ETV Bharat / state

Eastern Railway Announcement : স্টেশনে হাতে তৈরি শাড়ির বিপণি খুলছে পূর্ব রেল - Eastern Railway Announces to Open Handicraft Saree Shops

তাঁত-সহ হাতে তৈরি শাড়ির বিপণি খোলার ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway Announces to Open Handicraft Saree Shops in Stations)। ব্যস্ত স্টেশনগুলোতে স্থানীয় দ্রব্যের ‘এক স্টেশন এক দ্রব্য’ (One Station one Product) তৈরি করতে চাইছে পূর্ব রেল । চলতি মাসের 25 তারিখ থেকে হাওড়া স্টেশনে একটি বিপণি কেন্দ্র খোলা হবে ।

Eastern Railway Announcement
Eastern Railway Announcement
author img

By

Published : Mar 17, 2022, 6:57 PM IST

হাওড়া, 17 মার্চ : তাঁত-সহ হাতে তৈরি শাড়ির বিপণি ও বিজ্ঞাপন কেন্দ্র চালু করার কথা জানাল পূর্ব রেল (Eastern Railway Announces to Open Handicraft Saree Shops in Stations) ।

'আত্মনির্ভর ভারত' গড়ার অঙ্গ হিসাবে এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানাল পূর্ব রেল। স্বনির্ভর গোষ্ঠী, এনজিও, সমবায়ের মাধ্যমে তাঁত-সহ হাতে তৈরি শাড়ির বিপণি তৈরি করছে পূর্ব রেল। ব্যস্ত স্টেশনগুলোতে স্থানীয় দ্রব্যের ‘এক স্টেশন এক দ্রব্য’-এর (One Station One Product) সুবিধা তৈরি করতে চাইছে পূর্ব রেল । রেলের তরফে এই পরিকল্পনাকে সোনালি সুযোগ বলে আখ্যা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : HC Directs CAG Probe in Flood Case : মালদা বন্যাত্রাণে দুর্নীতির মামলায় সিএজি তদন্তের নির্দেশ হাইকোর্টের

রেল জানিয়েছে, চলতি মাসের 25 তারিখ থেকে হাওড়া স্টেশনে একটি বিপণি কেন্দ্র খোলা হবে । যেটা 15 দিন চালু থাকবে । এই কেন্দ্রে নাম নথিভুক্ত করার জন্য 500 টাকা ধার্য করা হয়েছে । বিপণির সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা পূর্ব রেলের তরফ থেকে করা হবে । যদি অনেক বেশি সংখ্যায় আবেদনপত্র আসে, সেক্ষেত্রে লটারি অথবা পাবলিক ড্র ব্যবস্থার মাধ্যমে বাছাই করা হবে ।

এই বিপণিতে নাম নথিভুক্ত করতে আবেদনপত্র দিতে হবে । ওই আবেদনপত্র পূর্ব রেলের সিনিয়ার বিভাগীয় কমার্শিয়াল ব্যবস্থাপক অথবা সিনিয়ার বিভাগীয় ব্যবস্থাপক অথবা পূর্ব রেল হাওড়া নামে করতে হবে । এই আবেদনপত্রটির ঠিকানা হবে রেল যাত্রী নিবাস বিল্ডিং (4র তলা), হাওড়া স্টেশন, হাওড়া-711101 ৷ নিজস্ব লেটার হেড অথবা সাদা কাগজেও আবেদনপত্র করা যাবে।

আরও পড়ুন : Rare Surgery at NBMC : গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

এনজিও, স্বনির্ভর গোষ্ঠী ও সমবায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ ওই আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে । আগামী 22/03/2022 তারিখের দুপুর 3টের মধ্যে উল্ল্যেখিত ঠিকানাতে অবশ্যই আবেদনপত্র জমা করতে হবে।

হাওড়া, 17 মার্চ : তাঁত-সহ হাতে তৈরি শাড়ির বিপণি ও বিজ্ঞাপন কেন্দ্র চালু করার কথা জানাল পূর্ব রেল (Eastern Railway Announces to Open Handicraft Saree Shops in Stations) ।

'আত্মনির্ভর ভারত' গড়ার অঙ্গ হিসাবে এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানাল পূর্ব রেল। স্বনির্ভর গোষ্ঠী, এনজিও, সমবায়ের মাধ্যমে তাঁত-সহ হাতে তৈরি শাড়ির বিপণি তৈরি করছে পূর্ব রেল। ব্যস্ত স্টেশনগুলোতে স্থানীয় দ্রব্যের ‘এক স্টেশন এক দ্রব্য’-এর (One Station One Product) সুবিধা তৈরি করতে চাইছে পূর্ব রেল । রেলের তরফে এই পরিকল্পনাকে সোনালি সুযোগ বলে আখ্যা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : HC Directs CAG Probe in Flood Case : মালদা বন্যাত্রাণে দুর্নীতির মামলায় সিএজি তদন্তের নির্দেশ হাইকোর্টের

রেল জানিয়েছে, চলতি মাসের 25 তারিখ থেকে হাওড়া স্টেশনে একটি বিপণি কেন্দ্র খোলা হবে । যেটা 15 দিন চালু থাকবে । এই কেন্দ্রে নাম নথিভুক্ত করার জন্য 500 টাকা ধার্য করা হয়েছে । বিপণির সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা পূর্ব রেলের তরফ থেকে করা হবে । যদি অনেক বেশি সংখ্যায় আবেদনপত্র আসে, সেক্ষেত্রে লটারি অথবা পাবলিক ড্র ব্যবস্থার মাধ্যমে বাছাই করা হবে ।

এই বিপণিতে নাম নথিভুক্ত করতে আবেদনপত্র দিতে হবে । ওই আবেদনপত্র পূর্ব রেলের সিনিয়ার বিভাগীয় কমার্শিয়াল ব্যবস্থাপক অথবা সিনিয়ার বিভাগীয় ব্যবস্থাপক অথবা পূর্ব রেল হাওড়া নামে করতে হবে । এই আবেদনপত্রটির ঠিকানা হবে রেল যাত্রী নিবাস বিল্ডিং (4র তলা), হাওড়া স্টেশন, হাওড়া-711101 ৷ নিজস্ব লেটার হেড অথবা সাদা কাগজেও আবেদনপত্র করা যাবে।

আরও পড়ুন : Rare Surgery at NBMC : গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

এনজিও, স্বনির্ভর গোষ্ঠী ও সমবায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ ওই আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে । আগামী 22/03/2022 তারিখের দুপুর 3টের মধ্যে উল্ল্যেখিত ঠিকানাতে অবশ্যই আবেদনপত্র জমা করতে হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.