ETV Bharat / state

God Picture in Package: ব্যবসায়িক পণ্যে অবিলম্বে বন্ধ হোক ঈশ্বরের ছবি, দাবি সনাতনী সমাজের

যে কোনও ব্যবসায়িক পণ্যে অবিলম্বে বন্ধ হোক ঈশ্বরের ছবি ৷ এই দাবিতে সরব হলেন সনাতনী ধর্মের বিশ্বাসী মানুষজন (God Picture in Package)।

god-picture-should-be-banned-in-package
ব্যবসায়িক পণ্যে অবিলম্বে বন্ধ হোক ঈশ্বরের ছবি, দাবি সনাতনী সমাজের
author img

By

Published : Sep 9, 2022, 1:57 PM IST

Updated : Sep 9, 2022, 2:51 PM IST

হাওড়া, 9 সেপ্টেম্বর: নিত্যদিনের পুজোর কাজে ব্যবহৃত ধুপ, মোমবাতি, দেশলাই-সহ নানা পুজোর সামগ্রীতে যেভাবে দেব-দেবীর ছবি ব্যবহৃত হয়ে আসছে, তা ভালো চোখে দেখছেন না বর্তমানের সনাতনী সমাজ (God Picture in Package)। তাই তাঁদের দাবি, অবিলম্বে আইন করে বন্ধ করা হোক এগুলি । ব্যবহারের পরে রাস্তাঘাটে জঞ্জালের স্তুপের মধ্যে পড়ে থাকে দেব-দেবীর ছবি সম্বলিত প্যাকেটগুলি । যা ধর্মীয় ভাবাবেগকে যথেষ্টই আঘাত করে বলে দাবি তাঁদের । এই বিষয়ে সহমত পোষণ করেছেন বিক্রেতারাও ।

হাওড়া (Howrah news) রামরাজাতলার এমনই এক দোকানের বিক্রেতা জানান, "এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার । আমরা যাঁরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাঁর আরাধনা করি, এটা তাঁদের ভাবাবেগকে আঘাত করছে । বিভিন্ন প্যাকেটে ঈশ্বরেরর ছবি ছাপা হচ্ছে । আমরা ব্যবহার করছি । তারপরে ছিঁড়ে ফেলে দিচ্ছি । এগুলি পরে আমাদের পায়ে লাগে ।" সংবাদ মাধ্যমের দ্বারা এই ধরনের ছবি পণ্যের প্যাকেটের উপর ব্যবহার বন্ধ করার দাবি জানান তিনি ।

ধাড়সা পাল পাড়ার বাসিন্দা বিভূতি মান্না বলেন, "এই ধরনের ছবি দেওয়া অবিলম্বে বন্ধ করা উচিত । কারণ প্যাকেট বা পুজোর কাজে ব্যবহৃত ফুল ফেলার নির্দিষ্ট জায়গা নেই । যাঁকে আমরা পুজো করছি, নিজেদের অজান্তেই তাঁর ছবিতে পা দিয়ে চলে যাচ্ছি ।" অনেকে দাবি করছেন ঈশ্বরের ছবি খাদ্যদ্রব্য, তামাক জাতীয় দ্রব্যের প্যাকেটে দেওয়াটা বড় ভুল । যাঁরা প্রকটভাবে ঈশ্বরকে ভালোবাসেন, তাঁরা অবশ্যই এই বিষয়টিকে খেয়াল রাখে বলেও দাবি অনেকের ।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডারে মোদির ছবি, দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ টিআরএসের

বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার কথা জানান হাওড়ার শংকর মঠের উপাচার্য স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী । তিনি বলেন, "এই জিনিসগুলি অনেক দিন ধরেই চলছে, অবিলম্বে বন্ধ হওয়া দরকার ।" তবে তিনি দাবি করেন, সরকার আইন করেও এগুলি বন্ধ করতে পারবে না । এর জন্য জনমত তৈরি হওয়া দরকার ৷ তবেই বন্ধ হবে । আর কোনও সরকার আইন এনে একে বন্ধ করার চেষ্টা করলে তাঁকে সাম্প্রদায়িক বলে অভিযোগ তোলা হবে ।

ব্যবসায়িক পণ্যে ঈশ্বরের ছবি দেওয়া বন্ধের দাবি সনাতনী সমাজের

একইভাবে এই কাজকে অজ্ঞানতার প্রমাণ হিসাবেই ব্যাখ্যা করেছেন অপর এক ধর্মগুরু । তিনি দাবি করেন, মানুষের মধ্যে তিনটি গুন বিদ্যমান । সেই গুনের দ্বারাই তাঁরা পরিচালিত হন । আর এই কাজ যাঁরা করছেন, তাঁরা কেন তাঁদের নিজেদের পিতা, মাতা, স্ত্রী-সন্তানদের ছবি ছাপাচ্ছেন না । নিজের পিতা-মাতার ছবি বাড়ির দেওয়ালে টাঙিয়ে মালা দিচ্ছেন আর ঈশ্বরের ছবি পণ্যের প্যাকেটে ব্যবহার করার অধিকার তাঁদের কে দিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।

