হাওড়া, 2 জুন : খুলতে চলেছে বেলুড় মঠ । গতকাল বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় । সেখানে 15 জুন থেকে সর্বসাধারণের জন্য মঠ খোলার কথা জানানো হয় ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্ধারিত লকডাউন বিধি ব্যবস্থাকে মাথায় রেখে 20 মার্চ থেকে বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখা ( প্রধান কার্যালয় সহ) জন-সাধারণের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী চলতি মাসের 8 তারিখ থেকে বিভিন্ন ধর্মীয় স্থান খোলার জন্য নির্দেশ দেওয়া হয়।
তারা আরও জানিয়েছে, তারা বিশ্বাস করে আধ্যাত্মিকতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে সকলের কাছে পৌঁছানো প্রয়োজন । বেলুড় মঠ সহ সমস্ত প্রতিষ্ঠান খোলার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। যাতে প্রয়োজনীয় পরিকাঠামো সহ সমস্ত ব্যবস্থার মাধ্যমে মঠ খোলা যায় । এই ব্যবস্থাকে প্রয়োগ করার জন্যই এখন কয়েকদিন মঠ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে । আগামী 15 জুন খোলা হবে সর্বসাধারণের জন্য। বেলুড় মঠে আসা পুণ্যার্থীদের জন্য দর্শনের সময়সূচি ও কী কী সুরক্ষাবিধি থাকবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে ।