ETV Bharat / state

বালটিকুরি ESI হাসপাতাল চত্বরে আগুন, পুড়ল 60টি ঘর - Baltikuri ESI hospital in Howrah

বালটিকুরির ESI হাসপাতাল চত্বরে আগুন ৷ আজ দুপুর তিনটে নাগাদ আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷

হাসপাতালে আগুন
author img

By

Published : Nov 24, 2019, 5:25 PM IST

Updated : Nov 24, 2019, 6:53 PM IST

বালটিকুরি, 24 নভেম্বর : বালটিকুরির ESI হাসপাতাল চত্বরে আগুন ৷ আজ দুপুর তিনটে নাগাদ আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ হতাহতের কোনও খবর নেই ৷

আগুনে হাসপাতাল চত্বরে নির্মাণ শ্রমিকদের প্রায় 60টি টিন ও বাঁশের তৈরি অস্থায়ী ঘর পুড়ে গিয়েছে ৷ ESI হাসপাতালটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছিল ৷ সেজন্য চত্বরে তৈরি করা হয়েছিল টিন ও বাঁশের কিছু অস্থায়ী ঘর ৷ দমকল কর্মীদের অনুমান, ওই ঘরগুলির কোনওটিতে নির্মাণ শ্রমিকরা দুপুরে রান্না করছিলেন ৷ সেখান থেকে আগুন লাগে ৷ যা পরে অন্য ঘরগুলিতেও ছড়িয়ে পড়ে ৷

দেখুন ভিডিয়ো

নির্মাণ শ্রমিকদের জন্য তৈরি প্রায় অস্থায়ী 60টি ঘর ছাই হয়ে গেছে আগুনে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ তবে এখনও দমকল কর্মীরা এখনও কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছে ৷

বালটিকুরি, 24 নভেম্বর : বালটিকুরির ESI হাসপাতাল চত্বরে আগুন ৷ আজ দুপুর তিনটে নাগাদ আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ হতাহতের কোনও খবর নেই ৷

আগুনে হাসপাতাল চত্বরে নির্মাণ শ্রমিকদের প্রায় 60টি টিন ও বাঁশের তৈরি অস্থায়ী ঘর পুড়ে গিয়েছে ৷ ESI হাসপাতালটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছিল ৷ সেজন্য চত্বরে তৈরি করা হয়েছিল টিন ও বাঁশের কিছু অস্থায়ী ঘর ৷ দমকল কর্মীদের অনুমান, ওই ঘরগুলির কোনওটিতে নির্মাণ শ্রমিকরা দুপুরে রান্না করছিলেন ৷ সেখান থেকে আগুন লাগে ৷ যা পরে অন্য ঘরগুলিতেও ছড়িয়ে পড়ে ৷

দেখুন ভিডিয়ো

নির্মাণ শ্রমিকদের জন্য তৈরি প্রায় অস্থায়ী 60টি ঘর ছাই হয়ে গেছে আগুনে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ তবে এখনও দমকল কর্মীরা এখনও কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছে ৷

Intro:বালিটিকুড়ি ই এস আই হাসপাতাল চত্তরে আগুন। আজ দুপুর তিনটে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৪ টি ইঞ্জিন। তাদেরই প্রায় ঘন্টা খানেক এর চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন। ঘটনায় প্রায় 60টির মত টিন ও বাঁশের তৈরি ছোট ছোট ঘর পুড়ে গিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, বালটিকুরী ইএসআই হাসপাতাল টি নতুনভাবে নির্মাণ হচ্ছিল। সেই জন্যই হাসপাতাল কম্পাউন্ডের মাঝখানে তৈরি করা হয়েছিল টিন ও বাঁশ দিয়ে বেশকিছু অস্থায়ী ঘর। দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান সেখানে কিছু শ্রমিক দুপুর বেলার খাবার জন্য রান্নাবান্না করছিলেন। সেখান থেকেই আগুন লাগে কোন একটি অস্থায়ী ঘরে। ক্রমে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘর গুলিতে। কিছুক্ষণের মধ্যেই ভষ্মিভূত হয়ে যায় সেগুলি। এখন নির্মানকর্মীদের জন্য অস্থায়ী প্রায় ৬০ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দমকলকর্মীরা কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছে।Body:বConclusion:
Last Updated : Nov 24, 2019, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.