হাওড়া, 27 মে: ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ জানা গিয়েছে, ব্যারাকপুর নয়, ডাকাতদলের প্রাথমিক লক্ষ্য ছিল হাওড়া কদমতলার স্বর্ণ ব্যবসায়ী যিশুকৃষ্ণ আড়ির দোকান ৷ কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ব্যারাকপুরের ওই সোনার দোকানে ডাকাতি করে দুষ্কৃতীদের ওই দলটি ৷ আর এই তথ্য সামনে আসতেই রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্তকারী অধিকারিকদের । ধৃতদের জেরা করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ ৷
তদন্তে নেমে শুক্রবার সকালে স্বর্ণ ব্যবসায়ী যিশুকৃষ্ণ আড়ির দোকানে সন্দেহভাজন দুষ্কৃতীদের নিয়ে হাজির হয়েছিলেন হাওড়া সিটি পুলিশ ও ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা । পুলিশের সূত্রে, ওই ব্যবসায়ী জানতে পারেন ডাকাতদের প্রথম লক্ষ্য ছিল তাঁরই দোকান । যদিও সেই পরিকল্পনা থেকে পিছু হটে ব্যারাকপুরে যায় দুষ্কৃতীরা ৷ পুলিশ সূত্রে খবর, দোকানে ক্রেতা চলে আসায় ডাকাতির পরিকল্পনা বাস্তবায়িত করতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা ৷
জানা গিয়েছে, গত 18 মে অভিযুক্ত দুষ্কৃতীরাই হাওড়ার স্বর্ণ ব্যবসায়ীর দোকানে আসেন ক্রেতা সেজে ৷ রুপোর চেন কেনার অছিলায় দোকানের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় সরেজমিনে দেখে যায় । সেদিন একটি রুপোর চেন কিনে দুষ্কৃতীরা চলে গেলও, ফের 23 মে ওই এলাকায় আসে তারা ৷ এলাকার সমস্ত রাস্তাঘাট ঘুরে দেখে রেইকি করে যায় বলেও খবর ৷ এরপরই ডাকাতির জন্য একটি নীল নকশা প্রস্তুত করে দোকান লুঠের পরিকল্পনা করে দুষ্কৃতীরা ৷ সেইমতো সকাল বেলায় দোকানের বাইরে একটি নির্দিষ্ট স্থানে দুষ্কৃতীরা জড়ো হলেও দোকান খোলার সঙ্গে সঙ্গেই বেশ কিছু ক্রেতা চলে আসায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় তাদের ।
আরও পড়ুন: ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানে চলল গুলি
হাওড়ায় ডাকাতির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরই দুষ্কৃতীদের ওই দলটি ব্যারাকপুর এলাকার একটি সোনার দোকানে ডাকাতি পরিকল্পনা করে । তবে ব্যারাকপুরের আগে যেহেতু হাওড়ার সোনার দোকানে গিয়েছিল দুষ্কৃতীদলটি তাই হাওড়া সিসিটিভিতে দুষ্কৃতীদের চিত্র ধরা ছিল ৷ শুধু তাই নয় হাওড়ার ওই সোনার দোকান থেকে একটি রুপোর চেন কেনার সময় এটি বিলও তৈরি করেছিল ডাকাতদলটি ৷ সেখানে উল্লিখিত নাম-ঠিকনার সঙ্গে ব্যারাকপুরে ডাকাতিকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের মিল খুঁজে পায় পুলিশ ৷ ব্যরাকপুর কাণ্ডে ধৃত দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা । নিরাপত্তার স্বার্থে ইতিমধ্য়েই সমস্ত ঘটনা হাওড়ার স্বর্ণ ব্যবসায়ীকে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ৷
আরও পড়ুন: শুটআউটের পর আজ থমথমে ব্যারাকপুর, নিহতের বাড়ি গেলেন সাংসদ অর্জুন
সমস্ত তথ্য জানার পরেই আতঙ্কে ভুগছেন স্বর্ণ ব্যবসায়ী যিশুকৃষ্ণ আড়ি ৷ পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ৷ হাওড়া শহরে রাস্তার মোড়ে আরও বেশি সংখ্যায় সিসিটিভি ক্যামেরা বসানোর আবেদন করেন স্বর্ণ ব্যবসায়ী যিশুকৃষ্ণ আড়ি ।