ETV Bharat / state

BJP Leader Unnatural Death : রিষড়ায় বিজেপি নেত্রী ও স্বামীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রিষড়ায় বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহসভাপতি ও তাঁর স্বামীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় (Unnatural Death) ৷

Unnatural Death news
রিষড়ায় বিজেপি নেত্রী ও স্বামীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
author img

By

Published : Jun 17, 2022, 7:30 AM IST

হুগলি, 17 জুন : অস্বাভাবিক মৃত্যু বিজেপি নেত্রী ও তাঁর স্বামীর ৷ ঘটনাটি ঘটেছে রিষড়ায় ৷ বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি ও তাঁর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Unnatural Death) । জানা গিয়েছে, মৃতরা অমলেন্দু ঘোষ (62) ও শ্রাবণী ঘোষ (58) । শ্রাবণী দেবী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন ।

তাঁরা রিষড়া ষষ্ঠীতলার বাসিন্দা । বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয়রা পুলিশে খবর দেয় । রিষড়া থানার পুলিশ গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে । দম্পতির মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে । প্রাথমিক অনুমান ধারদেনা ও পারিবারিক সমস্যা থেকে মানসিক অবসাদের কারণে এই মৃত্যু ।

আরও পড়ুন : তরুণ ও নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য সিঙ্গুরে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান দম্পতির বাজারে অনেক দেনা ছিল । স্ত্রীর চিকিৎসার জন্য অনেক খরচ হত । যার থেকে মাছ কিনতেন তাঁকে বৃহস্পতিবার সকালে ধার মিটিয়ে দেন অমলেন্দুবাবু । তিনি রিষড়া থানার প্রতিরোধ বাহিনীর সদস্য । তাঁরা ষষ্ঠীতলায় ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে থাকতেন । সেখান থেকেই মৃতদেহ উদ্ধার হয় ।

রিষড়া পৌরসভার বিজেপি কাউন্সিলর মনোজ সিং বলেন, "আমরা বিষয়টি ঠিক জানি না । পুলিশ জানিয়েছে অমলেন্দুদার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে । বৌদির মৃতদেহ নিচে পড়েছিল । আত্নহত্যা মনে হচ্ছে । পুলিশ তদন্ত করে দেখুক আত্মহত্যা নাকি খুন । আমরা ভালোই জানতাম । আমাদের সামনে কিছু শুনিনি । সেরকম কিছু ছিল না ।"

হুগলি, 17 জুন : অস্বাভাবিক মৃত্যু বিজেপি নেত্রী ও তাঁর স্বামীর ৷ ঘটনাটি ঘটেছে রিষড়ায় ৷ বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি ও তাঁর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Unnatural Death) । জানা গিয়েছে, মৃতরা অমলেন্দু ঘোষ (62) ও শ্রাবণী ঘোষ (58) । শ্রাবণী দেবী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন ।

তাঁরা রিষড়া ষষ্ঠীতলার বাসিন্দা । বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয়রা পুলিশে খবর দেয় । রিষড়া থানার পুলিশ গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে । দম্পতির মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে । প্রাথমিক অনুমান ধারদেনা ও পারিবারিক সমস্যা থেকে মানসিক অবসাদের কারণে এই মৃত্যু ।

আরও পড়ুন : তরুণ ও নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য সিঙ্গুরে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান দম্পতির বাজারে অনেক দেনা ছিল । স্ত্রীর চিকিৎসার জন্য অনেক খরচ হত । যার থেকে মাছ কিনতেন তাঁকে বৃহস্পতিবার সকালে ধার মিটিয়ে দেন অমলেন্দুবাবু । তিনি রিষড়া থানার প্রতিরোধ বাহিনীর সদস্য । তাঁরা ষষ্ঠীতলায় ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে থাকতেন । সেখান থেকেই মৃতদেহ উদ্ধার হয় ।

রিষড়া পৌরসভার বিজেপি কাউন্সিলর মনোজ সিং বলেন, "আমরা বিষয়টি ঠিক জানি না । পুলিশ জানিয়েছে অমলেন্দুদার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে । বৌদির মৃতদেহ নিচে পড়েছিল । আত্নহত্যা মনে হচ্ছে । পুলিশ তদন্ত করে দেখুক আত্মহত্যা নাকি খুন । আমরা ভালোই জানতাম । আমাদের সামনে কিছু শুনিনি । সেরকম কিছু ছিল না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.