ETV Bharat / state

Howrah: বধূর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগ, সরব বিজেপি - বিজেপির বিমান ঘোষ

গত 24 অক্টোবর শ্বশুরবাড়িতে অস্বাভাবিকভাবে মৃত্যু (Unnatural Death) হয় মণীষা মালিক নামে এক গৃহবধূর ৷ এই ঘটনার তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে৷ এই নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP) ৷ শনিবার মৃতার মায়ের সঙ্গে দেখা করেন হুগলির পুড়শুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষ (BJP MLA Biman Ghosh) ৷

BJP raises concerns about shoddy police probe in womans unnatural death case in howrah
Howrah: বধূর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগ, সরব বিজেপি
author img

By

Published : Oct 29, 2022, 4:06 PM IST

হাওড়া, 29 অক্টোবর: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) ঘটনা নিয়েও এবার আসরে বিজেপি (BJP) ৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দলের কর্মীরা আন্দোলন আগেই শুরু করেছিলেন ৷ এবার মৃতার মায়ের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন গেরুয়া শিবিরের বিধায়ক ৷

শনিবার দুপুরে হাওড়ার (Howrah) ধূলাগড় শিবতলায় হাজির হন হুগলির পুড়শুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষ (BJP MLA Biman Ghosh) ৷ সেখানেই মৃতা মণীষা মালিকের বাপেরবাড়ি ৷ ওই বাড়িতেই যান বিমান৷ তিনি কথা বলেন মৃতার মা বীণা অধিকারীর সঙ্গে ৷ পরে তিনি এই ইস্যুতে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷

BJP raises concerns about shoddy police probe in womans unnatural death case in howrah
মৃতা মণীষা মালিক

তাঁর অভিযোগ, মণীষা মালিকের মৃত্যুর তদন্ত নিয়ে পুলিশ গাফিলতি করেছে ৷ পরিবারের থেকে অভিযোগ নিতে চাওয়া হয়নি ৷ উলটে মণীষার পরিবারকে হেনস্তা করা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কোনও রাজনৈতিক নেতার চাপে যদি পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে চায়, তাহলে বিজেপির থেকে খারাপ হবে না ৷ অন্যদিকে তিনি রাজ্যে নারী নির্যাতন বেড়ে চলেছে বলে অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন ।

প্রসঙ্গত, ধূলাগড় শিবতলার মণীষার বিয়ে হয়েছিল স্থানীয় আলমপুরের পোড়েল পাড়ার বাসিন্দা রঞ্জিত মালিকের সঙ্গে ৷ গত সোমবার, 24 অক্টোবর অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় মণীষার ৷ তিনি শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ ওঠে ৷ মণীষার মায়ের দাবি, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ অভিযোগ দায়ের হওয়ার পর এক-দেড় দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও তা করেনি ৷

BJP raises concerns about shoddy police probe in womans unnatural death case in howrah
অভিযুক্ত স্বামী

যদিও এই ঘটনায় মৃতার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে স্বামী রঞ্জিত মালিক এখনও পলাতক ৷ বিজেপির দাবি, পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চাপে প্রথমে তদন্তে গাফিলতি করেছিল ৷ গত মঙ্গলবার থেকে তারা বিক্ষোভ-আন্দোলন শুরু হওয়ার পর শ্বশুরকে গ্রেফতার করেছে ৷ কিন্তু অবিলম্বে রঞ্জিতকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন: পিয়ালিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, পলাতক স্বামী

হাওড়া, 29 অক্টোবর: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) ঘটনা নিয়েও এবার আসরে বিজেপি (BJP) ৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দলের কর্মীরা আন্দোলন আগেই শুরু করেছিলেন ৷ এবার মৃতার মায়ের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন গেরুয়া শিবিরের বিধায়ক ৷

শনিবার দুপুরে হাওড়ার (Howrah) ধূলাগড় শিবতলায় হাজির হন হুগলির পুড়শুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষ (BJP MLA Biman Ghosh) ৷ সেখানেই মৃতা মণীষা মালিকের বাপেরবাড়ি ৷ ওই বাড়িতেই যান বিমান৷ তিনি কথা বলেন মৃতার মা বীণা অধিকারীর সঙ্গে ৷ পরে তিনি এই ইস্যুতে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷

BJP raises concerns about shoddy police probe in womans unnatural death case in howrah
মৃতা মণীষা মালিক

তাঁর অভিযোগ, মণীষা মালিকের মৃত্যুর তদন্ত নিয়ে পুলিশ গাফিলতি করেছে ৷ পরিবারের থেকে অভিযোগ নিতে চাওয়া হয়নি ৷ উলটে মণীষার পরিবারকে হেনস্তা করা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কোনও রাজনৈতিক নেতার চাপে যদি পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে চায়, তাহলে বিজেপির থেকে খারাপ হবে না ৷ অন্যদিকে তিনি রাজ্যে নারী নির্যাতন বেড়ে চলেছে বলে অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন ।

প্রসঙ্গত, ধূলাগড় শিবতলার মণীষার বিয়ে হয়েছিল স্থানীয় আলমপুরের পোড়েল পাড়ার বাসিন্দা রঞ্জিত মালিকের সঙ্গে ৷ গত সোমবার, 24 অক্টোবর অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় মণীষার ৷ তিনি শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ ওঠে ৷ মণীষার মায়ের দাবি, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ অভিযোগ দায়ের হওয়ার পর এক-দেড় দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও তা করেনি ৷

BJP raises concerns about shoddy police probe in womans unnatural death case in howrah
অভিযুক্ত স্বামী

যদিও এই ঘটনায় মৃতার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে স্বামী রঞ্জিত মালিক এখনও পলাতক ৷ বিজেপির দাবি, পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চাপে প্রথমে তদন্তে গাফিলতি করেছিল ৷ গত মঙ্গলবার থেকে তারা বিক্ষোভ-আন্দোলন শুরু হওয়ার পর শ্বশুরকে গ্রেফতার করেছে ৷ কিন্তু অবিলম্বে রঞ্জিতকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন: পিয়ালিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, পলাতক স্বামী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.