ETV Bharat / state

ক্লাস ইলেভেনে ফেল 46 , প্রধান শিক্ষিকাকে হুমকি ফোন

এক প্রশাসনিক আধিকারিক মধ্যস্থতা করতে এগিয়ে আসেন । তাঁর বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ করেন রিষড়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্বাতী চক্রবর্তী । তবে এই অভিযোগ পৌরসভার ওই কর্মী অস্বীকার করেন ।

স্বাতী চক্রবর্তী
author img

By

Published : May 14, 2019, 11:21 PM IST

Updated : May 15, 2019, 12:16 AM IST

রিষড়া, 14 মে : স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল । রিষড়া হাই স্কুলের ঘটনা । খুনের আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষক স্বাতী চক্রবর্তী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সেখানে তিনি অভিযোগ করেন, এই বছর ক্লাস ইলেভেনের পরীক্ষায় 46 জন ছাত্রী ফেল করেছে । তাদের অভিভাবকরা স্বাতীকে হুমকি দিয়েছে ।

9 এপ্রিল স্কুলে ক্লাস ইলেভেনের রেজ়াল্ট বের হয় । সেখানে দেখা যায় 160 জন ছাত্রীর মধ্যে 46 জন ফেল করেছে । পরদিনই অভিভাবকরা স্কুলে চড়াও হয় । এরপর শিক্ষিকারা তাদের পরীক্ষার খাতা দেখাতে চান । কিন্তু অভিভাবকরা খাতা দেখতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকা জানান, অনেকে ফাঁকা খাতা জমা দিয়েছে । সেই রেজ়াল্ট কাউন্সিলে জমা দেওয়া হয়েছে । কিন্তু অভিভাবকরা কোনও কথা শুনতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে । এবিষয়ে শ্রীরামপুর থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্বাতী বলেন, "আমাকে রেজ়াল্ট পুনর্বিবেচনার কথা বলা হয় । কিন্তু ততক্ষণে কাউন্সিলে রেজ়াল্ট জমা পড়ে গেছে । এরপর আমার কাছে হুমকি ফোন আসতে থাকে । আমার বাড়িতে হামলারও হুমকি দেওয়া হয় । স্থানীয় এক প্রশাসনিক আধিকারিক মধ্যস্থতা করতে এগিয়ে আসেন । তিনি আমাকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন । দলবদ্ধভাবে অভিভাবকরা স্কুলে এসেছে । আমি ভয় পাচ্ছি । আতঙ্কে রয়েছি । আমি চাই অভিভাবক ও ছাত্রীরা শান্তভাবে নিজেদের অবস্থা বুঝুক । "

অপরদিকে পৌরসভার ওই কর্মী অসিতাভ গাঙ্গুলি বলেন, "আমি প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেছিলাম । কিন্তু কোনও হুমকি দেওয়া হয়নি । অভিভাবকরা পৌরসভায় এসেছিল । তাই প্রধান শিক্ষিকাকে বলেছিলাম । "

রিষড়া, 14 মে : স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল । রিষড়া হাই স্কুলের ঘটনা । খুনের আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষক স্বাতী চক্রবর্তী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সেখানে তিনি অভিযোগ করেন, এই বছর ক্লাস ইলেভেনের পরীক্ষায় 46 জন ছাত্রী ফেল করেছে । তাদের অভিভাবকরা স্বাতীকে হুমকি দিয়েছে ।

9 এপ্রিল স্কুলে ক্লাস ইলেভেনের রেজ়াল্ট বের হয় । সেখানে দেখা যায় 160 জন ছাত্রীর মধ্যে 46 জন ফেল করেছে । পরদিনই অভিভাবকরা স্কুলে চড়াও হয় । এরপর শিক্ষিকারা তাদের পরীক্ষার খাতা দেখাতে চান । কিন্তু অভিভাবকরা খাতা দেখতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকা জানান, অনেকে ফাঁকা খাতা জমা দিয়েছে । সেই রেজ়াল্ট কাউন্সিলে জমা দেওয়া হয়েছে । কিন্তু অভিভাবকরা কোনও কথা শুনতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে । এবিষয়ে শ্রীরামপুর থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্বাতী বলেন, "আমাকে রেজ়াল্ট পুনর্বিবেচনার কথা বলা হয় । কিন্তু ততক্ষণে কাউন্সিলে রেজ়াল্ট জমা পড়ে গেছে । এরপর আমার কাছে হুমকি ফোন আসতে থাকে । আমার বাড়িতে হামলারও হুমকি দেওয়া হয় । স্থানীয় এক প্রশাসনিক আধিকারিক মধ্যস্থতা করতে এগিয়ে আসেন । তিনি আমাকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন । দলবদ্ধভাবে অভিভাবকরা স্কুলে এসেছে । আমি ভয় পাচ্ছি । আতঙ্কে রয়েছি । আমি চাই অভিভাবক ও ছাত্রীরা শান্তভাবে নিজেদের অবস্থা বুঝুক । "

অপরদিকে পৌরসভার ওই কর্মী অসিতাভ গাঙ্গুলি বলেন, "আমি প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেছিলাম । কিন্তু কোনও হুমকি দেওয়া হয়নি । অভিভাবকরা পৌরসভায় এসেছিল । তাই প্রধান শিক্ষিকাকে বলেছিলাম । "


Chandigarh, May 14 (ANI): While addressing a public meeting in Chandigarh, Prime Minister Narendra Modi reiterated his stance against terrorism and said, "Modi adopted the security doctrine to go to hit inside the territory from where the terror emanates. Opposition could not digest it. Not only this, they questioned the capability to shoot down satellites in space. Their track record on national security is abysmal."
Last Updated : May 15, 2019, 12:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.