ETV Bharat / state

Kedarnath Yatra: জনকল্যাণ ও দূষণমুক্ত গঙ্গার বার্তা নিয়ে পদব্রজে কেদারনাথ যাত্রা - চারধাম যাত্রা

চারধামের প্রধান এবং সবচেয়ে কঠিন ধাম কেদারনাথ ৷ পায়ে হেঁটে এই কেদারনাথ ধামের যাত্রা শুরু করলেন হাওড়ার সাঁকরাইলে প্রভাস বর ৷ শিব ভক্ত প্রভাসের এই যাত্রার উদ্দেশ্য জনকল্যাণ এবং দূষণমুক্ত গঙ্গার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া ৷ সেই উদ্দেশ্যকে সফল করতে প্রায় 2 হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন প্রভাস ৷

Kedarnath Yatra ETV BHARAT
Kedarnath Yatra
author img

By

Published : Apr 21, 2023, 8:42 PM IST

দূষণমুক্ত গঙ্গার বার্তা নিয়ে পদব্রজে কেদারনাথ যাত্রা

হাওড়া, 21 এপ্রিল: সনাতন ধর্মে চারধাম যাত্রা সবচেয় পূণ্যের বলা হয় ৷ আর এই যাত্রার শুরু হয় কেদারনাথের ধাম দিয়ে ৷ যদিও এই যাত্রা অর্থ থাকলেই সম্ভব নয় ৷ এর জন্য মনের জোর ও ঈশ্বরের ইচ্ছে দুই সমানভাবে প্রয়োজন, এমনই বিশ্বাস মানুষের মনের ৷ আর এই কারণে ইচ্ছা থাকলেও অনেকেই পিছিয়ে আসেন ৷ সাধারণত বেশিরভাগ মানুষ পূণ্য অর্জনের জন্যই তীর্থযাত্রা করে থাকেন ৷ কিন্তু, হাওড়ার সাঁকরাইলে প্রভাস বর শুধু পূণ্য অর্জনের জন্য নয় ৷ বরং জন কল্যাণের ও সর্বপরি গঙ্গা দূষণরোধের বার্তা ছড়িয়ে দিতে চার ধামের অন্যতম কেদারনাথ ধাম যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ৷ তাও আবার পায়ে হেঁটে ৷ প্রায় 2 হাজার কিলোমিটারের কেদারনাথ ধামের পথ পায়ে হেঁটে পার করবেন তিনি ৷

ছোটবেলা থেকে শিব ভক্ত প্রভাস শ্রাবণ মাস এবং শিব চতুর্দশীর মতো বিশেষ দিনগুলি ভক্তি এবং শ্রদ্ধা সঙ্গে পালন করেন ৷ এর আগে বহুবার পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে জল ঢেলে এসেছেন ৷ যদিও, তাঁর মনের সুপ্ত বাসনা ছিল একবার দেবভূমিতে যাওয়ার ৷ মনের সেই সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অন্তরের অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে গত বৃহস্পতিবার কেদারনাথের দর্শন করতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন তিনি ৷ স্থানীয় সবজির আড়তে শ্রমিকের কাজ করেন প্রভাস ৷ তাঁর বাড়িতে মা বাবা এবং চার-ভাই বোন রয়েছে ৷ বাড়ির বড় ছেলে প্রভাস ৷ ছেলের সব ইচ্ছেতে বাড়ির তরফে কখনও কোনও বাধা আসেনি ৷ তাই পায়ে হেঁটে কেদারনাথ ধাম যাত্রার এই বিষয়ে তাঁকে কোনও বাধা পেতে হয়নি ৷

