ETV Bharat / state

কেউ যেন অনাহারে মারা না যান, প্রার্থনা কাগজে তৈরি অন্নপূর্ণার কাছে - youth of chandannagar

লকডাউনের জন্য অনেকের সংসারেই টান পড়েছে । তাই কোরোনার মাঝে কেউ যাতে অনাহারে মারা না যায় তার জন্য কাগজ কেটে অন্নপূর্ণার মূর্তি তৈরি করে আরাধনা করলেন চন্দননগরের যুবক ।

Goddess
কাগজ দিয়ে তৈরি অন্নপূর্ণার মূর্তি
author img

By

Published : Apr 2, 2020, 11:57 AM IST

Updated : Apr 3, 2020, 6:32 PM IST

চন্দননগর, 2 এপ্রিল : সংসারে যেন অন্নের অভাব না হয় । এই কামনায় প্রতিবছর এইসময় জাঁকজমক করে অন্নপূর্ণা পুজো করে থাকেন অনেকেই । কিন্তু কোরোনার জন্য অনেকের বাড়িতেই এবছর অন্নপূর্ণা পুজো বন্ধ । তবে, এই কোরোনা আতঙ্ক একজনকে নিজের নিষ্ঠা থেকে সরিয়ে রাখতে পারেনি । কোরোনা সতর্কতায় জারি হওয়া লকডাউন অমান্য না করেও এবছর অন্নপূর্ণা পুজো হয়েছে তাঁর বাড়িতে ।

কথা হচ্ছে চন্দননগরের গোণ্ডল পাড়ার বাসিন্দা প্রিয়ম ঘোষের । ছোটোবেলা থেকেই কাগজ কেটে বিভিন্ন দেবীর প্রতিকৃতি তৈরি করেন তিনি । এটা তাঁর কাছে একপ্রকার নেশা বলা যেতে পারে । আগেও আর্ট পেপার ও খবরের কাগজ দিয়ে দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী-সহ একাধিক দেব-দেবীর মূর্তি বানিয়েছেন । পুজো করেছেন । নিরঞ্জনও করেছেন ।

এবছরই প্রথম কাগজ দিয়ে অন্নপূর্ণার প্রতিকৃতি তৈরি করলেন । তাঁর মূর্তি তৈরির একমাত্র ও প্রধান উপকরণ কাগজ বলে কোরোনা সতর্কতায় সরকারের ঘোষিত লকডাউনও অমান্য করতে হয়নি তাঁকে । ঘরে বসেই কাগজ কেটে ও এঁকে পাঁচ ফুটের অন্নপূর্ণা ঠাকুরের পট তৈরি করেন । তার পুজোও করেন । এই লকাডাউনের বাজারে যাতে কেউ অনাহারে মারা না যান সেই কামনা করেছেন ।

চন্দননগর, 2 এপ্রিল : সংসারে যেন অন্নের অভাব না হয় । এই কামনায় প্রতিবছর এইসময় জাঁকজমক করে অন্নপূর্ণা পুজো করে থাকেন অনেকেই । কিন্তু কোরোনার জন্য অনেকের বাড়িতেই এবছর অন্নপূর্ণা পুজো বন্ধ । তবে, এই কোরোনা আতঙ্ক একজনকে নিজের নিষ্ঠা থেকে সরিয়ে রাখতে পারেনি । কোরোনা সতর্কতায় জারি হওয়া লকডাউন অমান্য না করেও এবছর অন্নপূর্ণা পুজো হয়েছে তাঁর বাড়িতে ।

কথা হচ্ছে চন্দননগরের গোণ্ডল পাড়ার বাসিন্দা প্রিয়ম ঘোষের । ছোটোবেলা থেকেই কাগজ কেটে বিভিন্ন দেবীর প্রতিকৃতি তৈরি করেন তিনি । এটা তাঁর কাছে একপ্রকার নেশা বলা যেতে পারে । আগেও আর্ট পেপার ও খবরের কাগজ দিয়ে দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী-সহ একাধিক দেব-দেবীর মূর্তি বানিয়েছেন । পুজো করেছেন । নিরঞ্জনও করেছেন ।

এবছরই প্রথম কাগজ দিয়ে অন্নপূর্ণার প্রতিকৃতি তৈরি করলেন । তাঁর মূর্তি তৈরির একমাত্র ও প্রধান উপকরণ কাগজ বলে কোরোনা সতর্কতায় সরকারের ঘোষিত লকডাউনও অমান্য করতে হয়নি তাঁকে । ঘরে বসেই কাগজ কেটে ও এঁকে পাঁচ ফুটের অন্নপূর্ণা ঠাকুরের পট তৈরি করেন । তার পুজোও করেন । এই লকাডাউনের বাজারে যাতে কেউ অনাহারে মারা না যান সেই কামনা করেছেন ।

Last Updated : Apr 3, 2020, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.