ETV Bharat / state

Suvendu Adhikari : শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা

নদিয়ার শান্তিপুরে উপনির্বাচনে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী ৷ বাংলাদেশ হিংসা নিয়ে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ৷ একইসঙ্গে কাটমানি ও ভাতা নিয়েও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের সমালোচনা করলেন তিনি ৷

Suvendu Adhikari targets Mamata Banerjee at santipur during bye-election campaign
Suvendu Adhikari : শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
author img

By

Published : Oct 24, 2021, 6:01 PM IST

শান্তিপুর, 24 অক্টোবর : উপনির্বাচনের প্রচারে এসে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ আগামী 30 অক্টোবর নদিয়ার শান্তিপুর-সহ মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই উপলক্ষেই রবিবার শান্তিপুরে দলীয় প্রার্থী নিরঞ্জন দাসের সমর্থনে প্রচারে আসেন শুভেন্দু ৷ সেই কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি মন্ত্রী ছিলাম ৷ তাই জানি ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারে মাত্র দু’টি দফতর কাজ করে ৷ একটি কাটমানি দফতর এবং আর একটি ভাতা বিতরণ দফতর ৷’’

আরও পড়ুন : Suvendu Adhikari : ইটিভি ভারতের সাংবাদিককে ‘চটি চাটা চ্যানেল’ বলে কটাক্ষ শুভেন্দুর, নিন্দা সিপিএম-তৃণমূলের

এর পাশাপাশি, বাংলাদেশের হিংসা নিয়েও ফের একবার সরব হন শুভেন্দু ৷ এমনকী, এই বিষয়টি নিয়েও মমতার ভূমিকার সমালোচনা করেন তিনি ৷ শুভেন্দুর প্রশ্ন, কেন পড়শি দেশের এই ঘটনা নিয়ে সরব হলেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ? এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতি করারও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের

এদিন শান্তিপুরের বিভিন্ন বুথ এলাকায় ঘুরে ঘুরে ভোটের প্রচার করেন শুভেন্দু ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ মঞ্চে ভাষণ দেওয়ার পাশাপাশি হুড খোলা গাড়িতে চড়ে জনসংযোগও করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ তাঁর সঙ্গে আগাগোড়া ছিলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন দাস ৷ গলায় মালা পরে হাত জোড় করে ভোট ভিক্ষা করতে দেখা যায় তাঁকে ৷

শান্তিপুর, 24 অক্টোবর : উপনির্বাচনের প্রচারে এসে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ আগামী 30 অক্টোবর নদিয়ার শান্তিপুর-সহ মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই উপলক্ষেই রবিবার শান্তিপুরে দলীয় প্রার্থী নিরঞ্জন দাসের সমর্থনে প্রচারে আসেন শুভেন্দু ৷ সেই কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি মন্ত্রী ছিলাম ৷ তাই জানি ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারে মাত্র দু’টি দফতর কাজ করে ৷ একটি কাটমানি দফতর এবং আর একটি ভাতা বিতরণ দফতর ৷’’

আরও পড়ুন : Suvendu Adhikari : ইটিভি ভারতের সাংবাদিককে ‘চটি চাটা চ্যানেল’ বলে কটাক্ষ শুভেন্দুর, নিন্দা সিপিএম-তৃণমূলের

এর পাশাপাশি, বাংলাদেশের হিংসা নিয়েও ফের একবার সরব হন শুভেন্দু ৷ এমনকী, এই বিষয়টি নিয়েও মমতার ভূমিকার সমালোচনা করেন তিনি ৷ শুভেন্দুর প্রশ্ন, কেন পড়শি দেশের এই ঘটনা নিয়ে সরব হলেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ? এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতি করারও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের

এদিন শান্তিপুরের বিভিন্ন বুথ এলাকায় ঘুরে ঘুরে ভোটের প্রচার করেন শুভেন্দু ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ মঞ্চে ভাষণ দেওয়ার পাশাপাশি হুড খোলা গাড়িতে চড়ে জনসংযোগও করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ তাঁর সঙ্গে আগাগোড়া ছিলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন দাস ৷ গলায় মালা পরে হাত জোড় করে ভোট ভিক্ষা করতে দেখা যায় তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.