ETV Bharat / state

হাওড়ায় জমজমাট ভোটের প্রচার, একাধিক কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা - হাওড়ায় ভোটের প্রচার

হাওড়ার বেশ কিছু কেন্দ্রে লড়াইটা এখন আর দ্বিমুখী নয় ৷ পুরোদস্তুর ত্রিমুখী ৷

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Apr 4, 2021, 7:02 PM IST

Updated : Apr 4, 2021, 9:03 PM IST

হাওড়া, 4 এপ্রিল : রাজ্যে ভোটের লড়াইটা এবার মূলত দ্বিমুখী ৷ তৃণমূল বনাম বিজেপি ৷ কিন্তু হাওড়ার চিত্রটা দেখলে সমীকরণটা অন্যরকমই মনে হবে ৷

কোথাও ঘাসফুল, কোথাও রাম, কোথাও বাম, তো কোথাও ভাইজান... সব মিলিয়ে জমজমাট ভোট প্রচার হাওড়াতে । ধীরে ধীরে জমে উঠেছে হাওড়া জুড়ে ভোট পর্ব । ভোটের প্রচারে সব প্রার্থীরা নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে ।

বালি বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বালি মিল গেটের সামনে থেকে শুরু করলেন রবিবাসরীয় প্রচার । এই প্রচারে তাঁর সঙ্গে পা মেলালেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় । জোড়া অশ্বত্থতলা থেকে বেলুড় স্টেশন রোড হয়ে লালবাবা কলেজের কাছে প্রচার শেষ হয় ।

পাশাপাশি হাওড়ার অপর প্রান্তে শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বৌচিতে শেষ দিনের প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালিপদ মণ্ডল । ওই বিধানসভা কেন্দ্রের হোগলাসি মোড় থেকে বেলপুকুর পর্যন্ত এক প্রচার মিছিলে নেতৃত্ব দেন সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তী ।

অপরদিকে বাগনান বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের সমর্থনে নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

জোড়াফুল-পদ্মফুলের লড়াইয়ের মাঝে নজর থাকছে হাওড়ায় বামেদের দিকেও

আরও পড়ুন : "কী ভাবেন ? ভগবান না সুপার হিউম্যান ?" মোদিকে তোপ মমতার

কাছেই আমতা বিধানসভা কেন্দ্রের এক ফুটবল মাঠে দেখা মিলল সংযুক্ত মোর্চা সমর্থিত জনসভায় পীরজাদা আব্বাস সিদ্দিকীর । উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অসিত মিত্র ও বাগনান বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী বসির আহমেদ ।

এখানে জোড়াফুল, পদ্মফুলকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে বামেরা ৷ হাওড়ায় এবার তৃণমূলের বড় পরীক্ষা ৷ নন্দীগ্রামের পর সব নজর এখন হাওড়াতে ৷ ভোটের মুখে একের পর এক দলবদলের সাক্ষী থেকেছে হাওড়া ৷

সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই তৃণমূলের ৷ নিজেদের শক্তি প্রমাণ করার লড়াই ৷ প্রেস্টিজের লড়াই ৷

রাজীবদের সঙ্গে পেয়ে পায়ের তলার মাটি আরও শক্ত করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবিরও ৷ বার বার প্রচারে ছুটে আসছেন দিলীপ ঘোষ ৷ রোড শো করছেন ৷ ভিড়ও হচ্ছে নজরকাড়া ৷

লড়াইয়ে রয়েছে বামেরাও ৷ গঙ্গাপাড়ে আবার লাল নিশান ওড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন দীপ্সিতা ৷ দেখাচ্ছেন দিনবদলের স্বপ্ন ৷ বাড়ি বাড়ি যাচ্ছেন ৷ কথা বলছেন ৷ এবার বামেদের লড়াইয়ে হাত ধরেছে কংগ্রেসও ৷ জোটের হয়ে গলা ফাটাচ্ছেন আব্বাস সিদ্দিকীও ৷

