কলকাতা, 13 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছিল পুলিশ ৷ বুধবার পুলিশের সেই সিদ্ধান্তকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷ আদালত জানিয়ে দিয়েছে, হাওড়ার শ্যামপুরে কামারপুর রোড দেউলি বাজার জংশন এলাকায় সভা করতে পারবেন বিরোধী দলনেতা ৷
তবে যে কারণ দেখিয়ে পুলিশ বিরোধী দলনেতার সভা বাতিল করেছিল, সেই বিষয়টিও উঠে আসে হাইকোর্টের শুনানিতে ৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে শুভেন্দুও অধিকারীর আইনজীবীকে সতর্কও করেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷ বলেন, "জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া ভিআইপির কোনও ঘটনা ঘটে গেলে পুলিশের কিছু করার থাকবে না ।"
উল্লেখ্য, আজ বুধবার হাওড়ার শ্যামপুরে কামারপুর রোড দেউলি বাজার জংশন এলাকায় সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয় ৷ কিন্তু পুলিশ সেই অনুমতি খারিজ করে দেয় ৷ অনুমতি খারিজ করার কারণ হিসেবে পুলিশ জানায়, যে মাঠে সভা হবে, সেখানে যাওয়ার জন্য রাস্তা সংকীর্ণ । ফলে সেখানে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া বিরোধী দলনেতার কনভয় প্রবেশ করা কার্যত সম্ভব নয় ৷
এর পরই কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর তরফে মামলা করা হয় ৷ সেখানে বিরোধী দলনেতার তরফের আইনজীবীরা জানান, নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না ৷ প্রয়োজনে তাঁরা মুচলেকা দিতেও রাজি ৷ যা শুনে বিচারপতি বলেন, ‘‘মুচলেকা দিলেও কোনও ঘটনা ঘটে গেলে, জীবন বাঁচানো যায় না ।’’
তবে বিচারপতি শুভেন্দুকে সভা করার অনুমতি দেন ৷ তিনি বলেন, ‘‘ওই মাঠে হাজার দেড়েক লোক নিয়ে সভা করতে পারবে বিজেপি । শুধু বিরোধী দলনেতা ছাড়া আর কেউ গাড়ি নিয়ে মাঠের কাছাকাছি যেতে পারবেন না । সবাইকে হেঁটে যেতে হবে বড় রাস্তা থেকে ।’’
একই সঙ্গে বিচারপতি বলেন, "মুচলেকা দিলেই জীবন বাঁচানো যায় না । এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি । জাতীয় সড়কের ধারে সভা করলেও আমি অনুমতি দেব । কিন্তু এর পরে সভার জন্য মিনিমাম 20 মিটারের কম চওড়া রাস্তা হলে সেখানে সভার অনুমতি দেওয়া হবে না । এটা লক্ষ্য রাখবেন ।"
উল্লেখ্য, এর আগে হাওড়ার উলুবেড়িয়াতে পুজোর ছুটির সময় জাতীয় সড়কের ধারে একটি রাজনৈতিক সমাবেশ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা । সেখানেও পুলিশের তরফে বিরোধী দলনেতার নিরাপত্তা বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল । যদিও আদালত শেষ পর্যন্ত সেই সভার অনুমতি দেয় ।