ETV Bharat / state

Died By Lightning: হুগলিতে বিকেলে বজ্রপাতে মৃত 3, আহত 3

বজ্রপাতের জেরে হুগলিতে একইদিনে মৃত্যু হল তিনজনের ৷ এক ছাত্র-সহ দুই মহিলা আহত ৷ ঝড়বৃষ্টির মুহূর্তে মাঠে গরু আনতে গিয়েই বাজ পড়ে মৃত্যু হয় তিনজনের ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 16, 2023, 9:19 PM IST

হুগলি, 16 জুন: হঠাৎই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ আর তাতেই বাজ পড়ে মৃত্যু হল তিনজনের ৷ আহত আরও তিন । শুক্রবার বিকেল থেকে তারকেশ্বরের ধনিয়াখালি ও দাদপুর এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় । মুহুর্মুহু বজ্রপাতে তারকেশ্বরে মৃত্যু হয় 2 জনের, আহত 3 । মৃত ব্যক্তিরা হলেন ভঞ্জিপুর পঞ্চায়েতের বাসিন্দা সনৎ দাস (38) ও বালিগড়ি 1 পঞ্চায়েতের বাসিন্দা সুরজিৎ চৌধুরী (29) ।

অন্যদিকে ধনিয়াখালি ব্লকে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে । দাদপুরের মাকালপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় এক বৃদ্ধের । নাম চন্দ্রনাথ মালিক (60) । এর সঙ্গে তিনটি গরুও মারা যায় ।

গত কয়েকদিন তপ্ত গরমে নাজেহাল হুগলির মানুষ । উত্তরবঙ্গে বর্ষার সূত্রপাত হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির লেশমাত্র নেই । তার উপর মেঘলা আকাশে গরমের তীব্রতা অনেকটাই বেড়েছে । আজ হুগলির বেশ কিছু জায়গায় হটাৎ ঝোড়ো হাওয়া দিলেও বৃষ্টি হয়নি । তবে তারকেশ্বর বালিগড়ি 1 গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা সুরজিৎ চৌধুরী মাঠে গিয়েছিলেন । সেই সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় । মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যান সুরজিৎ । তাঁকে মাঠ থেকে তুলে তারকেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

অন্যদিকে ভঞ্জিপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সনৎ দাস বৃষ্টি শুরু হওয়ার পর মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন ।ব্রজপাতের ফলে অচৈতন্য অবস্থায় মাঠ পড়ে যান । তাঁকেও হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয় । আরেক দিকে বজ্রপাতের সময় স্কুল থেকে ফেরার পথে আহত হয় মির্জাপুরের অবিনাশ মান্না নামে এক স্কুল ছাত্র । তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় । পরে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

অন্যদিকে রেখা কর্মকার ও মানসী মান্না নামে দুই মহিলাও বজ্রপাতে আহত হন ৷ পরে তাঁদেরও তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ।

আরও পড়ুন : কখন, কোথায় বাজ পড়বে ? জানাবে দামিনী অ্যাপ, সতর্ক হোন

হুগলি, 16 জুন: হঠাৎই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ আর তাতেই বাজ পড়ে মৃত্যু হল তিনজনের ৷ আহত আরও তিন । শুক্রবার বিকেল থেকে তারকেশ্বরের ধনিয়াখালি ও দাদপুর এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় । মুহুর্মুহু বজ্রপাতে তারকেশ্বরে মৃত্যু হয় 2 জনের, আহত 3 । মৃত ব্যক্তিরা হলেন ভঞ্জিপুর পঞ্চায়েতের বাসিন্দা সনৎ দাস (38) ও বালিগড়ি 1 পঞ্চায়েতের বাসিন্দা সুরজিৎ চৌধুরী (29) ।

অন্যদিকে ধনিয়াখালি ব্লকে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে । দাদপুরের মাকালপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় এক বৃদ্ধের । নাম চন্দ্রনাথ মালিক (60) । এর সঙ্গে তিনটি গরুও মারা যায় ।

গত কয়েকদিন তপ্ত গরমে নাজেহাল হুগলির মানুষ । উত্তরবঙ্গে বর্ষার সূত্রপাত হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির লেশমাত্র নেই । তার উপর মেঘলা আকাশে গরমের তীব্রতা অনেকটাই বেড়েছে । আজ হুগলির বেশ কিছু জায়গায় হটাৎ ঝোড়ো হাওয়া দিলেও বৃষ্টি হয়নি । তবে তারকেশ্বর বালিগড়ি 1 গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা সুরজিৎ চৌধুরী মাঠে গিয়েছিলেন । সেই সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় । মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যান সুরজিৎ । তাঁকে মাঠ থেকে তুলে তারকেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

অন্যদিকে ভঞ্জিপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সনৎ দাস বৃষ্টি শুরু হওয়ার পর মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন ।ব্রজপাতের ফলে অচৈতন্য অবস্থায় মাঠ পড়ে যান । তাঁকেও হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয় । আরেক দিকে বজ্রপাতের সময় স্কুল থেকে ফেরার পথে আহত হয় মির্জাপুরের অবিনাশ মান্না নামে এক স্কুল ছাত্র । তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় । পরে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

অন্যদিকে রেখা কর্মকার ও মানসী মান্না নামে দুই মহিলাও বজ্রপাতে আহত হন ৷ পরে তাঁদেরও তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ।

আরও পড়ুন : কখন, কোথায় বাজ পড়বে ? জানাবে দামিনী অ্যাপ, সতর্ক হোন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.