ETV Bharat / state

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, আধিকারিকদের অফিসে ঢুকতে বাধা

ক্যালকাটা টেলিফোনের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখান চন্দননগরের BSNL অফিসে । দাবি 14 মাসের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে ।

Temporary workers demanding wages
বেতনের দাবিতে অস্থায়ী শ্রমিকদের
author img

By

Published : Jun 26, 2020, 7:02 PM IST

চন্দননগর, 26 জুন : 14 মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ ক্যালকাটা টেলিফোনের অস্থায়ী কর্মীদের । আজ আধিকারিক ও স্থায়ী কর্মীরা চন্দননগর BSNL অফিসে ঢুকতে গেলে বাধা দেন তাঁরা। তালা দিয়ে দেন অফিসে । ঘটনাস্থানে চন্দননগর থানার পুলিশ আসে ।

অস্থায়ী কর্মীদের অভিযোগ, BSNL কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি । প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ । আজ কর্মীরা এলে ঢুকতে বাধা দেয় অস্থায়ী কর্মীরা । শুরু হয় বচসা । তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা । পুলিশের মধ্যস্থতায় তালা খুলে কর্মীদের ঢুকতে দেন বিক্ষোভকারীরা ।

চন্দননগর BSNL আধিকারিকের বক্তব্য, অস্থায়ী কর্মীরা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন । কর্পোরেট অফিস থেকে যখন টাকা আসবে তখন তাঁরা টাকা পাবেন । তাঁরা টেবিল ভাঙা, আগুন লাগানোর মতো বিভিন্ন অনৈতিক কাজ করছে ।

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

অস্থায়ী কর্মীদের দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা । আমাদের বদনাম করার জন্য এসব সাজানো হচ্ছে । অস্থায়ী কর্মীদের তরফে বিশ্বজিৎ পাল বলেন, "14 মাসের বেতন না দিয়ে BSNL কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অসহযোগিতা করছে । ক্যালকাটা টেলিফোনের 4600 শ্রমিক বেতন পায়নি । তাদের আত্মহত্যা ছাড়া আর কোনও গতি নেই ।"

একমাস ধরে বকেয়া বেতনের জন্য অস্থায়ী কর্মীরা অবস্থায়-বিক্ষোভ করছেন । এই নিয়ে বিশ্বজিৎ পাল বলেন, "BSNL কর্তৃপক্ষকে বারে বারে জানিয়েও কোনও লাভ হয়নি । আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি । এমনকী মুখ্যমন্ত্রীও আমাদের বেতন দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছেন । কিন্তু সেদিকে কোনও কর্ণপাত করছে না এরা । যারা দীর্ঘ 20 বছর ধরে BSNL কম্পানিকে ধরে রেখেছে তারা কখনই BSNL-র কোনও জিনিস নষ্ট করতে পারে না ।"

চন্দননগর, 26 জুন : 14 মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ ক্যালকাটা টেলিফোনের অস্থায়ী কর্মীদের । আজ আধিকারিক ও স্থায়ী কর্মীরা চন্দননগর BSNL অফিসে ঢুকতে গেলে বাধা দেন তাঁরা। তালা দিয়ে দেন অফিসে । ঘটনাস্থানে চন্দননগর থানার পুলিশ আসে ।

অস্থায়ী কর্মীদের অভিযোগ, BSNL কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি । প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ । আজ কর্মীরা এলে ঢুকতে বাধা দেয় অস্থায়ী কর্মীরা । শুরু হয় বচসা । তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা । পুলিশের মধ্যস্থতায় তালা খুলে কর্মীদের ঢুকতে দেন বিক্ষোভকারীরা ।

চন্দননগর BSNL আধিকারিকের বক্তব্য, অস্থায়ী কর্মীরা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন । কর্পোরেট অফিস থেকে যখন টাকা আসবে তখন তাঁরা টাকা পাবেন । তাঁরা টেবিল ভাঙা, আগুন লাগানোর মতো বিভিন্ন অনৈতিক কাজ করছে ।

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

অস্থায়ী কর্মীদের দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা । আমাদের বদনাম করার জন্য এসব সাজানো হচ্ছে । অস্থায়ী কর্মীদের তরফে বিশ্বজিৎ পাল বলেন, "14 মাসের বেতন না দিয়ে BSNL কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অসহযোগিতা করছে । ক্যালকাটা টেলিফোনের 4600 শ্রমিক বেতন পায়নি । তাদের আত্মহত্যা ছাড়া আর কোনও গতি নেই ।"

একমাস ধরে বকেয়া বেতনের জন্য অস্থায়ী কর্মীরা অবস্থায়-বিক্ষোভ করছেন । এই নিয়ে বিশ্বজিৎ পাল বলেন, "BSNL কর্তৃপক্ষকে বারে বারে জানিয়েও কোনও লাভ হয়নি । আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি । এমনকী মুখ্যমন্ত্রীও আমাদের বেতন দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছেন । কিন্তু সেদিকে কোনও কর্ণপাত করছে না এরা । যারা দীর্ঘ 20 বছর ধরে BSNL কম্পানিকে ধরে রেখেছে তারা কখনই BSNL-র কোনও জিনিস নষ্ট করতে পারে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.