ETV Bharat / state

শিবপুরের বিজয়ী তৃণমূল প্রার্থী মনোজকে শুভেচ্ছা লক্ষ্মীর

author img

By

Published : May 3, 2021, 11:47 AM IST

শিবপুরে জয়লাভের পর ক্রিকেটার মনোজ তিওয়ারিকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন আর এক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা । জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ৷

Bengal Election Result 2021: laxmi ratan shukla congratulates tmc candidate Manoj Tiwary
শিবপুরের বিজয়ী তৃণমূল প্রার্থী মনোজকে শুভেচ্ছা লক্ষ্মীর

শিবপুর, 3 মে: শিবপুর কেন্দ্রের বিজয়ী তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন আর এক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা । টুইট করে মনোজকে শুভেচ্ছা জানান তিনি ৷

শিবপুর কেন্দ্রের জয়ী প্রার্থী ও রাজ্যের জনপ্রিয় ক্রিকেটার মনোজ তিওয়ারিকে শুভেচ্ছা জানিয়ে আজ সকালে টুইট করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । টুইটে তিনি লিখেছেন, "অভিনন্দন মনোজ ৷ আমি জানি তুমি আগামী দিনে ভালো কাজ করবে ৷" লক্ষ্মীর টুইটের জবাবে তাঁকে ধন্যবাদ জানান মনোজ ।

  • Congratulations @tiwarymanoj I know you will do great 🤝😊 kep doing good job 🏏👍

    — Laxmi Ratan Shukla (@Lshukla6) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার, টুইট আবির-পরমের

গতকাল রাজ্যে 8 দফার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে । তৃণমূল কংগ্রেস 200-রও বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় এসেছে । হাওড়া সদর-সহ গ্রামীণ হাওড়াতে মোট 16টির মধ্যে সবকটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে শাসক দল । শিবপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশিষ্ট ডাক্তার রথীন চক্রবর্তীকে বিপুল ভোটে পরাজিত করেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি । শিবপুর কেন্দ্রে রথীন চক্রবর্তীর প্রাপ্ত ভোট 59,574 । আর তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী মনোজ তিওয়ারি পেয়েছেন 92,048 ভোট । জয়ের ব্যবধান 32,574 ভোট ।

শিবপুর, 3 মে: শিবপুর কেন্দ্রের বিজয়ী তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন আর এক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা । টুইট করে মনোজকে শুভেচ্ছা জানান তিনি ৷

শিবপুর কেন্দ্রের জয়ী প্রার্থী ও রাজ্যের জনপ্রিয় ক্রিকেটার মনোজ তিওয়ারিকে শুভেচ্ছা জানিয়ে আজ সকালে টুইট করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । টুইটে তিনি লিখেছেন, "অভিনন্দন মনোজ ৷ আমি জানি তুমি আগামী দিনে ভালো কাজ করবে ৷" লক্ষ্মীর টুইটের জবাবে তাঁকে ধন্যবাদ জানান মনোজ ।

  • Congratulations @tiwarymanoj I know you will do great 🤝😊 kep doing good job 🏏👍

    — Laxmi Ratan Shukla (@Lshukla6) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার, টুইট আবির-পরমের

গতকাল রাজ্যে 8 দফার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে । তৃণমূল কংগ্রেস 200-রও বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় এসেছে । হাওড়া সদর-সহ গ্রামীণ হাওড়াতে মোট 16টির মধ্যে সবকটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে শাসক দল । শিবপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশিষ্ট ডাক্তার রথীন চক্রবর্তীকে বিপুল ভোটে পরাজিত করেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি । শিবপুর কেন্দ্রে রথীন চক্রবর্তীর প্রাপ্ত ভোট 59,574 । আর তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী মনোজ তিওয়ারি পেয়েছেন 92,048 ভোট । জয়ের ব্যবধান 32,574 ভোট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.