হাওড়া, 9 সেপ্টেম্বর: নিত্যদিনের পুজোর কাজে ব্যবহৃত ধুপ, মোমবাতি, দেশলাই-সহ নানা পুজোর সামগ্রীতে যেভাবে দেব-দেবীর ছবি ব্যবহৃত হয়ে আসছে, তা ভালো চোখে দেখছেন না বর্তমানের সনাতনী সমাজ (God Picture in Package)। তাই তাঁদের দাবি, অবিলম্বে আইন করে বন্ধ করা হোক এগুলি । ব্যবহারের পরে রাস্তাঘাটে জঞ্জালের স্তুপের মধ্যে পড়ে থাকে দেব-দেবীর ছবি সম্বলিত প্যাকেটগুলি । যা ধর্মীয় ভাবাবেগকে যথেষ্টই আঘাত করে বলে দাবি তাঁদের । এই বিষয়ে সহমত পোষণ করেছেন বিক্রেতারাও ।

হাওড়া (Howrah news) রামরাজাতলার এমনই এক দোকানের বিক্রেতা জানান, "এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার । আমরা যাঁরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাঁর আরাধনা করি, এটা তাঁদের ভাবাবেগকে আঘাত করছে । বিভিন্ন প্যাকেটে ঈশ্বরেরর ছবি ছাপা হচ্ছে । আমরা ব্যবহার করছি । তারপরে ছিঁড়ে ফেলে দিচ্ছি । এগুলি পরে আমাদের পায়ে লাগে ।" সংবাদ মাধ্যমের দ্বারা এই ধরনের ছবি পণ্যের প্যাকেটের উপর ব্যবহার বন্ধ করার দাবি জানান তিনি ।

ধাড়সা পাল পাড়ার বাসিন্দা বিভূতি মান্না বলেন, "এই ধরনের ছবি দেওয়া অবিলম্বে বন্ধ করা উচিত । কারণ প্যাকেট বা পুজোর কাজে ব্যবহৃত ফুল ফেলার নির্দিষ্ট জায়গা নেই । যাঁকে আমরা পুজো করছি, নিজেদের অজান্তেই তাঁর ছবিতে পা দিয়ে চলে যাচ্ছি ।" অনেকে দাবি করছেন ঈশ্বরের ছবি খাদ্যদ্রব্য, তামাক জাতীয় দ্রব্যের প্যাকেটে দেওয়াটা বড় ভুল । যাঁরা প্রকটভাবে ঈশ্বরকে ভালোবাসেন, তাঁরা অবশ্যই এই বিষয়টিকে খেয়াল রাখে বলেও দাবি অনেকের ।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডারে মোদির ছবি, দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ টিআরএসের

বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার কথা জানান হাওড়ার শংকর মঠের উপাচার্য স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী । তিনি বলেন, "এই জিনিসগুলি অনেক দিন ধরেই চলছে, অবিলম্বে বন্ধ হওয়া দরকার ।" তবে তিনি দাবি করেন, সরকার আইন করেও এগুলি বন্ধ করতে পারবে না । এর জন্য জনমত তৈরি হওয়া দরকার ৷ তবেই বন্ধ হবে । আর কোনও সরকার আইন এনে একে বন্ধ করার চেষ্টা করলে তাঁকে সাম্প্রদায়িক বলে অভিযোগ তোলা হবে ।

ব্যবসায়িক পণ্যে ঈশ্বরের ছবি দেওয়া বন্ধের দাবি সনাতনী সমাজের

একইভাবে এই কাজকে অজ্ঞানতার প্রমাণ হিসাবেই ব্যাখ্যা করেছেন অপর এক ধর্মগুরু । তিনি দাবি করেন, মানুষের মধ্যে তিনটি গুন বিদ্যমান । সেই গুনের দ্বারাই তাঁরা পরিচালিত হন । আর এই কাজ যাঁরা করছেন, তাঁরা কেন তাঁদের নিজেদের পিতা, মাতা, স্ত্রী-সন্তানদের ছবি ছাপাচ্ছেন না । নিজের পিতা-মাতার ছবি বাড়ির দেওয়ালে টাঙিয়ে মালা দিচ্ছেন আর ঈশ্বরের ছবি পণ্যের প্যাকেটে ব্যবহার করার অধিকার তাঁদের কে দিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।

Last Updated : Sep 9, 2022, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.