গোঘাট (হুগলি), 5 মার্চ: প্রথম স্ত্রী জীবিত, তার মধ্যেই অন্য একজনকে বিয়ে করে পালিয়ে যাওয়ার অভিযোগ সেখ সাইফুলের বিরুদ্ধে ৷ স্বামীকে ফিরে পেতে গোঘাট থানার দ্বারস্থ প্রথম স্ত্রী আমিনা বেগম ৷ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ৷ প্রতিবাদে ধরনায় গৃহবধূ ৷ রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার অর্ন্তগত সানবাঁদি এলাকায় ৷
জানা গিয়েছে, সানবাঁদি এলাকার বাসিন্দা সেখ সাইফুলের সঙ্গে প্রায় দশ বছর আগে আমিনা বেগমের সঙ্গে বিবাহ হয় (Extra Marital Affairs) । তাদের একটি সন্তানও আছে । কর্মসূত্রে শেখ সাইফুল মুম্বইয়ে থাকেন । তবে বাড়িতে আসা-যাওয়া ও নানা অনুষ্ঠান বাড়িতে দেখা হওয়ার সূত্র ধরে অন্য একটি গৃহবধুর সঙ্গে সম্পর্ক তৈরি হয় শেখ সাইফুলের । পড়শি ওই গৃহবধূর একটি সন্তানও আছে ৷ তার হার্টের সমস্যা ছিল ৷ চিকিৎসার জন্য শেখ সাইফুল ওই বধূ ও তার সন্তানকে মুম্বই নিয়ে যান ৷ সেই সময়ই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ৷ ওই গৃহবধূর সন্তানকে চিকিৎসার পর সুস্থ করিয়ে বাড়িতেও ফেরে ।
আরও পড়ুন: ক্রস কানেকশন ! প্রাক্তন প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, তাঁর স্ত্রীকে বিয়ে যুবকের
সম্প্রতি শেখ সাইফুল মুম্বই থেকে সানবাঁদিতে ওই গৃহবধূর বাড়িতে এলেও আমিনা বেগম কিছুই জানতে পারেনি ৷ গৃহবধূ আমিনা বেগম বলেন, " আমার স্বামী শুক্রবার একটা মেয়েকে নিয়ে থানায় এসেছিল । কিন্তু পুলিশ কিছুই করল না । আমার ছেলে ও আমার ভরণপোষণ নেওয়ার ভয়ে স্বামী সেই মেয়েটাকে নিয়ে চলে গেছে । আমায় ঠিকমতো দেখে না । একাধিকবার থানায় জানালেও কোনও ফল হয়নি, তাই ধরনায় বসেছি ।" অপরদিকে ওই গৃহবধূর এক আত্মীয় আবেদা বিবি বলেন, "জামাই চলে গিয়েছে । তাই ধরনায় বসেছি । এখনও পর্যন্ত বিচার কিছু হয়নি । জামাই ও মেয়েটিকে থানায় আটক করে নিয়ে আসার পরেও ছেড়ে দেওয়া হয় । আমরা চাইছি আমাদের মেয়েটির ভরণপোষন দেওয়া হোক । সবমিলিয়ে এখন দেখার পোস্টার হাতে ধরনায় বসা গৃহবধূ তার স্বামীকে ফিরে পাই কিনা ।