চুঁচুড়া, 16 জানুয়ারি : খোঁজ পাওয়া গেল চুঁচুড়ার টিকটক স্টারের ৷ ভিডিয়ো কলের মাধ্যমে জানালেন, তাঁকে অপহরণ করা হয়নি ৷ শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচারের জন্যই দিল্লিতে গেছেন বলে জানিয়েছেন তিনি ।
চুঁচুড়ায় শ্বশুরবাড়িতেই থাকতেন ওই যুবতি ৷ স্বামী ও মেয়ে নিয়ে সংসার ৷ ন'মাস আগে টিকটকে ভিডিয়ো করে জনপ্রিয় হন যুবতি ৷ আয়ও ভালোই হতে থাকে ৷ 31 ডিসেম্বর দিল্লি যাবেন বলে বাড়ি থেকে বের হন ৷ তারপর থেকে তাঁর খোঁজ না পেয়ে 7 জানুয়ারি মিসিং ডায়েরি করেন স্বামী ৷
গতকাল ওই যুবতি তাঁর মাকে ভিডিয়ো কলে জানান, তিনি ভালো আছেন ৷ সুরক্ষিত রয়েছেন ৷ বর্তমানে দিল্লিতেই আছেন ৷ তাঁর অভিযোগ, শ্বশুরবাড়িতে তাঁকে যৌন নির্যাতন করা হত ৷ অত্যাচার করা হত ৷ শুধু মেয়ের কথা ভেবে থানায় অভিযোগ করেননি ৷ সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্বামী ৷ বলেন, "আমি যদি অত্যাচার করতাম, তাহলে টিকটক করার জন্য মোবাইল কিনে দিতাম না ৷ দোষী হলে জেল খাটতে রাজি আছি ৷"
দিল্লি থেকে ওই যুবতি বলেন, "আমাকে কেউ অপহরণ করেনি ৷ আমি দিল্লিতে আছি ৷ ভালো আছি ৷ আমাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, তাই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি ৷ আমার স্বামী, শ্বশুর, জা, ভাসুর সবাই শামিল আছে ৷ ভাসুর আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল ৷ তাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি ৷ এতদিন আমার মেয়ের কথা ভেবে কিছু বলিনি ৷ এখন মুখ খুলতে বাধ্য হয়েছি ৷ এমনকী, কলকাতায় গেলে আমাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ৷" সরকারের কাছে সাহায্যেরও আবেদন করেছেন ওই যুবতি ৷