ETV Bharat / state

BSNL-এর ঠিকা শ্রমিকদের পাশে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন - BSNL-এর ঠিকা শ্রমিক

BJP সরকারের উচিত শ্রমিকদের প্রতি আরও নরম মনোভাব দেখানো । কার্যত ঠিক তার উলটো হচ্ছে । শ্রমিক স্বার্থ নিয়ে বরাবরই উদাসীন BJP সরকার। শ্রমিকদের অবহেলার চোখে দেখা হচ্ছে ৷ মানুষ বলেই গণ্য করা হচ্ছে না । অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের রাজ্য শাখার ।

হুগলি
হুগলি
author img

By

Published : Aug 30, 2020, 9:54 AM IST

হুগিল, 29 অগাস্ট: 16 মাসের বেতন এখনও বাকি ৷ তার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন BSNL-এর ঠিকা শ্রমিকরা । এবার সেই শ্রমিকদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পশ্চিমবঙ্গ শাখা ।

কেন্দ্রীয় সরকারকে শ্রমিকদের পাশে দাঁড়ানো আবেদন জানিয়েছেন কমিশনের সম্পাদক সৌমশংকর বোস । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার ভুলে গেছে ভারতের প্রধান শক্তি শ্রমিকরা । এই কোরোনা পরিস্থিতিতে BJP সরকারের উচিত শ্রমিকদের প্রতি আরও নরম মনোভাব দেখানো । কার্যত ঠিক তার উলটো হচ্ছে । শ্রমিক স্বার্থ নিয়ে বরাবরই উদাসীন BJP সরকার। শ্রমিকদের অবহেলার চোখে দেখা হচ্ছে ৷ মানুষ বলেই গণ্য করা হচ্ছে না ।"

বকেয়া বেতনের দাবিতে আজ চন্দননগর জ্যোতির মোড় থেকে লক্ষীগঞ্জ বাজার পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে প্রায় কয়েকশো কর্মী । উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সৈয়দ এজাজ় আলি সহ জেলা BSNL-র কর্মহীন অস্থায়ী শ্রমিক । "BSNL ঠিকা শ্রমিক পরিবার বাঁচাও কমিটি"-র পক্ষ থেকে প্রতাপ দে বলেন, "16 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না । ম্যানেজমেন্টকে বেতনের দাবি জানানো হয়েছে । কোনও লাভ হয়নি ৷ তাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি ।" তিনি আরও বলেন, "কোরোনা ও আমফানে আমরা কাজ করেছি । মাথার ঘাম পায়ে ফেলেছি ৷ হিউম্যান রাইটস কমিশন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে । যাতে আমরা সঠিক বিচার পাই ।"

সৌমশংকর বোস বলেন, "বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতি চলছে । যার জেরে অনেকে চাকরি হারিয়েছে । এই পরিস্থিতিতে ভারত সরকার শ্রমিকদের একদমই দেখছে না । BSNL কর্তৃপক্ষ এই দুঃসময়ে শ্রমিকদের দেখছে না । বেতন দিচ্ছে না । এর দায় ভারত সরকারকে নিতে হবে । মোদি সরকারকে নিতে হবে । ধর্মের নামে রাজনীতি বন্ধ করে এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াক । BSNL-এর যে 11 জন শ্রমিক আত্মহত্যা করেছে তার দায় ভারত সরকারকে নিতে হবে ।" সেই সঙ্গে তিনি আরও বলেন, "সারা দেশে 80 হাজার কর্মী ও পশ্চিমবঙ্গে 6 হাজার কর্মী কাজ হারিয়েছেন । দেশের কয়েক লাখ মানুষ সমস্যায় ৷"

হুগিল, 29 অগাস্ট: 16 মাসের বেতন এখনও বাকি ৷ তার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন BSNL-এর ঠিকা শ্রমিকরা । এবার সেই শ্রমিকদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পশ্চিমবঙ্গ শাখা ।

কেন্দ্রীয় সরকারকে শ্রমিকদের পাশে দাঁড়ানো আবেদন জানিয়েছেন কমিশনের সম্পাদক সৌমশংকর বোস । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার ভুলে গেছে ভারতের প্রধান শক্তি শ্রমিকরা । এই কোরোনা পরিস্থিতিতে BJP সরকারের উচিত শ্রমিকদের প্রতি আরও নরম মনোভাব দেখানো । কার্যত ঠিক তার উলটো হচ্ছে । শ্রমিক স্বার্থ নিয়ে বরাবরই উদাসীন BJP সরকার। শ্রমিকদের অবহেলার চোখে দেখা হচ্ছে ৷ মানুষ বলেই গণ্য করা হচ্ছে না ।"

বকেয়া বেতনের দাবিতে আজ চন্দননগর জ্যোতির মোড় থেকে লক্ষীগঞ্জ বাজার পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে প্রায় কয়েকশো কর্মী । উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সৈয়দ এজাজ় আলি সহ জেলা BSNL-র কর্মহীন অস্থায়ী শ্রমিক । "BSNL ঠিকা শ্রমিক পরিবার বাঁচাও কমিটি"-র পক্ষ থেকে প্রতাপ দে বলেন, "16 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না । ম্যানেজমেন্টকে বেতনের দাবি জানানো হয়েছে । কোনও লাভ হয়নি ৷ তাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি ।" তিনি আরও বলেন, "কোরোনা ও আমফানে আমরা কাজ করেছি । মাথার ঘাম পায়ে ফেলেছি ৷ হিউম্যান রাইটস কমিশন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে । যাতে আমরা সঠিক বিচার পাই ।"

সৌমশংকর বোস বলেন, "বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতি চলছে । যার জেরে অনেকে চাকরি হারিয়েছে । এই পরিস্থিতিতে ভারত সরকার শ্রমিকদের একদমই দেখছে না । BSNL কর্তৃপক্ষ এই দুঃসময়ে শ্রমিকদের দেখছে না । বেতন দিচ্ছে না । এর দায় ভারত সরকারকে নিতে হবে । মোদি সরকারকে নিতে হবে । ধর্মের নামে রাজনীতি বন্ধ করে এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াক । BSNL-এর যে 11 জন শ্রমিক আত্মহত্যা করেছে তার দায় ভারত সরকারকে নিতে হবে ।" সেই সঙ্গে তিনি আরও বলেন, "সারা দেশে 80 হাজার কর্মী ও পশ্চিমবঙ্গে 6 হাজার কর্মী কাজ হারিয়েছেন । দেশের কয়েক লাখ মানুষ সমস্যায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.