হাওড়া, 4 মার্চ: তরুণদের সমর্থন পেতে উদ্য়োগী গেরুয়াশিবির ৷ উলুবেড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে সম্মেলন গ্রামীণ বিজেপির। নিজেদের রাজনৈতিক ভাবনা নবীন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে দাবি দলীয় সূত্রের ৷
এবারের বিধানসভা ভোটে বিজেপির টার্গেট নতুন ভোটার ৷ তাঁদের কাছে টানতেই বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়ায় নতুন ভোটার সম্মেলনের আয়োজন করল দল ৷ যাঁরা এবার প্রথম ভোট দেবেন, মূলত তাঁরাই অংশ নেন এদিনের অনুষ্ঠানে ৷ বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে তাঁদের বোঝানো হয়, কেন বাকিদের ছেড়ে গেরুয়া শিবিরকে ভোট দেওয়াটা দরকার ৷ বিজেপি কীভাবে নবীন প্রজন্মকে এগিয়ে যেতে সহযোগিতা করছে, তারও খতিয়ান পেশ করেন অনুষ্ঠানে উপস্থিত দলের নেতাকর্মীরা ৷
এদিনের অনুষ্ঠানে 34 বছরের বাম শাসন এবং গত 10 বছরের তৃণমূল জমানার নানা খুঁত তুলে ধরেন বক্তারা ৷ বোঝানোর চেষ্টা করেন, বাংলার স্বার্থেই বিজেপিকে জেতানোটা জরুরি ৷
আরও পড়ুন : মালদার সংখ্যালঘু ভোট টানতে বিজেপির হাতিয়ার শেখ ইয়াসিন
এই প্রসঙ্গে বিজেপি নেতা অনিল গঙ্গোপাধ্যায় বলেন, '‘নতুন ভোটারদের নিয়ে এই ধরনের সভা জেলাজুড়েই করা হবে। নতুন ভোটারদের কাছে রাজ্যের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে ৷’’
এদিনের অনুষ্ঠানে উপস্থিত এক নতুন ভোটার তানিয়া পাল জানান, এই ধরনের কর্মসূচি তাঁদের রাজনৈতিকভাবে আরও সাবলীল করবে ৷ পরিস্থিতি বুঝে পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুবিধা হবে তাঁদের ৷