বেলুড়, 18 ফেব্রুয়ারি : ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ ৷ 23 ফেব্রুয়ারি থেকে মঠে প্রবেশ করতে পারবেন ভক্ত, দর্শনার্থীরা ৷ তবে প্রবেশের ক্ষেত্রে থাকবে কড়া কোভিড বিধিনিষেধ । করোনা বিধি মেনে মঠে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ কমিউনিটি কিচেন আপাতত চালু হচ্ছে না (Belur Math to Reopen from 23 February) ৷
আগামী বুধবার থেকে সকালে 7 টা থেকে 11 টা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা, জানিয়েছেন মঠ ও মন্দির কর্তৃপক্ষ । আগের মতো কোভিড বিধিনিষেধ মেনে দর্শনার্থী ও ভক্তরা মঠের ভিতরে প্রবেশ করতে পারবেন ।
আরও পড়ুন : Belur Math Update : নবান্নের নির্দেশিকা জারির পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ
করোনা পরিস্থিতির কারণে এবছর 1 জানুয়ারি থেকে বন্ধ রয়েছে বেলুড় মঠ । দেড় মাস বন্ধ থাকার পর আবার মঠ খোলার খবরে স্বভাবতই খুশি ভক্তরা ।