হাওড়ার লড়াইটা এখন আর দ্বিমুখী নয় ৷ পুরোদস্তুর ত্রিমুখী ৷ এখন দেখার শেষ পর্যন্ত হাওড়ার মানুষের রায় কোন দিকে যায় ৷

হাওড়া, 4 এপ্রিল : রাজ্যে ভোটের লড়াইটা এবার মূলত দ্বিমুখী ৷ তৃণমূল বনাম বিজেপি ৷ কিন্তু হাওড়ার চিত্রটা দেখলে সমীকরণটা অন্যরকমই মনে হবে ৷

কোথাও ঘাসফুল, কোথাও রাম, কোথাও বাম, তো কোথাও ভাইজান... সব মিলিয়ে জমজমাট ভোট প্রচার হাওড়াতে । ধীরে ধীরে জমে উঠেছে হাওড়া জুড়ে ভোট পর্ব । ভোটের প্রচারে সব প্রার্থীরা নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে ।

বালি বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বালি মিল গেটের সামনে থেকে শুরু করলেন রবিবাসরীয় প্রচার । এই প্রচারে তাঁর সঙ্গে পা মেলালেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় । জোড়া অশ্বত্থতলা থেকে বেলুড় স্টেশন রোড হয়ে লালবাবা কলেজের কাছে প্রচার শেষ হয় ।

পাশাপাশি হাওড়ার অপর প্রান্তে শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বৌচিতে শেষ দিনের প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালিপদ মণ্ডল । ওই বিধানসভা কেন্দ্রের হোগলাসি মোড় থেকে বেলপুকুর পর্যন্ত এক প্রচার মিছিলে নেতৃত্ব দেন সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তী ।

অপরদিকে বাগনান বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের সমর্থনে নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

জোড়াফুল-পদ্মফুলের লড়াইয়ের মাঝে নজর থাকছে হাওড়ায় বামেদের দিকেও

আরও পড়ুন : "কী ভাবেন ? ভগবান না সুপার হিউম্যান ?" মোদিকে তোপ মমতার

কাছেই আমতা বিধানসভা কেন্দ্রের এক ফুটবল মাঠে দেখা মিলল সংযুক্ত মোর্চা সমর্থিত জনসভায় পীরজাদা আব্বাস সিদ্দিকীর । উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অসিত মিত্র ও বাগনান বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী বসির আহমেদ ।

এখানে জোড়াফুল, পদ্মফুলকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে বামেরা ৷ হাওড়ায় এবার তৃণমূলের বড় পরীক্ষা ৷ নন্দীগ্রামের পর সব নজর এখন হাওড়াতে ৷ ভোটের মুখে একের পর এক দলবদলের সাক্ষী থেকেছে হাওড়া ৷

সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই তৃণমূলের ৷ নিজেদের শক্তি প্রমাণ করার লড়াই ৷ প্রেস্টিজের লড়াই ৷

রাজীবদের সঙ্গে পেয়ে পায়ের তলার মাটি আরও শক্ত করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবিরও ৷ বার বার প্রচারে ছুটে আসছেন দিলীপ ঘোষ ৷ রোড শো করছেন ৷ ভিড়ও হচ্ছে নজরকাড়া ৷

লড়াইয়ে রয়েছে বামেরাও ৷ গঙ্গাপাড়ে আবার লাল নিশান ওড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন দীপ্সিতা ৷ দেখাচ্ছেন দিনবদলের স্বপ্ন ৷ বাড়ি বাড়ি যাচ্ছেন ৷ কথা বলছেন ৷ এবার বামেদের লড়াইয়ে হাত ধরেছে কংগ্রেসও ৷ জোটের হয়ে গলা ফাটাচ্ছেন আব্বাস সিদ্দিকীও ৷

হাওড়ার লড়াইটা এখন আর দ্বিমুখী নয় ৷ পুরোদস্তুর ত্রিমুখী ৷ এখন দেখার শেষ পর্যন্ত হাওড়ার মানুষের রায় কোন দিকে যায় ৷

Last Updated : Apr 4, 2021, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.