দেশের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে যাওয়ার আগে নিজের যাত্রার প্রয়োজনে হাওড়ার জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েত অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন প্রভাস ৷ এই যাত্রার আগে দীর্ঘ 2 মাস ধরে নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন ৷ কাজে, বাড়িতে এবং অন্যান্য প্রয়োজনীয় সব জায়গায় খালি পায়ে হেঁটে যাতায়াত করেছেন ৷ এর আগে তারকেশ্বরেও বহুবার খালি পায়ে গিয়েছেন শিবের মাথায় জল ঢালতে ৷ শারীরিক ও মানসিকভাবে নিজেকে শক্তিশালী করতে ক্যারাটে প্রশিক্ষণ নিয়েছেন ৷ এমনকি ব্ল্যাক বেল্টও জিতেছেন বছর 30 এর প্রভাস ৷

আরও পড়ুন: গঙ্গার দূষণ নিয়ন্ত্রণে অভিযান, পদব্রজে প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর

হাওড়া থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার ৷ তিনি জানিয়েছেন শুরুর দিকে প্রত্যেক দিন 12-15 কিলোমিটার পথ হাঁটার পরিকল্পনা রয়েছে ৷ পরবর্তী সময়ে আরও বেশি রাস্তা হেঁটে পার করতে চান তিনি ৷ সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী 15 অগস্ট তিনি কেদারনাথ ধামে পৌঁছাবেন বলেই জানিয়েছেন প্রভাস বর ৷ পথে তারাপীঠ, দেওঘর, গয়া, বারাণসী ও অযোধ্যা হয়ে কেদারনাথ যাবেন এমনই পরিকল্পনা নিয়েছেন তিনি ৷ রাতে কোনও মন্দির বা সরকারি জায়গাতে আশ্রয় নেবেন বলেই জানিয়েছেন প্রভাস ৷

বৃহস্পতিবার সাঁকরাইল থানা এলাকার গঙ্গার ঘাটে স্নান সারেন ৷ এরপর ঘটে গঙ্গা জল ভরে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে কেদারনাথ ধাম যাত্রায় বেরিয়ে পড়েছেন তিনি ৷ যাত্রা শুরুর আগে মায়ের পা ছুঁয়ে নিজের যাত্রার সাফল্যের জন্য আশীর্বাদ নিয়েছেন ৷ প্রভাসের মা জানান, আর্থিক কারণে ছোটবেলা থেকে সেভাবে ছেলের ইচ্ছেপূরণ করতে পারেননি ৷ তাই ছেলের এই ইচ্ছাকে পূরণ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন ৷ এই যাত্রার জন্য 25-30 হাজার টাকা পর্যন্ত প্রয়োজন ৷ কিন্তু, মোটে 10 হাজার টাকা জোগাড় করে কেদারনাথের ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রভাস বর ৷

দূষণমুক্ত গঙ্গার বার্তা নিয়ে পদব্রজে কেদারনাথ যাত্রা

হাওড়া, 21 এপ্রিল: সনাতন ধর্মে চারধাম যাত্রা সবচেয় পূণ্যের বলা হয় ৷ আর এই যাত্রার শুরু হয় কেদারনাথের ধাম দিয়ে ৷ যদিও এই যাত্রা অর্থ থাকলেই সম্ভব নয় ৷ এর জন্য মনের জোর ও ঈশ্বরের ইচ্ছে দুই সমানভাবে প্রয়োজন, এমনই বিশ্বাস মানুষের মনের ৷ আর এই কারণে ইচ্ছা থাকলেও অনেকেই পিছিয়ে আসেন ৷ সাধারণত বেশিরভাগ মানুষ পূণ্য অর্জনের জন্যই তীর্থযাত্রা করে থাকেন ৷ কিন্তু, হাওড়ার সাঁকরাইলে প্রভাস বর শুধু পূণ্য অর্জনের জন্য নয় ৷ বরং জন কল্যাণের ও সর্বপরি গঙ্গা দূষণরোধের বার্তা ছড়িয়ে দিতে চার ধামের অন্যতম কেদারনাথ ধাম যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ৷ তাও আবার পায়ে হেঁটে ৷ প্রায় 2 হাজার কিলোমিটারের কেদারনাথ ধামের পথ পায়ে হেঁটে পার করবেন তিনি ৷

