শেওড়াফুলি, ২০ মার্চ : "তীর্থঙ্কর খুব ভালো ছেলে। কিন্তু এবার আরও বেশি ভোটে আমার কাছে হারবে।" ফের একবার জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী লাগল শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে।
গতকাল শেওড়াফুলিতে কর্মিসভা করেন কল্যাণ ব্যানার্জি। সমর্থন জানাতে তাঁর ও মুখ্যমন্ত্রীর মুখোশ পরে সভায় আসতে দেখা যায় কর্মীদের। এবিষয়ে কল্যাণকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মী। আমরা সবাই এক। তাই আমার পাশে সবাই কল্যাণ। এবছর আবার কল্যাণ। বারবার কল্যাণ। মানুষের আশীর্বাদ নিয়ে এবছর আমি হ্যাটট্রিক করব।"
CPI(M) প্রার্থী তীর্থঙ্কর রায় এবছর ফের কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "তীর্থঙ্কর খুব ভালো ছেলে। যে ভালো তাকে ভালো বলতে আমার কোনও অসুবিধা নেই। তবে, এবছর আরও অনেক বেশি ভোটে আমার কাছে হারবে।"
CPI(M), কংগ্রেস জোট না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমার কোনও প্রতিক্রিয়া নেই। ওদের জোট থাকলেও আমার কিছু যায় আসত না। আর জোট ভেঙে গেছে বলেও আমার কিছু যায় আসে না। তৃণমূল, কংগ্রেস আর CPI(M)-এর লড়াইটা ২, ৩ আর ৪ নম্বর স্থানের লড়াই। তাই আমার এবিষয়ে কোনও চাপ নেই। এই কর্মিসভাগুলোই প্রমাণ করছে মানুষ চাইছে আগামীদিনে ভারতবর্ষের নেতৃত্ব দিক মমতা ব্যানার্জি।"