হাওড়া, 28 ডিসেম্বর: বন্ধ হয় বুধেই, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে বৃহস্পতিতেই চালু হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের ক্রিসমাস কার্নিভাল। এদিন বেলায় ডুমুরজলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে রওনা দেওয়া সময় হাওড়া ক্রিসমাস কার্নিভাল অবিলম্বে চালু করার নির্দেশ দিলেন তিনি ৷
নির্দেশ পেতেই বন্ধ কার্নিভাল চালু করার প্রস্তুতি নিল হাওড়া পৌরনিগম । হাওড়ার কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, "যারা গন্ডগোল করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছি । ইতিমধ্যে দু'জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে । এসব কাজ আমি বরদাস্ত ও সাপোর্ট করি না । কার্নিভাল কমিটিকে বলেছি আজই কার্নিভাল চালু করতে হবে । পার্কিং নিয়ে সমস্যা হলে প্রশাসনকে জানানো দরকার ছিল । মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেছি এসে কথা বলতে ।"
মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পর হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, "আমার কাছে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের থেকে দুটি নির্দেশ এসেছে । যার মধ্যে প্রথম আজকেই মেলা চালু করতে হবে । দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ আছে, তাদের বিস্তারিত বিবরণ পুলিশ ও প্রশাসনকে দিতে হবে ৷ যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় । গতকাল বুধবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে মেলার সুরক্ষা বিঘ্নিত হয় ৷ তাই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কারণ এই মেলাতে কোনও অঘটন ঘটলে তাতে মন্ত্রী-সহ মুখ্যমন্ত্রীর নাম খারাপ হত ।"
প্রসঙ্গত, সদ্য সংস্কার হওয়া ইকোপার্কের বাইরে গাড়ির পার্কিং ফি তোলা নিয়ে চাঞ্চল্য ছড়ায় বুধবার । অভিযোগ ছিল, সৌরভ দত্ত নামে পৌরনিগমের এক কর্মী ওই পার্কিং থেকে অবৈধভাবে টাকা তুলছিলেন । এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত পুলিশ ও শাসকদলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয় । কার্নিভালের স্থানে আসেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী । তিনি সাময়িকভাবে এই কার্নিভাল বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন :
1 বেআইনি পার্কিং ফি তোলার অভিযোগে বাকবিতণ্ডা, মাঝপথে বন্ধ হয়ে গেল হাওড়ার ক্রিসমাস কার্নিভাল
2 কোভিড টিকার প্রভাবে কি বাড়ছে হৃদরোগে মৃত্যু? বিশেষজ্ঞের মত জানুন
3 নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে কলকাতায় 10 জায়গায় ইডি'র হানা