ETV Bharat / state

বিয়ের ২২ দিনের মাথায় আত্মঘাতী হল যুবতি ও তার প্রেমিক - suicide

অস্বাভাবিক মৃত্যু হল দুই যুবক যুবতির। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগতবল্লভপুরের সন্ধ্যাবাজার এলাকায়। মৃতদের নাম অভিজিৎ খাঁ ও পিয়া পোড়েল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছে তারা।

author img

By

Published : Mar 16, 2019, 8:42 PM IST

হাওড়া, ১৬ মার্চ : অস্বাভাবিক মৃত্যু হল দুই যুবক যুবতির। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগতবল্লভপুরের সন্ধ্যাবাজার এলাকায়। মৃতদের নাম অভিজিৎ খাঁ ও পিয়া পোড়েল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছে তারা।

জগতবল্লভপুরের সন্তোষপুর এলাকার বাসিন্দা অভিজিতের সঙ্গে ওই এলাকারই শিবরামপুরের বাসিন্দা পিয়ার আট বছর সম্পর্ক ছিল। যদিও অভিজিৎ বিবাহিত ছিল। তার এক ছেলেও আছে। এদিকে ২২ দিন আগে পিয়ার বিয়ে হয় ডোমজুড়ের দফরপুরে এক যুবকের সঙ্গে। এরপর গতকাল বিকেলে পিয়া শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে জগৎবল্লভপুরে সন্ধ্যাবাজার এলাকায় অভিজিৎ-এর কাছে আসে। সেখানে দু'জনে দেখা করে। এরপর দু'জনেই একসঙ্গে কীটনাশক খায়।

রাস্তার ধারে তাদের দু'জনকে ছটফট করতে দেখে স্থানীয় বাসিন্দারা জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তারা আত্মহত্যা করেছে।

হাওড়া, ১৬ মার্চ : অস্বাভাবিক মৃত্যু হল দুই যুবক যুবতির। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগতবল্লভপুরের সন্ধ্যাবাজার এলাকায়। মৃতদের নাম অভিজিৎ খাঁ ও পিয়া পোড়েল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছে তারা।

জগতবল্লভপুরের সন্তোষপুর এলাকার বাসিন্দা অভিজিতের সঙ্গে ওই এলাকারই শিবরামপুরের বাসিন্দা পিয়ার আট বছর সম্পর্ক ছিল। যদিও অভিজিৎ বিবাহিত ছিল। তার এক ছেলেও আছে। এদিকে ২২ দিন আগে পিয়ার বিয়ে হয় ডোমজুড়ের দফরপুরে এক যুবকের সঙ্গে। এরপর গতকাল বিকেলে পিয়া শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে জগৎবল্লভপুরে সন্ধ্যাবাজার এলাকায় অভিজিৎ-এর কাছে আসে। সেখানে দু'জনে দেখা করে। এরপর দু'জনেই একসঙ্গে কীটনাশক খায়।

রাস্তার ধারে তাদের দু'জনকে ছটফট করতে দেখে স্থানীয় বাসিন্দারা জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তারা আত্মহত্যা করেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.