ETV Bharat / state

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে - পাণ্ডুয়া

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ৷ কর্মবিরতিতে সামিল চিকিৎসক ও নার্সরা ৷ পরিষেবা মিলছে শুধুমাত্র জরুরি বিভাগে ৷

strike at rural hospital at pandua to protest doctor assault
চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে
author img

By

Published : Jun 8, 2021, 4:33 PM IST

হুগলি, 8 জুন : প্রথম সারির করোনা যোদ্ধার উপর হামলার প্রতিবাদে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি ৷ হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা ৷ জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের সাফ কথা, চিকিৎসককে মারধরের ঘটনায় দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে ৷

চিকিৎসক নিগ্রহে দোষীদের গ্রেফতারির দাবিতে কর্মবিরতি

এদিন থেকে কর্মবিরতি শুরু করেছেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের 12 জন চিকিৎসক ও 13 জন নার্স ৷ তাঁরা এদিন বুকে কালো ফিতে আটকে কর্মবিরতি শুরু করেন ৷ শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া অন্য কোথাও রোগী দেখা হচ্ছে না ৷ সোমবার পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শিবশংকর রায়কে মারধর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে এই কর্মবিরতি ৷

আন্দোলনকারীদের অভিযোগ, হামলার পর 24 ঘন্টা কেটে গেলও দোষীদের গ্রেফতার করা হয়নি ৷ এমনকি, গোটা ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভরত নার্স ও চিকিৎসকরা ৷

পাণ্ডুয়া হাসপাতালের এক চিকিৎসক জানান, চিকিৎসকের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট সকলের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ ওই চিকিৎসক বলেন, ‘‘হাসপাতাল যাতে না বন্ধ থাকে, তাই আমরা কাজ করে গিয়েছি ৷ কিন্তু দোষীরা গ্রেফতার হল না ৷ এইআইআর নিতেও গরিমসি করা হয়েছে ৷ এটা কী ধরনের কাজ হচ্ছে? মানুষের জীবনের জন্য আমরা লড়ে যাচ্ছি ৷ কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করছি ৷ অথচ আমাদেরই কোনও নিরাপত্তা নেই ৷ এটা চলতে পারে না ৷’’

হুগলি, 8 জুন : প্রথম সারির করোনা যোদ্ধার উপর হামলার প্রতিবাদে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি ৷ হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা ৷ জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের সাফ কথা, চিকিৎসককে মারধরের ঘটনায় দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে ৷

চিকিৎসক নিগ্রহে দোষীদের গ্রেফতারির দাবিতে কর্মবিরতি

এদিন থেকে কর্মবিরতি শুরু করেছেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের 12 জন চিকিৎসক ও 13 জন নার্স ৷ তাঁরা এদিন বুকে কালো ফিতে আটকে কর্মবিরতি শুরু করেন ৷ শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া অন্য কোথাও রোগী দেখা হচ্ছে না ৷ সোমবার পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শিবশংকর রায়কে মারধর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে এই কর্মবিরতি ৷

আন্দোলনকারীদের অভিযোগ, হামলার পর 24 ঘন্টা কেটে গেলও দোষীদের গ্রেফতার করা হয়নি ৷ এমনকি, গোটা ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভরত নার্স ও চিকিৎসকরা ৷

পাণ্ডুয়া হাসপাতালের এক চিকিৎসক জানান, চিকিৎসকের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট সকলের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ ওই চিকিৎসক বলেন, ‘‘হাসপাতাল যাতে না বন্ধ থাকে, তাই আমরা কাজ করে গিয়েছি ৷ কিন্তু দোষীরা গ্রেফতার হল না ৷ এইআইআর নিতেও গরিমসি করা হয়েছে ৷ এটা কী ধরনের কাজ হচ্ছে? মানুষের জীবনের জন্য আমরা লড়ে যাচ্ছি ৷ কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করছি ৷ অথচ আমাদেরই কোনও নিরাপত্তা নেই ৷ এটা চলতে পারে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.