ETV Bharat / state

Suvendu Adhikari : এখনই মিলিটারি নামাতে হবে, রাজ্যপালকে জানিয়েছি: শুভেন্দু - শুভেন্দু অধিকারী

সরকার সম্পূর্ণ ব্যর্থ ৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে । রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় কোনও ইস্যুতে আঘাত পেলে তার প্রতিবাদ করতে পারে । কামারকুণ্ডুতে বিজেপি-র জনসভায় এসে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari news
কামারকুণ্ডুতে বিজেপির জনসভায় এসে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
author img

By

Published : Jun 10, 2022, 9:31 PM IST

কামারকুণ্ডু, 10 জুন : সরকার সম্পূর্ণ ব্যর্থ ৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে । রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় কোনও ইস্যুতে আঘাত পেলে তার প্রতিবাদ করতে পারে । কামারকুণ্ডুতে বিজেপির জনসভায় এসে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)৷

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "সিপিএমের সবকথা নিন্দা করে বলব রিজয়ানুরের ঘটনার পরে আধঘণ্টার মধ্যে মিলিটারি নামানো হয়েছিল । মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করেছিলেন সে সময়ে । উলুবেড়িয়া নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত কয়েকশো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে । গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে । গোটা রাজ্যের আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গিয়েছে । আমি বিরোধী দলনেতা হিসেবে রাজ্যপালকে সকালে টুইট করেছি । সেনা নামিয়ে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার আর্জি জানিয়ে মেল পাঠিয়েছি রাজ্যপালকে । এদের আক্রমণের লক্ষ্যবস্তু হল ভারতীয় জনতা পার্টি । এরসঙ্গে তৃণমূল কংগ্রেসের উস্কানি আছে । যে বিষয়টাকে সামনে রেখে এটাকে করা হচ্ছে । সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছেন ।"

হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সারা দেশের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিবাদে জ্বলছে হাওড়া ৷ জেলার 116 নং জাতীয় সড়ক অবরোধ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জমায়েত, টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন ৷ হাওড়া শহরের বাঁকড়া কবরপাড়া, গোলাবাড়ি থানা এলাকায় হাওড়া এসি মার্কেটের কাছে, রামরাজাতলার দিকে নতুন রাস্তার সামনে, আরগড়িতে, বিভিন্ন স্থানে একই চিত্র ধরা পড়ে ৷

কামারকুণ্ডুতে বিজেপির জনসভায় এসে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন : বাংলাকে ভয়মুক্ত করবে বিজেপি, মালদায় দাবি শুভেন্দুর

শুভেন্দু আরও বলেন, "বিজেপি-র জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর করা হয়েছে, আগুন ধরানো হয়েছে । এতেই প্রমাণ হচ্ছে নির্বাচন পরবর্তী হিংসা আবার ফিরিয়ে আনতে চায় । কারণ বিজেপির কর্মসূচি গুলিতে আবারও মানুষজন বেরোতে শুরু করেছেন । এসএসসি থেকে নানা দুর্নীতিতে সরকার নিমজ্জিত। মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ঘটনা ঘটানো হচ্ছে । এই মুখ্যমন্ত্রী হল স্লিপিং চিফ মিনিস্টার । দূষণ এবং তুষ্টিকরণ এর সমস্ত সীমারেখা উনি পার করে দিয়েছেন ।"

কামারকুণ্ডু, 10 জুন : সরকার সম্পূর্ণ ব্যর্থ ৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে । রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় কোনও ইস্যুতে আঘাত পেলে তার প্রতিবাদ করতে পারে । কামারকুণ্ডুতে বিজেপির জনসভায় এসে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)৷

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "সিপিএমের সবকথা নিন্দা করে বলব রিজয়ানুরের ঘটনার পরে আধঘণ্টার মধ্যে মিলিটারি নামানো হয়েছিল । মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করেছিলেন সে সময়ে । উলুবেড়িয়া নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত কয়েকশো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে । গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে । গোটা রাজ্যের আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গিয়েছে । আমি বিরোধী দলনেতা হিসেবে রাজ্যপালকে সকালে টুইট করেছি । সেনা নামিয়ে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার আর্জি জানিয়ে মেল পাঠিয়েছি রাজ্যপালকে । এদের আক্রমণের লক্ষ্যবস্তু হল ভারতীয় জনতা পার্টি । এরসঙ্গে তৃণমূল কংগ্রেসের উস্কানি আছে । যে বিষয়টাকে সামনে রেখে এটাকে করা হচ্ছে । সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছেন ।"

হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সারা দেশের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিবাদে জ্বলছে হাওড়া ৷ জেলার 116 নং জাতীয় সড়ক অবরোধ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জমায়েত, টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন ৷ হাওড়া শহরের বাঁকড়া কবরপাড়া, গোলাবাড়ি থানা এলাকায় হাওড়া এসি মার্কেটের কাছে, রামরাজাতলার দিকে নতুন রাস্তার সামনে, আরগড়িতে, বিভিন্ন স্থানে একই চিত্র ধরা পড়ে ৷

কামারকুণ্ডুতে বিজেপির জনসভায় এসে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন : বাংলাকে ভয়মুক্ত করবে বিজেপি, মালদায় দাবি শুভেন্দুর

শুভেন্দু আরও বলেন, "বিজেপি-র জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর করা হয়েছে, আগুন ধরানো হয়েছে । এতেই প্রমাণ হচ্ছে নির্বাচন পরবর্তী হিংসা আবার ফিরিয়ে আনতে চায় । কারণ বিজেপির কর্মসূচি গুলিতে আবারও মানুষজন বেরোতে শুরু করেছেন । এসএসসি থেকে নানা দুর্নীতিতে সরকার নিমজ্জিত। মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ঘটনা ঘটানো হচ্ছে । এই মুখ্যমন্ত্রী হল স্লিপিং চিফ মিনিস্টার । দূষণ এবং তুষ্টিকরণ এর সমস্ত সীমারেখা উনি পার করে দিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.