল জানান, সুনীল বাবলি (40) নামে এক ব্যক্তি তাঁর পরিচিত ৷ আজ সকাল থেকে ওই ব্যক্তির বাইক এলাকাতে দেখা গেলেও তাঁকে কেউ দেখতে পাননি । রহমান সাহেব দাবি করেন, তাঁর দোকান থেকে সুনীল গুটখা, মুড়ি, চানাচুর নিয়ে যেতেন নিয়মিত, আসতেন রোজ । আজ খবর পেয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটনাস্থানে গিয়ে দেখেন সুনীলের মৃতদেহ পরে আছে ঘরে ।

ঘটনাস্থানে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও পরিচিত লোকই এই ঘটনায় যুক্ত ।


বাঁকড়া (হাওড়া), 22 ডিসেম্বর : ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ৷ ঘরের মধ্যেই পড়ে ছিল তাঁর দেহ ৷ ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

স্থানীয় রহমান মণ্ডল জানান, সুনীল বাবলি (40) নামে এক ব্যক্তি তাঁর পরিচিত ৷ আজ সকাল থেকে ওই ব্যক্তির বাইক এলাকাতে দেখা গেলেও তাঁকে কেউ দেখতে পাননি । রহমান সাহেব দাবি করেন, তাঁর দোকান থেকে সুনীল গুটখা, মুড়ি, চানাচুর নিয়ে যেতেন নিয়মিত, আসতেন রোজ । আজ খবর পেয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটনাস্থানে গিয়ে দেখেন সুনীলের মৃতদেহ পরে আছে ঘরে ।

ঘটনাস্থানে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও পরিচিত লোকই এই ঘটনায় যুক্ত ।

Intro:বাঁকরা এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘরের মধ্যেই পড়ে ছিল দেহ। ভারী কিছু জিনিস দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ওই যুবকের ঘনিষ্ঠ লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা রহমান মন্ডল জানান সুনীল বাবলি নামের একজনের কাছে আসতো। আজ সকাল থেকে তার বাইক এলাকাতে দেখা গেলেও তাকে কেউ দেখতে পান নি। তিনি দাবি করেন তার দোকান থেকে সুনীল গুটখা, মুড়ি, চানাচুর নিয়ে যেত। তিনি আরো বলেন মাস চারেক ধরে এখানে তারা রয়েছে। আজ খবর পেয়ে তিনি যখন পাড়ার অন্যদের সাথে যান ওখানে। গিয়ে দেখেন সুনীলের মৃতদেহ পরে আছে ঘরে।
ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান কোনো চেনা পরিচিত লোক এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত।Body:বConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.