ETV Bharat / state

হাওড়ায় তৃণমূলের ফল 16-0, তবু কমল মন্ত্রীর সংখ্যা

হাওড়ায় সবকটি আসনে জিতেছে তৃণমূল ৷ তাও সেই জেলায় আপাতত কমছে মন্ত্রীর সংখ্যা ৷ সংখ্যাটা বাড়ার আশায় রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷

howrah-getting-less-ministers-in-spite-of-winning-all-seats
হাওড়ায় তৃণমূলের ফল 16-0, তবু কমল মন্ত্রীর সংখ্যা
author img

By

Published : May 10, 2021, 10:37 AM IST

হাওড়া, 10মে: রাজ্যে নতুন মন্ত্রিসভার মোট 43 জনের তালিকা প্রকাশিত হয়েছে । তার মধ্যে তিন জন হাওড়া জেলার । এর আগের মন্ত্রিসভাতে হাওড়া জেলায় মোট 3 জন পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ছিলেন । কিন্তু এ বারে আপাতত 3 জন মন্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে হাওড়াকে । পরবর্তীকালে এই সংখ্যা বাড়তে পারে বলে আশা রাখছে জেলার শাসক দল ।

সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনের ফলাফলে এই জেলাতে 16-0 করেছে শাসক দল । তাই এ বার এই জেলা থেকে গুরুত্বপূর্ণ দফতরের প্রাপ্তির আশা অনেকটাই বেশি বলে তৃণমূল সূত্রের খবর । এ বারের নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়, উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক পুলক রায় । পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি ।

পাশাপাশি গত মন্ত্রিসভার সদস্য থাকলেও এই মন্ত্রিসভাতে ঠাঁই হয়নি উলুবেড়িয়ায় উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝির । তৃণমূল সূত্রে খবর, ডোমজুড় কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী ও দলবদল করা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে 40 হাজারেরও বেশি ভোটে হারিয়ে মন্ত্রিত্বের দাবিদার ওই কেন্দ্রের জয়ী বিধায়ক কল্যাণ ঘোষ ।

আরও পড়ুন: মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

2016 সালের বিধানসভা নির্বাচনে হাওড়া জেলা থেকে উত্তর হাওড়া আসনে জিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা । পাশাপাশি ডোমজুড় কেন্দ্রে 1 লাখেরও বেশি ভোটে জিতে এসে সেচমন্ত্রী হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । অপরদিকে, হাওড়া মধ্য কেন্দ্রে নিজের জেতা আসন ধরে রাখেন ও নিজের মন্ত্রিত্ব ধরে রাখেন ওই কেন্দ্রের বিধায়ক ও হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় । হাওড়া গ্রামীণ এলাকার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হন ডাক্তার নির্মল মাঝি ।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন লক্ষ্মীরতন শুক্লা ও রাজীব বন্দ্যোপাধ্যায় । লক্ষ্মী দলে থেকে গেলেও রাজীব যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে । নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে বিপুল ভোটে পরাজয়ের পর সম্প্রতি তাঁর মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি নতুন জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে ।

হাওড়া, 10মে: রাজ্যে নতুন মন্ত্রিসভার মোট 43 জনের তালিকা প্রকাশিত হয়েছে । তার মধ্যে তিন জন হাওড়া জেলার । এর আগের মন্ত্রিসভাতে হাওড়া জেলায় মোট 3 জন পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ছিলেন । কিন্তু এ বারে আপাতত 3 জন মন্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে হাওড়াকে । পরবর্তীকালে এই সংখ্যা বাড়তে পারে বলে আশা রাখছে জেলার শাসক দল ।

সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনের ফলাফলে এই জেলাতে 16-0 করেছে শাসক দল । তাই এ বার এই জেলা থেকে গুরুত্বপূর্ণ দফতরের প্রাপ্তির আশা অনেকটাই বেশি বলে তৃণমূল সূত্রের খবর । এ বারের নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়, উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক পুলক রায় । পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি ।

পাশাপাশি গত মন্ত্রিসভার সদস্য থাকলেও এই মন্ত্রিসভাতে ঠাঁই হয়নি উলুবেড়িয়ায় উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝির । তৃণমূল সূত্রে খবর, ডোমজুড় কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী ও দলবদল করা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে 40 হাজারেরও বেশি ভোটে হারিয়ে মন্ত্রিত্বের দাবিদার ওই কেন্দ্রের জয়ী বিধায়ক কল্যাণ ঘোষ ।

আরও পড়ুন: মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

2016 সালের বিধানসভা নির্বাচনে হাওড়া জেলা থেকে উত্তর হাওড়া আসনে জিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা । পাশাপাশি ডোমজুড় কেন্দ্রে 1 লাখেরও বেশি ভোটে জিতে এসে সেচমন্ত্রী হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । অপরদিকে, হাওড়া মধ্য কেন্দ্রে নিজের জেতা আসন ধরে রাখেন ও নিজের মন্ত্রিত্ব ধরে রাখেন ওই কেন্দ্রের বিধায়ক ও হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় । হাওড়া গ্রামীণ এলাকার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হন ডাক্তার নির্মল মাঝি ।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন লক্ষ্মীরতন শুক্লা ও রাজীব বন্দ্যোপাধ্যায় । লক্ষ্মী দলে থেকে গেলেও রাজীব যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে । নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে বিপুল ভোটে পরাজয়ের পর সম্প্রতি তাঁর মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি নতুন জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.