হাওড়া, 28 সেপ্টেম্বর: অতিরিক্ত যাত্রী বোঝা কমানোর জন্য কলকাতা ও শিলচরের মধ্যে স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল (Eastern Railway announces Festival Special Train)। এছাড়াও মালদা টাউন, ছাত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, ভাগলপুর এবং আনন্দ বিহারের মাঝেও এই ট্রেন চালু করা হল ৷
ফেস্টিভ্যাল স্পেশাল কলকাতা ও শিলচর
- 05639 শিলচর-কলকাতা ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন ৷ শিলচর থেকে 29 সেপ্টেম্বর- 3 নভেম্বর প্রতি বৃহস্পতিবার সকাল 6 টা থেকে যাত্রা করবে ৷ পরের দিন দুপুর 1টা নাগাদ কলকাতায় পৌঁছবে ।
- 15640 কলকাতা- শিলচর ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন ৷ 30 সেপ্টেম্বর-4 অক্টোবর প্রতি শুক্রবার কলকাতা থেকে দুপুর 3টে নাগাদ যাত্রা করবা ৷ শিলচর পৌঁছবে তৃতীয় দিনের রাত্রি 12:30 মিনিটে ।
এই স্পেশাল ট্রেনগুলি নৈহাটি, ব্যাণ্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ (জ), জঙ্গিপুর রোড, মালদা টাউন স্টেশনগুলোতে দাঁড়াবে । এই ট্রেনগুলো সবকটি বাতানকুল সজ্জা বিশিষ্ট হবে ।
- 05640 কলকাতা - শিলচর ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের টিকিট 27 সেপ্টেম্বর থেকে পূর্ব রেলের কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে । অন্যান্য পুজো স্পেশাল ট্রেনের মতোই এর ভাড়া হবে এবং এতে তৎকালীন ও কোনধরনের টিকিটে ছাড় দেওয়া হবে না বলেই পূর্ব রেল সূত্রের খবর ।
ফেস্টিভ্যাল স্পেশাল মালদা টাউন ও ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস
- 01031 ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস – মালদা টাউন স্পেশাল ৷ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে 17 অক্টেবর-24 অক্টোবর সকাল 11 টায় যাত্রা করে মালদা টাউন পৌঁছবে তৃতীয় দিনের রাত 12:45 মিনিটে ।
- 01032 মালদা টাউন – ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্পেশাল ৷ মালদা টাউন থেকে 19 অক্টোবর-26 অক্টোবর অব্ধি দুপুর 12টা 20 মিনিটে যাত্রা শুরু করে তৃতীয় দিনের ভোর 3:50 মিনিটে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পৌঁছবে । এই ট্রেনটি নিউ ফারাক্কা, বাড়হারওয়া, শিবাজীগঞ্জ, কাহালগাঁওন, ভাগলপুর , সুলতানগঞ্জ , জামালপুর এবং অভায়পুর স্টেশনে দাঁড়াবে । এই ট্রেনগুলো সবকটি বাতানকুল সজ্জা বিশিষ্ট হবে ।
- 01032 মালদা টাউন – ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্পেশাল ট্রেনের টিকিট 28 সেপ্টেম্বর থেকে পূর্ব রেলের কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে । অন্যান্য পুজো স্পেশাল ট্রেনের মতোই এর ভাড়া হবে এবং এতে তৎকালীন ও কোনওধরনের টিকিটে ছাড় দেওয়া হবে না বলেই পূর্ব রেল সূত্রের খবর ।
ফেস্টিভ্যাল স্পেশাল ভাগলপুর ও আনন্দ বিহার
- 04002 আনন্দ বিহার –ভাগলপুর স্পেশাল এক্সপ্রেস ৷ আনন্দ বিহার থেকে 29 সেপ্টেম্বর-10 অক্টোবর প্রতি বৃহস্পতিবার রাত্রি 9:05 মিনিটে যাত্রা করবে । পরের দিন ভাগলপুর পৌঁছবে সন্ধ্যা 8টায় ।
- 04001 ভাগলপুর – আনন্দ বিহার স্পেশাল এক্সপ্রেস ৷ ভাগলপুর থেকে 30 সেপ্টেম্বর-11 নভেম্বর প্রতি শুক্রবার রাত্রি 9:45 মিনিটে যাত্রা করে পরের দিন আনন্দ বিহার পৌঁছবে সন্ধ্যা 8:40 মিনিটে । ট্রেনটি সুলতানগঞ্জ, জামালপুর ও অভায়পুর স্টেশনে দাঁড়াবে । এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, সজ্জা বিশিষ্ট দ্বিতীয় শ্রেণির কামরা ও বাতানকুল কামরা থাকবে । এই ট্রেনটির টিকিট বুকিং পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে বলেই জানান হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ।
আরও পড়ুন: পর্যটকদের জন্য চারটি পুজো স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল