ETV Bharat / state

বেলুড়ে দলীয় এজেন্টকে ঢুকতে বাধা, তৃণমূলের সঙ্গে হাতাহাতি বিজেপির - বেলুড়

ভোট শুরুর আগেই বালি বিধানসভার অন্তর্গত বেলুড়ের লালবাবা কলেজের 64 নম্বর বুথে বিজেপি ও তৃণমূল হাতাহাতি ৷ তাদের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ বিজেপির ৷

বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা , বেলুড়ে অভিযুক্ত তৃণমূল
বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা , বেলুড়ে অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Apr 10, 2021, 8:38 AM IST

বেলুড় , 10 এপ্রিল : রাজ্যে শুরু হয়েছে চতুর্থ দফার নির্বাচন ৷ দক্ষিণ 24 পরগনা , হাওড়া , হুগলি , আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা মিলিয়ে মোট 44 টি আসনের প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হবে আজ ৷ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে ৷ বালি বিধানসভা কেন্দ্রের 64 নম্বর বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এনিয়ে ভোট শুরুর আগেই 64 নম্বর বুথ বেলুড়ের লালবাবা কলেজে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হয়৷ উত্তেজনা ছড়ায় ৷ পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা , বেলুড়ে অভিযুক্ত তৃণমূল

এখন দু'পক্ষের এজেন্টকেই বসানো হয়েছে ৷

বেলুড় , 10 এপ্রিল : রাজ্যে শুরু হয়েছে চতুর্থ দফার নির্বাচন ৷ দক্ষিণ 24 পরগনা , হাওড়া , হুগলি , আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা মিলিয়ে মোট 44 টি আসনের প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হবে আজ ৷ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে ৷ বালি বিধানসভা কেন্দ্রের 64 নম্বর বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এনিয়ে ভোট শুরুর আগেই 64 নম্বর বুথ বেলুড়ের লালবাবা কলেজে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হয়৷ উত্তেজনা ছড়ায় ৷ পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা , বেলুড়ে অভিযুক্ত তৃণমূল

এখন দু'পক্ষের এজেন্টকেই বসানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.