হাওড়া, ২৮ অক্টোবর : হাওড়ার স্টেশন সংলগ্ন পাইকারি মাছ বাজারে একটি দোকানের ফ্রিজার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করল গোলাবাড়ি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে আজ সেখানে হানা দিয়ে ছোটন রাই নামে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে তারা । ছোটন ওই বাজারেই কাজ করত বলে পুলিশ সূত্রে খবর । এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বিহার ফিশ কোম্পানির মালিক সুনীল সিংকে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
গোপন সূত্রে খবর পেয়ে আজ গোলাবাড়ি থানার পুলিশ হাওড়ার মাছের বাজারে বিহার ফিশ কোম্পানি নামে একটি দোকানো হানা দেয় । ওই দোকানের ফ্রিজার থেকে ছোটন রাইয়ের দেহ উদ্ধার হয় । মৃত ছোটন রাই ওই মাছের বাজারে কাজ করত বলে পুলিশ সূত্রে খবর । পুলিশের প্রাথমিক অনুমান , ছোটনকে নৃশংসভাবে খুন করা হয়েছে । ছোটনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে ৷ সেখান থেকে প্রচুর রক্তপাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান ৷
মৃত ছোটন রাই ও আটক ব্যক্তি উভয়ই বিহারের একই গ্রামের বাসিন্দা । আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রাথমিক তদন্তে জানা গেছে আরও দুই জন এই ঘটনার সঙ্গে জড়িত । পুরানো শত্রুতার জেরেই ছোটনকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ । বাকি দুই জনের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে তারা৷