ETV Bharat / state

হাওড়া সিটি পুলিশের 22 কর্মী কোরোনায় আক্রান্ত

author img

By

Published : Jul 2, 2020, 11:55 AM IST

কোরোনায় আক্রান্ত 22 জন পুলিশকর্মী । বাকিদের লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে ।

22 police are corona infected in Howrah
পুলিশে ফের কোরোনা সংক্রমণ

হাওড়া, 2 জুলাই : কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে । হাওড়া সিটি পুলিশের থানাগুলিতে কোরোনা সংক্রমণ হচ্ছে । 22 জন পুলিশকর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । যার মধ্যে রয়েছে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ারসহ থানার অন্য কাজের সঙ্গে কর্তব্যরত কর্মীরা । ব্যাঁটরা থানার 13 জন আক্রান্ত হয়েছেন । বাকি 9 জন ডোমজুড় থানার ।

হাওড়ার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের গোলাবাড়ি বেসরকারি হাসপাতাল ও উলুবেড়িয়ার ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশকর্মীরা কোরোনায় আক্রান্তের খবর পাওয়ার পর আতঙ্কিত বাকিরা । বাকিদেরও লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাওড়া সিটি পুলিশ এলাকার শতাধিক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । এর মধ্যে 80 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । অন্যদিকে এখনও পর্যন্ত হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ মিলিয়ে মোট 139 পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন । গতকাল সঞ্জীবন হাসপাতাল থেকে 6 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

বারবার পুলিশকর্মীরা কোরোনায় আক্রান্ত হচ্ছেন এ প্রসঙ্গে পুলিশের একাংশের মত, কোরোনা আবহে পুলিশকর্মীদের সামনে থেকে কাজ করতে হচ্ছে । লকডাউন প্রায় উঠে যাওয়ার কারণে মানুষের ভিড় সামলানো থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা, কোরোনা আক্রান্তদের হাল-হকিকত নিয়ে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার কারণে সংক্রমণ ছড়াচ্ছে পুলিশকর্মীদের মধ্যে । এর আগে জগৎবল্লভপুর থানার 11 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হন । সংখ্যাটাকে ছাপিয়ে গেল ব্যাঁটরা থানা ।

হাওড়া, 2 জুলাই : কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে । হাওড়া সিটি পুলিশের থানাগুলিতে কোরোনা সংক্রমণ হচ্ছে । 22 জন পুলিশকর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । যার মধ্যে রয়েছে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ারসহ থানার অন্য কাজের সঙ্গে কর্তব্যরত কর্মীরা । ব্যাঁটরা থানার 13 জন আক্রান্ত হয়েছেন । বাকি 9 জন ডোমজুড় থানার ।

হাওড়ার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের গোলাবাড়ি বেসরকারি হাসপাতাল ও উলুবেড়িয়ার ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশকর্মীরা কোরোনায় আক্রান্তের খবর পাওয়ার পর আতঙ্কিত বাকিরা । বাকিদেরও লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাওড়া সিটি পুলিশ এলাকার শতাধিক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । এর মধ্যে 80 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । অন্যদিকে এখনও পর্যন্ত হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ মিলিয়ে মোট 139 পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন । গতকাল সঞ্জীবন হাসপাতাল থেকে 6 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

বারবার পুলিশকর্মীরা কোরোনায় আক্রান্ত হচ্ছেন এ প্রসঙ্গে পুলিশের একাংশের মত, কোরোনা আবহে পুলিশকর্মীদের সামনে থেকে কাজ করতে হচ্ছে । লকডাউন প্রায় উঠে যাওয়ার কারণে মানুষের ভিড় সামলানো থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা, কোরোনা আক্রান্তদের হাল-হকিকত নিয়ে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার কারণে সংক্রমণ ছড়াচ্ছে পুলিশকর্মীদের মধ্যে । এর আগে জগৎবল্লভপুর থানার 11 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হন । সংখ্যাটাকে ছাপিয়ে গেল ব্যাঁটরা থানা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.