শিবপুর, 31 অগাস্ট : হাওড়া শিবপুর সন্ধ্যাবাজার এলাকায় একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লাগে । সেই আগুন ছড়ায় পাশের একটি দোকানে ।
স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ খবর দেয় দমকলে । আগুন নেভাতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয় সূত্রে খবর, লকডাউনে আশপাশের দোকান বন্ধ থাকলেও ওই ফাস্ট ফুডের দোকানে অনলাইন ডেলিভারির কাজ চলছিল ৷ রান্না করার সময় কোনওভাবে দোকানে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শিবপুর থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন । ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি ।
দোকানের অগ্নিনির্বাপক ব্যবস্থা ও লাইসেন্স খতিয়ে দেখা হবে বলে দমকল ও পুলিশ সূত্রের খবর । কোথাও কোনও খামতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে ।