ETV Bharat / state

লিলুয়ায় প্রকাশ্যে খুন যুবক - লিলুয়া

লিলুয়ায় রাস্তায় খুন হল এক যুবক ৷ চন্দন সিং IW কলোনির সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন । কয়েকজন যুবক সেই সময় বাইকে চেপে সেখান দিয়ে যাচ্ছিল । রাস্তায় জমে থাকা জল ছিটকে চন্দনের গায়ে লাগে ৷ তিনি প্রতিবাদ করেন । তারপরেই খুন হন তিনি ৷

Dead man
author img

By

Published : Sep 4, 2019, 6:14 PM IST

Updated : Sep 4, 2019, 6:53 PM IST

লিলুয়া, 4 সেপ্টেম্বর : দিনদুপুরে রাস্তায় খুন হলেন এক যুবক ৷ মৃতের নাম চন্দন সিং৷ প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, IW কলোনির রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন চন্দন । কয়েকজন যুবক সেই সময় বাইকে চেপে সেখান দিয়ে যাচ্ছিল । রাস্তায় জমে থাকা জল ছিটকে চন্দনের গায়ে লাগে ৷ তিনি প্রতিবাদ করেন । তারপরেই বাইক থেকে নেমে তারা চন্দনকে মারধর শুরু করে ৷ প্রথমে তাঁর মাথায় আঘাত লাগে ।

প্রত্যক্ষদর্শী দীপু সিং বলেন, "প্রথমে চলে গেলও পরে ফের চন্দনকে মারধর করে যুবকরা । কাছের একটি সেতুর গেছিলেন চন্দন ৷ সেখানে প্রকাশ্যে চন্দনকে কুপিয়ে খুন করা হয় ৷" তিনি আরও জানান , IW কলোনির সামনে রোজ কয়েকটি ছেলে নেশা করে ৷ তাদের মধ্যে সুভাষ সিং নামে একজনের সঙ্গে চন্দনের দীর্ঘদিন অশান্তি চলছিল ৷

শুনে নিন প্রত্যক্ষদর্শীর বক্তব্য

আজ প্রকাশ্য রাস্তায় খুন করা হয় চন্দনকে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । চন্দনের বন্ধুরা ঘটনার পর ওই এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে ৷ ঘটনাস্থানে পৌছায় পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় চলে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷

লিলুয়া, 4 সেপ্টেম্বর : দিনদুপুরে রাস্তায় খুন হলেন এক যুবক ৷ মৃতের নাম চন্দন সিং৷ প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, IW কলোনির রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন চন্দন । কয়েকজন যুবক সেই সময় বাইকে চেপে সেখান দিয়ে যাচ্ছিল । রাস্তায় জমে থাকা জল ছিটকে চন্দনের গায়ে লাগে ৷ তিনি প্রতিবাদ করেন । তারপরেই বাইক থেকে নেমে তারা চন্দনকে মারধর শুরু করে ৷ প্রথমে তাঁর মাথায় আঘাত লাগে ।

প্রত্যক্ষদর্শী দীপু সিং বলেন, "প্রথমে চলে গেলও পরে ফের চন্দনকে মারধর করে যুবকরা । কাছের একটি সেতুর গেছিলেন চন্দন ৷ সেখানে প্রকাশ্যে চন্দনকে কুপিয়ে খুন করা হয় ৷" তিনি আরও জানান , IW কলোনির সামনে রোজ কয়েকটি ছেলে নেশা করে ৷ তাদের মধ্যে সুভাষ সিং নামে একজনের সঙ্গে চন্দনের দীর্ঘদিন অশান্তি চলছিল ৷

শুনে নিন প্রত্যক্ষদর্শীর বক্তব্য

আজ প্রকাশ্য রাস্তায় খুন করা হয় চন্দনকে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । চন্দনের বন্ধুরা ঘটনার পর ওই এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে ৷ ঘটনাস্থানে পৌছায় পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় চলে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷

Intro:ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন এক যুবককে। মৃতের নাম চন্দন সিং। লিলুয়ার পটুয়া পাড়ার বাসিন্দা।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজ দুপরে। প্রকাশ্য রাস্তায় চন্দনকে কুপিয়ে খুন করা হয়। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী মৃত চন্দন সিং আই ডব্লিউ কলোনির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেই সময় কয়েকজন যুবক বাইকে যাচ্ছিল। রাস্তায় জমে থাকা জল ছিটকে চন্দনের গায়ে লাগে। সে ওই যুবকদের উদেশ্য করে প্রতিবাদ করে। Body:তারপরেই ওই চারজন যুবক বাইক থেকে নেমে তাকে মারধর করে। তার মাথায় আঘাত লাগে। সে তাদের মারার কারণ জিজ্ঞেস করলে ওই যুবকেরা বলে ঠিক আছে বিষয় টা মিটিয়ে নিতে। এরপর আবার তাকে মারধর করে তারা। সেখানে থাকা ঠিক হবে না এই ভেবে বেরিয়ে ব্রিজের কাছে পৌঁছলে সেখানে প্রকাশ্য রাস্তায় চন্দন কে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আরো অভিযোগ ওই আই ডব্লিউ কলোনির সামনে প্রায় রোজই জনা ৩০ ছেলে বসে গাঁজা খায়।
বেশ কয়েকমাস ধরে চন্দন এর সাথে ঝামেলা চলছিল সুভাষ সিং নামে এক পরিচিত যুবকের। আজকে প্রকাশ্য রাস্তায় বিবাদমান দুই গোষ্ঠীর মারামারি হয়।তারপরই চন্দনকে কুপিয়ে খুন করা হয়। প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।Conclusion:
Last Updated : Sep 4, 2019, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.