ETV Bharat / state

প্রেমিককে গলায় দড়ি দেওয়া ছবি পাঠিয়ে আত্মহত্যা যুবতির - আত্মহত্যার আগের মুহূর্তের ছবি প্রেমিককে পাঠাল প্রেমিকা

আত্মহত্যার আগের মুহূর্তের গলায় ফাঁস দিয়ে প্রেমিকা । সেই ছবি প্রেমিককে পাঠিয়ে তারপর আত্মহত্যা করে প্রেমিকা রিমা পাল । ঘটনা উত্তরপাড়ার কোতরং কলোনী বাজার এলাকার।

The lover sent a picture of the moment before the suicide
পঞ্চানন দাস ও রিমা পাল
author img

By

Published : Mar 4, 2020, 9:14 PM IST

Updated : Mar 4, 2020, 11:06 PM IST

উত্তরপাড়া, 4 মার্চ : গলায় ফাঁস দিচ্ছে প্রেমিকা । মোবাইলে সেই ছবি তুলে প্রেমিককে হোয়াটস অ্যাপে পাঠায় । তারপর আত্মহত্যা করে প্রেমিকা রিমা পাল (26) । ঘটনা উত্তরপাড়ার কোতরং কলোনি বাজার এলাকার । দীর্ঘদিন ধরে পঞ্চানন দাস (29) ও রিমা পালের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল । সেই সম্পর্ক বিয়ের পরিণতির দিকে গড়াতেই মেয়ের পরিবার আপত্তি করে । ছেলের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নিতে চাইলেও মেয়ের বাড়িতে বেঁকে বসে ।

উচ্চ শিক্ষিতা রিমা একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন । পঞ্চানন পেশায় মার্বেল মিস্ত্রির কাজ করেন । পরিবারের তরফে সম্পর্ক ভেঙ্গে দিতে বলে মেয়েকে । তা সত্ত্বেও গোপনে সম্পর্ক চলতে থাকে । গতকাল বিকেলে মেয়েটি আত্মহত্যা করার আগে গলায় দড়ি দেওয়ার ছবি তুলে পাঠায় ছেলেটির মোবাইলে ।

প্রেমিককে গলায় দড়ি দেওয়া ছবি পাঠিয়ে আত্মহত্যা

তারপরই যুবতির বাড়ির ও পাড়ার লোকজন এসে ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্ত যুবকের বাড়িতে । যুবকের বিরুদ্ধে মেয়ের বাড়ির অভিযোগ, রিমার মৃত্যুর জন্য সেই দায়ি । মেয়ের বাড়ির দাবি, ওই ছেলের জন্য আমাদের মেয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছে । গতরাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।রিমার দিদি সোমা ঘোষের দাবি, পঞ্চানন প্রায়ই বাড়িতে আসত। টাকা চাইত বোনের কাছে । না দিলেই মারধর করত। গতকালও আমাদের বাড়িতে এসেছিল । আমার বোনের মৃত্যুর জন্য পঞ্চাননই দায়ী ।

মার্বেল মিস্ত্রী পঞ্চানন দাসের পরিবারের দাবি, সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছে রিমা।যুবকের মায়ের দাবি," আমার ছেলেকে কাল মেয়েটি ফোন করেছিল । ও বাড়িতেই ছিল কাল।বাথরুমে থাকা অবস্থায় ফোনে মেয়েটির ছবি আসে।দুপরে আমরা জানতে পারি রিমা আত্মহত্যা করেছে।এর জন্য আমার ছেলে জড়িত নয়। গতকাল সন্ধায় আমার বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুর চালায় রিমার পরিবার।"

উত্তরপাড়া, 4 মার্চ : গলায় ফাঁস দিচ্ছে প্রেমিকা । মোবাইলে সেই ছবি তুলে প্রেমিককে হোয়াটস অ্যাপে পাঠায় । তারপর আত্মহত্যা করে প্রেমিকা রিমা পাল (26) । ঘটনা উত্তরপাড়ার কোতরং কলোনি বাজার এলাকার । দীর্ঘদিন ধরে পঞ্চানন দাস (29) ও রিমা পালের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল । সেই সম্পর্ক বিয়ের পরিণতির দিকে গড়াতেই মেয়ের পরিবার আপত্তি করে । ছেলের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নিতে চাইলেও মেয়ের বাড়িতে বেঁকে বসে ।

উচ্চ শিক্ষিতা রিমা একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন । পঞ্চানন পেশায় মার্বেল মিস্ত্রির কাজ করেন । পরিবারের তরফে সম্পর্ক ভেঙ্গে দিতে বলে মেয়েকে । তা সত্ত্বেও গোপনে সম্পর্ক চলতে থাকে । গতকাল বিকেলে মেয়েটি আত্মহত্যা করার আগে গলায় দড়ি দেওয়ার ছবি তুলে পাঠায় ছেলেটির মোবাইলে ।

প্রেমিককে গলায় দড়ি দেওয়া ছবি পাঠিয়ে আত্মহত্যা

তারপরই যুবতির বাড়ির ও পাড়ার লোকজন এসে ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্ত যুবকের বাড়িতে । যুবকের বিরুদ্ধে মেয়ের বাড়ির অভিযোগ, রিমার মৃত্যুর জন্য সেই দায়ি । মেয়ের বাড়ির দাবি, ওই ছেলের জন্য আমাদের মেয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছে । গতরাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।রিমার দিদি সোমা ঘোষের দাবি, পঞ্চানন প্রায়ই বাড়িতে আসত। টাকা চাইত বোনের কাছে । না দিলেই মারধর করত। গতকালও আমাদের বাড়িতে এসেছিল । আমার বোনের মৃত্যুর জন্য পঞ্চাননই দায়ী ।

মার্বেল মিস্ত্রী পঞ্চানন দাসের পরিবারের দাবি, সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছে রিমা।যুবকের মায়ের দাবি," আমার ছেলেকে কাল মেয়েটি ফোন করেছিল । ও বাড়িতেই ছিল কাল।বাথরুমে থাকা অবস্থায় ফোনে মেয়েটির ছবি আসে।দুপরে আমরা জানতে পারি রিমা আত্মহত্যা করেছে।এর জন্য আমার ছেলে জড়িত নয়। গতকাল সন্ধায় আমার বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুর চালায় রিমার পরিবার।"

Last Updated : Mar 4, 2020, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.