ETV Bharat / state

বিনা চিকিৎসায় মৃত্যু কোরোনা আক্রান্তের, পথ অবরোধ

পরিবার সূত্রে খবর গতমাসের 23 তারিখে ওই যুবকের কোভিড টেস্ট করা হয় । ওই মাসের 25 তারিখে তার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । আজ সকালে বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যু হয় ।

corona infected died without treatment
বিনা চিকিৎসায় মৃত্যু কোরোনা আক্রান্তের
author img

By

Published : Aug 4, 2020, 5:49 AM IST

লিলুয়া, 3 অগাস্ট : বিনা চিকিৎসায় মৃত্যু হল এক কোরোনা আক্রান্ত রোগীর । গতকাল হাওড়ায় লিলুয়ার গুহ পার্কে বছর বত্রিশের ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হয় । তাঁর অত্যাধিক শ্বাসকষ্ট হতে থাকে গতরাত থেকে । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য বিভাগের কর্মী পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের । স্থানীয় লিলুয়া থানায় জানানো হলেও সেখান থেকেও সাহায্যের হাত বাড়ায়নি কেউ। আজ সকালে ওই যুবকের মৃত্যু হয় ।

পরিবার সূত্রে খবর, গতমাসের 23 তারিখে ওই যুবকের কোভিড টেস্ট করা হয় । ওই মাসের 25 তারিখে তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । অভিযোগ, সেটা জানা সত্ত্বেও সত্যবালা ID হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । হাসপাতালের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন । তাঁর মৃত্যুর সাত ঘণ্টা অতিক্রান্ত হলেও মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামে সাধারণ মানুষ, CPI(M) ও অন্যান্য বিরোধী দলের কর্মীরা ।

বিনা চিকিৎসায় মৃত্যু কোরোনা আক্রান্তের

স্থানীয় CPI(M) নেতা সমীরণ চট্টোপাধ্যায় জানান, ওই যুবক বিনা চিকিৎসায় মারা গেছেন । এর প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ । তিনি আরও দাবি করেন, ওই যুবকের চিকিৎসার জন্য কোনও অ্যাম্বুলেন্স, চিকিৎসক পাওয়া যায়নি । থানায় জানানো হলে পুলিশও দায় এড়িয়ে গেছে । কোরোনা আতঙ্কে মানুষের যে অবক্ষয় হয়েছে যে কেউ কোরোনায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও আসছে না । গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি তার জন্য এই বিক্ষোভ চলছে আজকে ।

এই ঘটনাকে কেন্দ্র করে লিলুয়ার থানার অন্তর্গত রবীন্দ্র সরণি রোড অবরোধ করেন বিরোধী দলের কর্মীরা । প্রায় ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় ।

লিলুয়া, 3 অগাস্ট : বিনা চিকিৎসায় মৃত্যু হল এক কোরোনা আক্রান্ত রোগীর । গতকাল হাওড়ায় লিলুয়ার গুহ পার্কে বছর বত্রিশের ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হয় । তাঁর অত্যাধিক শ্বাসকষ্ট হতে থাকে গতরাত থেকে । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য বিভাগের কর্মী পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের । স্থানীয় লিলুয়া থানায় জানানো হলেও সেখান থেকেও সাহায্যের হাত বাড়ায়নি কেউ। আজ সকালে ওই যুবকের মৃত্যু হয় ।

পরিবার সূত্রে খবর, গতমাসের 23 তারিখে ওই যুবকের কোভিড টেস্ট করা হয় । ওই মাসের 25 তারিখে তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । অভিযোগ, সেটা জানা সত্ত্বেও সত্যবালা ID হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । হাসপাতালের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন । তাঁর মৃত্যুর সাত ঘণ্টা অতিক্রান্ত হলেও মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামে সাধারণ মানুষ, CPI(M) ও অন্যান্য বিরোধী দলের কর্মীরা ।

বিনা চিকিৎসায় মৃত্যু কোরোনা আক্রান্তের

স্থানীয় CPI(M) নেতা সমীরণ চট্টোপাধ্যায় জানান, ওই যুবক বিনা চিকিৎসায় মারা গেছেন । এর প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ । তিনি আরও দাবি করেন, ওই যুবকের চিকিৎসার জন্য কোনও অ্যাম্বুলেন্স, চিকিৎসক পাওয়া যায়নি । থানায় জানানো হলে পুলিশও দায় এড়িয়ে গেছে । কোরোনা আতঙ্কে মানুষের যে অবক্ষয় হয়েছে যে কেউ কোরোনায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও আসছে না । গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি তার জন্য এই বিক্ষোভ চলছে আজকে ।

এই ঘটনাকে কেন্দ্র করে লিলুয়ার থানার অন্তর্গত রবীন্দ্র সরণি রোড অবরোধ করেন বিরোধী দলের কর্মীরা । প্রায় ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.