ETV Bharat / state

হুগলির খানাকুলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ - হুগলির খানাকুলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ । গতকাল রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা । সেইসময় তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ । প্রথমে চোখে লঙ্কাগুঁড়ো , তারপর বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে ৷

আহত অবস্থায় বিজেপি কর্মী
আহত অবস্থায় বিজেপি কর্মী
author img

By

Published : Feb 15, 2021, 10:26 AM IST

খানাকুল, 15 ফেব্রুয়ারি: বিজেপি কর্মীদের চোখে গুঁড়ো লঙ্কা দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ হুগলির খানাকুলের কনকপুর এলাকার ঘটনা ৷ রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল ।

গতকাল রাতে দলীয় বৈঠক সেরে শান্তনু পাল এবং বিজেপি জেলা সংখ্যালঘু মোর্চার সদস্য শেখ সওকত আলি বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, ফেরার পথেই তাঁদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় ৷ বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু পালের অভিযোগ , " গতকাল রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী আমাদের উপর চড়াও হয় ৷ আটকে রেখে বেধড়ক মারধর করে ৷ সংখ্যায় 15-20 জন ছিল । তাই আমরা কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে ৷ " সওকত আলি বলেন, " প্রথমে আমাদের খানাকুলের কুড়কুড়ির কনকপুর এলাকায় আটকে রখা হয় ৷ পরে চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ "

অভিযোগ ও পালটা অভিযোগ বিজেপি-তৃণমূলের

আরও পড়ুন: খেলা হবে ধ্বনিতে ডোমজুড়ে রাজীবকে আক্রমণ কল্যাণের

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপাল রায় জানান,"এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ৷ এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ৷ পুরশুয়া ভোট যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় , তাই মানুষের মনে সেন্টিমেন্ট দেওয়ার জন্যই ওরা এমন ঘটনা ঘটিয়েছে ৷ "

খানাকুল, 15 ফেব্রুয়ারি: বিজেপি কর্মীদের চোখে গুঁড়ো লঙ্কা দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ হুগলির খানাকুলের কনকপুর এলাকার ঘটনা ৷ রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল ।

গতকাল রাতে দলীয় বৈঠক সেরে শান্তনু পাল এবং বিজেপি জেলা সংখ্যালঘু মোর্চার সদস্য শেখ সওকত আলি বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, ফেরার পথেই তাঁদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় ৷ বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু পালের অভিযোগ , " গতকাল রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী আমাদের উপর চড়াও হয় ৷ আটকে রেখে বেধড়ক মারধর করে ৷ সংখ্যায় 15-20 জন ছিল । তাই আমরা কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে ৷ " সওকত আলি বলেন, " প্রথমে আমাদের খানাকুলের কুড়কুড়ির কনকপুর এলাকায় আটকে রখা হয় ৷ পরে চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ "

অভিযোগ ও পালটা অভিযোগ বিজেপি-তৃণমূলের

আরও পড়ুন: খেলা হবে ধ্বনিতে ডোমজুড়ে রাজীবকে আক্রমণ কল্যাণের

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপাল রায় জানান,"এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ৷ এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ৷ পুরশুয়া ভোট যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় , তাই মানুষের মনে সেন্টিমেন্ট দেওয়ার জন্যই ওরা এমন ঘটনা ঘটিয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.