ছোটবেলা থেকে শিব ভক্ত প্রভাস শ্রাবণ মাস এবং শিব চতুর্দশীর মতো বিশেষ দিনগুলি ভক্তি এবং শ্রদ্ধা সঙ্গে পালন করেন ৷ এর আগে বহুবার পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে জল ঢেলে এসেছেন ৷ যদিও, তাঁর মনের সুপ্ত বাসনা ছিল একবার দেবভূমিতে যাওয়ার ৷ মনের সেই সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অন্তরের অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে গত বৃহস্পতিবার কেদারনাথের দর্শন করতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন তিনি ৷ স্থানীয় সবজির আড়তে শ্রমিকের কাজ করেন প্রভাস ৷ তাঁর বাড়িতে মা বাবা এবং চার-ভাই বোন রয়েছে ৷ বাড়ির বড় ছেলে প্রভাস ৷ ছেলের সব ইচ্ছেতে বাড়ির তরফে কখনও কোনও বাধা আসেনি ৷ তাই পায়ে হেঁটে কেদারনাথ ধাম যাত্রার এই বিষয়ে তাঁকে কোনও বাধা পেতে হয়নি ৷

দেশের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে যাওয়ার আগে নিজের যাত্রার প্রয়োজনে হাওড়ার জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েত অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন প্রভাস ৷ এই যাত্রার আগে দীর্ঘ 2 মাস ধরে নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন ৷ কাজে, বাড়িতে এবং অন্যান্য প্রয়োজনীয় সব জায়গায় খালি পায়ে হেঁটে যাতায়াত করেছেন ৷ এর আগে তারকেশ্বরেও বহুবার খালি পায়ে গিয়েছেন শিবের মাথায় জল ঢালতে ৷ শারীরিক ও মানসিকভাবে নিজেকে শক্তিশালী করতে ক্যারাটে প্রশিক্ষণ নিয়েছেন ৷ এমনকি ব্ল্যাক বেল্টও জিতেছেন বছর 30 এর প্রভাস ৷

আরও পড়ুন: গঙ্গার দূষণ নিয়ন্ত্রণে অভিযান, পদব্রজে প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর

হাওড়া থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার ৷ তিনি জানিয়েছেন শুরুর দিকে প্রত্যেক দিন 12-15 কিলোমিটার পথ হাঁটার পরিকল্পনা রয়েছে ৷ পরবর্তী সময়ে আরও বেশি রাস্তা হেঁটে পার করতে চান তিনি ৷ সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী 15 অগস্ট তিনি কেদারনাথ ধামে পৌঁছাবেন বলেই জানিয়েছেন প্রভাস বর ৷ পথে তারাপীঠ, দেওঘর, গয়া, বারাণসী ও অযোধ্যা হয়ে কেদারনাথ যাবেন এমনই পরিকল্পনা নিয়েছেন তিনি ৷ রাতে কোনও মন্দির বা সরকারি জায়গাতে আশ্রয় নেবেন বলেই জানিয়েছেন প্রভাস ৷

বৃহস্পতিবার সাঁকরাইল থানা এলাকার গঙ্গার ঘাটে স্নান সারেন ৷ এরপর ঘটে গঙ্গা জল ভরে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে কেদারনাথ ধাম যাত্রায় বেরিয়ে পড়েছেন তিনি ৷ যাত্রা শুরুর আগে মায়ের পা ছুঁয়ে নিজের যাত্রার সাফল্যের জন্য আশীর্বাদ নিয়েছেন ৷ প্রভাসের মা জানান, আর্থিক কারণে ছোটবেলা থেকে সেভাবে ছেলের ইচ্ছেপূরণ করতে পারেননি ৷ তাই ছেলের এই ইচ্ছাকে পূরণ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন ৷ এই যাত্রার জন্য 25-30 হাজার টাকা পর্যন্ত প্রয়োজন ৷ কিন্তু, মোটে 10 হাজার টাকা জোগাড় করে কেদারনাথের ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রভাস বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.