হাওড়া, 17 মার্চ : তাঁত-সহ হাতে তৈরি শাড়ির বিপণি ও বিজ্ঞাপন কেন্দ্র চালু করার কথা জানাল পূর্ব রেল (Eastern Railway Announces to Open Handicraft Saree Shops in Stations) ।
'আত্মনির্ভর ভারত' গড়ার অঙ্গ হিসাবে এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানাল পূর্ব রেল। স্বনির্ভর গোষ্ঠী, এনজিও, সমবায়ের মাধ্যমে তাঁত-সহ হাতে তৈরি শাড়ির বিপণি তৈরি করছে পূর্ব রেল। ব্যস্ত স্টেশনগুলোতে স্থানীয় দ্রব্যের ‘এক স্টেশন এক দ্রব্য’-এর (One Station One Product) সুবিধা তৈরি করতে চাইছে পূর্ব রেল । রেলের তরফে এই পরিকল্পনাকে সোনালি সুযোগ বলে আখ্যা দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : HC Directs CAG Probe in Flood Case : মালদা বন্যাত্রাণে দুর্নীতির মামলায় সিএজি তদন্তের নির্দেশ হাইকোর্টের
রেল জানিয়েছে, চলতি মাসের 25 তারিখ থেকে হাওড়া স্টেশনে একটি বিপণি কেন্দ্র খোলা হবে । যেটা 15 দিন চালু থাকবে । এই কেন্দ্রে নাম নথিভুক্ত করার জন্য 500 টাকা ধার্য করা হয়েছে । বিপণির সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা পূর্ব রেলের তরফ থেকে করা হবে । যদি অনেক বেশি সংখ্যায় আবেদনপত্র আসে, সেক্ষেত্রে লটারি অথবা পাবলিক ড্র ব্যবস্থার মাধ্যমে বাছাই করা হবে ।
এই বিপণিতে নাম নথিভুক্ত করতে আবেদনপত্র দিতে হবে । ওই আবেদনপত্র পূর্ব রেলের সিনিয়ার বিভাগীয় কমার্শিয়াল ব্যবস্থাপক অথবা সিনিয়ার বিভাগীয় ব্যবস্থাপক অথবা পূর্ব রেল হাওড়া নামে করতে হবে । এই আবেদনপত্রটির ঠিকানা হবে রেল যাত্রী নিবাস বিল্ডিং (4র তলা), হাওড়া স্টেশন, হাওড়া-711101 ৷ নিজস্ব লেটার হেড অথবা সাদা কাগজেও আবেদনপত্র করা যাবে।
আরও পড়ুন : Rare Surgery at NBMC : গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ
এনজিও, স্বনির্ভর গোষ্ঠী ও সমবায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ ওই আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে । আগামী 22/03/2022 তারিখের দুপুর 3টের মধ্যে উল্ল্যেখিত ঠিকানাতে অবশ্যই আবেদনপত্র জমা করতে হবে।