ETV Bharat / state

ঋণের টাকা আদায়ে চাপ, ব্যাঙ্ককর্মীদের আটকে রেখে বিক্ষোভ - repay the loan

জানা গিয়েছে, ব্যাঙ্ককর্মীরা ঋণ গ্রহীতাদের থেকে লোন আদায়ের জন্য চাপ দিতে থাকেন । অশালীন ব্যবহার করেন মহিলাদের সঙ্গে । অভিযোগ, ঋণ গ্রহীতাদের বলা হয় প্রয়োজন হলে বাড়ি ও রক্ত বিক্রি করে লোন শোধ করতে হবে । এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ ।

ঋণের টাকা শোধের জন্য চাপ, বিক্ষোভের মুখে পড়লেন ঋণদানকারী সংস্থার কর্মীরা
ঋণের টাকা শোধের জন্য চাপ, বিক্ষোভের মুখে পড়লেন ঋণদানকারী সংস্থার কর্মীরা
author img

By

Published : Jun 5, 2021, 10:55 PM IST

হাওড়া, 5 জুন : লোনের টাকা আদায় করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বন্ধন ব্যাঙ্কের কর্মীরা । পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ এলাকায় ।

আজ দুপুর একটা নাগাদ এই এলাকার মালিকপাড়ায় লোনের টাকা আদায় করতে আসেন বন্ধন ব্যাঙ্কের লোন রিকভারী বিভাগের তিনজন কর্মী । জানা গিয়েছে, তাঁরা ঋণগ্রহীতাদের থেকে লোন আদায়ের জন্য চাপ দিতে থাকেন । অশালীন ব্যবহার করেন মহিলাদের সঙ্গে । অভিযোগ, ঋণ গ্রহীতাদের বলা হয় প্রয়োজন হলে বাড়ি ও রক্ত বিক্রি করে লোন শোধ করতে হবে । এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ ।

বিক্ষোভের মুখে পড়লেন ঋণদানকারী সংস্থার কর্মীরা

ঝুমা বাগ নামে এক ঋণগ্রহীতা বলেন, "এই এলাকার কিছু গরিব মানুষ লোন নিয়েছিলেন । কিন্তু লকডাউনে তাঁদের রোজগার নেই বললেই চলে । এই অবস্থায় টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন ব্যাঙ্ককর্মীরা ।"

আরও পড়ুন : মদ খাওয়ার টাকা না পেয়ে বৃদ্ধকে মারধর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

এদিকে দীর্ঘক্ষণ আটকে থাকার পর ডোমজুর থানার পুলিশ এসে ব্যাঙ্ককর্মীদের উদ্ধার করে । ঘটনাস্থলে আসেন ব্যাঙ্কের সলপ শাখার ম্যানেজার । তিনি বলেন, ‘‘ঋণের টাকা নেওয়ার জন্য লোকজন এসেছিল ঠিকই । তবে হয়ত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ।’’ বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

হাওড়া, 5 জুন : লোনের টাকা আদায় করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বন্ধন ব্যাঙ্কের কর্মীরা । পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ এলাকায় ।

আজ দুপুর একটা নাগাদ এই এলাকার মালিকপাড়ায় লোনের টাকা আদায় করতে আসেন বন্ধন ব্যাঙ্কের লোন রিকভারী বিভাগের তিনজন কর্মী । জানা গিয়েছে, তাঁরা ঋণগ্রহীতাদের থেকে লোন আদায়ের জন্য চাপ দিতে থাকেন । অশালীন ব্যবহার করেন মহিলাদের সঙ্গে । অভিযোগ, ঋণ গ্রহীতাদের বলা হয় প্রয়োজন হলে বাড়ি ও রক্ত বিক্রি করে লোন শোধ করতে হবে । এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ ।

বিক্ষোভের মুখে পড়লেন ঋণদানকারী সংস্থার কর্মীরা

ঝুমা বাগ নামে এক ঋণগ্রহীতা বলেন, "এই এলাকার কিছু গরিব মানুষ লোন নিয়েছিলেন । কিন্তু লকডাউনে তাঁদের রোজগার নেই বললেই চলে । এই অবস্থায় টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন ব্যাঙ্ককর্মীরা ।"

আরও পড়ুন : মদ খাওয়ার টাকা না পেয়ে বৃদ্ধকে মারধর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

এদিকে দীর্ঘক্ষণ আটকে থাকার পর ডোমজুর থানার পুলিশ এসে ব্যাঙ্ককর্মীদের উদ্ধার করে । ঘটনাস্থলে আসেন ব্যাঙ্কের সলপ শাখার ম্যানেজার । তিনি বলেন, ‘‘ঋণের টাকা নেওয়ার জন্য লোকজন এসেছিল ঠিকই । তবে হয়ত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ।’’ বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.