লিলুয়া, 4 সেপ্টেম্বর : দিনদুপুরে রাস্তায় খুন হলেন এক যুবক ৷ মৃতের নাম চন্দন সিং৷ প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, IW কলোনির রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন চন্দন । কয়েকজন যুবক সেই সময় বাইকে চেপে সেখান দিয়ে যাচ্ছিল । রাস্তায় জমে থাকা জল ছিটকে চন্দনের গায়ে লাগে ৷ তিনি প্রতিবাদ করেন । তারপরেই বাইক থেকে নেমে তারা চন্দনকে মারধর শুরু করে ৷ প্রথমে তাঁর মাথায় আঘাত লাগে ।
প্রত্যক্ষদর্শী দীপু সিং বলেন, "প্রথমে চলে গেলও পরে ফের চন্দনকে মারধর করে যুবকরা । কাছের একটি সেতুর গেছিলেন চন্দন ৷ সেখানে প্রকাশ্যে চন্দনকে কুপিয়ে খুন করা হয় ৷" তিনি আরও জানান , IW কলোনির সামনে রোজ কয়েকটি ছেলে নেশা করে ৷ তাদের মধ্যে সুভাষ সিং নামে একজনের সঙ্গে চন্দনের দীর্ঘদিন অশান্তি চলছিল ৷
আজ প্রকাশ্য রাস্তায় খুন করা হয় চন্দনকে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । চন্দনের বন্ধুরা ঘটনার পর ওই এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে ৷ ঘটনাস্থানে পৌছায় পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় চলে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