ETV Bharat / state

হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ বিক্ষুব্ধ কর্মীদের

নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দলের বহু কর্মীরা ঘরছাড়া হয়েছে । অনেকের বাড়ি ভাঙচুর করা হয়েছে । তাদের পরিবারের মহিলা সদস্যদের নিগ্রহ করা হয়েছে । অনেকের নামে বিভিন্ন মামলার আরোপে জেলে আটক করা হয়েছে । আর এই সব কিছুর থেকে কর্মীদের রক্ষা করতে নেতৃত্ব ব্যর্থ হয়েছে বলেই ক্ষোভ বিজেপি দলের বিক্ষুব্ধ কর্মীদের । আর তাই বিজেপির রাজ্য সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সামনেই বিক্ষোভ দেখায় কর্মীরা ও দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয় ।

হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই
হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই
author img

By

Published : Jun 28, 2021, 8:22 PM IST

উলুবেড়িয়া, 28 জুন : হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ ও ভাঙচুর করল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা । ঘটনাটি হাওড়ার উলুবেড়িয়ার । রবিবার সভাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী । তিনি পার্টি অফিসে উপস্থিত থাকাকালীনই বিক্ষোভ দেখায় কর্মীরা ৷ ভাঙচুর চালানো হয় ।

নির্বাচন পরবর্তীতে হাওড়া গ্রামীণে বিজেপি কর্মীদের পাশে দল ও দলের নেতারা না দাঁড়াতে পারার জন্যই মূলত ক্ষোভ রয়েছে বলে সূত্রের খবর । তাই বিজেপির হাওড়া গ্রামীণ সাংগাঠনিক জেলার অফিসে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের ।

দলের নেতাদের বিরুদ্ধে মূলত ক্ষোভ দানা বেঁধেছে দলের অভ্যন্তরেই । নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দলের বহু কর্মী ঘরছাড়া হয়েছে । অনেকের বাড়ি ভাঙচুর করা হয়েছে । তাদের পরিবারের মহিলা সদস্যদের নিগ্রহ করা হয়েছে । অনেকের নামে বিভিন্ন মামলার আরোপে জেলে আটক করা হয়েছে । আর এই সব কিছুর থেকে কর্মীদের রক্ষা করতে নেতৃত্ব ব্যর্থ হয়েছে বলেই ক্ষোভ দলের বিক্ষুব্ধ কর্মীদের ।

হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই

আরও পড়ুন...হাওড়ায় বাড়ানো হল কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন

এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ সাংগাঠনিক জেলা কনভেনার সুজয় চক্রবর্তী বলেন, কর্মীদের মনে হয়েছে যে তাদের পাশে দল দাঁড়ায়নি । তাই তারা রাজ্য নেতৃত্ব থাকা কালীন বিক্ষোভ দেখিয়েছে । যদিও এই অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি । তিনি জানান, গ্রামীণ এলাকার 8টি বিধানসভা নিয়ে একটি এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে । তাদের সঙ্গে রাজ্য নেতৃত্বের আলোচনা সভা ছিল । রাজ্যের নেতা থাকবে জেনেই কর্মীরা তাদের অভিযোগের কথা তুলে ধরেছে ।

তিনি বলেন, তাঁরা ক্ষতিগ্রস্ত কর্মীদের নামের তালিকা তৈরি করেছেন । কিন্তু অস্বাভাবিক পরিস্থিতির জন্যই বিলম্ব হচ্ছে বলে তিনি দাবি করেন ।

উলুবেড়িয়া, 28 জুন : হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ ও ভাঙচুর করল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা । ঘটনাটি হাওড়ার উলুবেড়িয়ার । রবিবার সভাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী । তিনি পার্টি অফিসে উপস্থিত থাকাকালীনই বিক্ষোভ দেখায় কর্মীরা ৷ ভাঙচুর চালানো হয় ।

নির্বাচন পরবর্তীতে হাওড়া গ্রামীণে বিজেপি কর্মীদের পাশে দল ও দলের নেতারা না দাঁড়াতে পারার জন্যই মূলত ক্ষোভ রয়েছে বলে সূত্রের খবর । তাই বিজেপির হাওড়া গ্রামীণ সাংগাঠনিক জেলার অফিসে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের ।

দলের নেতাদের বিরুদ্ধে মূলত ক্ষোভ দানা বেঁধেছে দলের অভ্যন্তরেই । নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দলের বহু কর্মী ঘরছাড়া হয়েছে । অনেকের বাড়ি ভাঙচুর করা হয়েছে । তাদের পরিবারের মহিলা সদস্যদের নিগ্রহ করা হয়েছে । অনেকের নামে বিভিন্ন মামলার আরোপে জেলে আটক করা হয়েছে । আর এই সব কিছুর থেকে কর্মীদের রক্ষা করতে নেতৃত্ব ব্যর্থ হয়েছে বলেই ক্ষোভ দলের বিক্ষুব্ধ কর্মীদের ।

হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই

আরও পড়ুন...হাওড়ায় বাড়ানো হল কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন

এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ সাংগাঠনিক জেলা কনভেনার সুজয় চক্রবর্তী বলেন, কর্মীদের মনে হয়েছে যে তাদের পাশে দল দাঁড়ায়নি । তাই তারা রাজ্য নেতৃত্ব থাকা কালীন বিক্ষোভ দেখিয়েছে । যদিও এই অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি । তিনি জানান, গ্রামীণ এলাকার 8টি বিধানসভা নিয়ে একটি এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে । তাদের সঙ্গে রাজ্য নেতৃত্বের আলোচনা সভা ছিল । রাজ্যের নেতা থাকবে জেনেই কর্মীরা তাদের অভিযোগের কথা তুলে ধরেছে ।

তিনি বলেন, তাঁরা ক্ষতিগ্রস্ত কর্মীদের নামের তালিকা তৈরি করেছেন । কিন্তু অস্বাভাবিক পরিস্থিতির জন্যই বিলম্ব হচ্ছে বলে তিনি দাবি করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.