বেলুড় , 21 এপ্রিল : সম্প্রতি দেশ তথা রাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সেই কথা মাথায় রেখেই এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল বেলুড়মঠ ৷
বেলুড়মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ এই মর্মে একটি ভিডিয়ো বার্তা দিয়ে বলেন, ' করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে আগামী 22 এপ্রিল 2021 থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য বেলুড়মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷ আমরা এই ব্যাপারে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি এবং প্রার্থনা করি ৷ '
তবে ভক্তদের কথা মাথায় রেখে বেলুড়মঠ সূত্রে জানানো হয়েছে , বেলুড়মঠের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ভক্তরা বেলুড়মঠের সন্ধ্যারতি সহ পুজা অর্চনা সবকিছুই দেখতে পাবেন ৷
করোনা সংক্রমণের আশঙ্কা ও দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড়মঠ ৷ গত বছরের ২৫ শে মার্চ প্রথমবার দর্শনার্থীদের জন্যে বন্ধ হয়েছিল বেলুড়মঠ ৷ পরবর্তীকালে করোনা বিধি মেনে দর্শনার্থীদের জন্যে মন্দির প্রাঙ্গণ খোলা হলেও ফের করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটা থেকে রক্ষা পেতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড়মঠ ৷