ETV Bharat / state

HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল - হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন

হাওড়া পৌরনিগম সংশোধনী বিলে সই করেননি রাজ্যপাল ৷ আজ রাজভবনের তরফে টুইট করে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে (Howrah Municipal Corporation Amendment Bill is Under Consideration) ৷ হাওড়া পৌরনিগম সংশোধনী বিলে রাজ্যপালের সই করা নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয় (Howrah Municipal Corporation Amendment Bill) ৷ রাজ্যপাল নিজে সেই বিভ্রান্তি দূর করে দিলেন ৷

Howrah Municipal Corporation Amendment Bill
Howrah Municipal Corporation Amendment Bill
author img

By

Published : Dec 25, 2021, 10:11 AM IST

কলকাতা, 25 ডিসেম্বর : হাওড়া পৌরনিগম সংশোধনী বিলে (HMC (Amendment) Bill) সই করেননি বলে জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এ দিন টুইটারে একটি বার্তা দেন তিনি ৷ যেখানে রাজ্যপাল উল্লেখ করেছেন, ‘‘সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, রাজ্যপাল হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ সই করেছেন ৷ যা সঠিক নয় ৷’’

প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, হাওড়া ও বালি পৌরসভার সংশোধনী বিলে সই করেছেন রাজ্যপাল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে দাবি করেন, রাজ্যপাল তাঁকে বলেছেন, ওই সংশোধনী বিলে তিনি সই করেননি (Howrah Municipal Corporation Amendment Bill is Under Consideration) ৷ এমনকি রাজ্যপালের একটি টুইটকে ঘিরেও ধোঁয়াশা তৈরি হয় ৷ যা নিয়ে এ বার নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল ৷

এ দিন সকালে একটি টুইট করে জগদীপ ধনকড় জানান, ‘‘সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, রাজ্যপাল হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021-এ সই করেছেন ৷ যা সঠিক নয় ৷ যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আসছে, ততক্ষণ সংবিধানের ধারা 200 অনুযায়ী বিলটি বিবেচনাধীন থাকবে (Howrah Municipal Corporation Amendment Bill Under Consideration Under Article 200 of Constitution) ৷’’

আরও পড়ুন : Suvendu Adhikari on Howrah civic bill : হাওড়া-বিলে রাজ্যপালের সই নিয়ে বিভ্রান্তি, রাজ্যের দাবি খারিজ শুভেন্দুর

প্রসঙ্গত, গতকাল অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে সংশোধনী বিলে সই করার বিষয়টি জানাতেই, সন্ধ্যায় রাজ্যপালের কাছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে এ নিয়ে বিস্তারিত কথা হয় দু’জনের ৷ এর পর বাইরে বেরিয়ে শুভেন্দু জানান, ‘‘টেলিভিশনে আমি দেখেছি যে হাওড়া বিল রাজ্যপাল ছেড়ে দিয়েছেন। আমি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম, এটা কি সত্যি? মহামান্য রাজ্যপাল বলেছেন, আমি কোনও বিল ক্লিয়ার করিনি। এটা এখনও পেন্ডিং।’’

তবে, তার পরেও বেশকিছু বিভ্রান্তি ছিল সংশোধনী বিলে সই করা খবর নিয়ে ৷ যা আজ সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটারের মাধ্যেমে স্পষ্ট করে দিলেন (Jagdeep Dhankhar on Howrah Municipal Corporation Amendment Bill) ৷ সেই সঙ্গে এও জানিয়ে দিলেন, যতক্ষণ না হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে তাঁর করা প্রশ্নের জবাব রাজ্য সরকার দেবে, ততক্ষণ তিনি বিলটিতে সই করবেন না ৷

কলকাতা, 25 ডিসেম্বর : হাওড়া পৌরনিগম সংশোধনী বিলে (HMC (Amendment) Bill) সই করেননি বলে জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এ দিন টুইটারে একটি বার্তা দেন তিনি ৷ যেখানে রাজ্যপাল উল্লেখ করেছেন, ‘‘সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, রাজ্যপাল হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ সই করেছেন ৷ যা সঠিক নয় ৷’’

প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, হাওড়া ও বালি পৌরসভার সংশোধনী বিলে সই করেছেন রাজ্যপাল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে দাবি করেন, রাজ্যপাল তাঁকে বলেছেন, ওই সংশোধনী বিলে তিনি সই করেননি (Howrah Municipal Corporation Amendment Bill is Under Consideration) ৷ এমনকি রাজ্যপালের একটি টুইটকে ঘিরেও ধোঁয়াশা তৈরি হয় ৷ যা নিয়ে এ বার নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল ৷

এ দিন সকালে একটি টুইট করে জগদীপ ধনকড় জানান, ‘‘সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, রাজ্যপাল হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021-এ সই করেছেন ৷ যা সঠিক নয় ৷ যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আসছে, ততক্ষণ সংবিধানের ধারা 200 অনুযায়ী বিলটি বিবেচনাধীন থাকবে (Howrah Municipal Corporation Amendment Bill Under Consideration Under Article 200 of Constitution) ৷’’

আরও পড়ুন : Suvendu Adhikari on Howrah civic bill : হাওড়া-বিলে রাজ্যপালের সই নিয়ে বিভ্রান্তি, রাজ্যের দাবি খারিজ শুভেন্দুর

প্রসঙ্গত, গতকাল অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে সংশোধনী বিলে সই করার বিষয়টি জানাতেই, সন্ধ্যায় রাজ্যপালের কাছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে এ নিয়ে বিস্তারিত কথা হয় দু’জনের ৷ এর পর বাইরে বেরিয়ে শুভেন্দু জানান, ‘‘টেলিভিশনে আমি দেখেছি যে হাওড়া বিল রাজ্যপাল ছেড়ে দিয়েছেন। আমি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম, এটা কি সত্যি? মহামান্য রাজ্যপাল বলেছেন, আমি কোনও বিল ক্লিয়ার করিনি। এটা এখনও পেন্ডিং।’’

তবে, তার পরেও বেশকিছু বিভ্রান্তি ছিল সংশোধনী বিলে সই করা খবর নিয়ে ৷ যা আজ সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটারের মাধ্যেমে স্পষ্ট করে দিলেন (Jagdeep Dhankhar on Howrah Municipal Corporation Amendment Bill) ৷ সেই সঙ্গে এও জানিয়ে দিলেন, যতক্ষণ না হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে তাঁর করা প্রশ্নের জবাব রাজ্য সরকার দেবে, ততক্ষণ তিনি বিলটিতে সই করবেন না ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.