ETV Bharat / state

মানুষ ক্ষিপ্ত, জনসংযোগ করেও তৃণমূলের ভাগ্য ফিরবে না : সায়ন্তন - TMC public relation

মানুষ এখন তৃণমূলের উপর ক্ষিপ্ত ৷ জনসংযোগ করে, ওয়েবসাইট খুলেও তৃণমূল কংগ্রেস নিজেদের ভাগ্য ফেরাতে পারবে না ৷ কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর ৷

দলীয় কর্মিসভায় সায়ন্তন বসু ৷
author img

By

Published : Jul 31, 2019, 11:39 AM IST

Updated : Jul 31, 2019, 1:04 PM IST

বৈদ্যবাটি, 31 জুলাই: জনসংযোগ করুক বা ওয়েবসাইট খুলুক, তৃণমূল কংগ্রেসের ভাগ্য আর ফিরবে না ৷ কিছুদিন পর দলটাই উঠে যাবে ৷ তৃণমূলের জনসংযোগ কর্মসূচি নিয়ে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর ৷

গতকাল দলীয় কর্মিসভায় যোগ দিয়ে সায়ন্তন বলেন, "জনগণ তৃণমূলের সঙ্গে নেই ৷ আমি তৃণমূল নেতাদের পরামর্শ দেব, এসব যাত্রা থেকে এখন বিরত থাকুন ৷ বাড়ি বাড়ি এখন না যাওয়াই ভালো ৷ মানুষ এখন তৃণমূলের উপর ক্ষিপ্ত হয়ে আছেন ৷ যারা অত্যাচারের শিকার হয়েছেন, তাঁরা এখন ক্ষিপ্ত ৷ তৃণমূল কংগ্রেস জনসংযোগ করুক, ওয়েবসাইট করুক! তৃণমূল কংগ্রেসের ভাগ্য আর ফিরবে না ৷ বড় দেরি হয়ে গেছে ৷" কাটমানি ইশুতে সায়ন্তন বসু বলেন, "কিছুদিন অপক্ষা করুন ৷ তৃণমূল দলটি কাটমানি খাইয়ে কিছু গুন্ডা-মস্তান, সমাজবিরোধী, মাফিয়া আর পুলিশের সহায়তায় বেঁচে আছে ৷ যত দিন যাবে, তৃণমূল মানুষের থেকে সরে যাবে ৷ দলটি উঠে যাবে ৷"

ভিডিয়োয় শুনুন

আরও পড়ুন: ফোন নট রিচেবল, ওয়েবসাইটেই "দিদি"কে অভিযোগ জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা

অন্যদিকে, গতকাল থেকেই "দিদিকে বলো" কর্মসূচির রূপায়ণে ঝাঁপাল জেলা তৃণমূল কংগ্রেস ৷ চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব এই কর্মসূচির সূচনা করেন ৷

বৈদ্যবাটি, 31 জুলাই: জনসংযোগ করুক বা ওয়েবসাইট খুলুক, তৃণমূল কংগ্রেসের ভাগ্য আর ফিরবে না ৷ কিছুদিন পর দলটাই উঠে যাবে ৷ তৃণমূলের জনসংযোগ কর্মসূচি নিয়ে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর ৷

গতকাল দলীয় কর্মিসভায় যোগ দিয়ে সায়ন্তন বলেন, "জনগণ তৃণমূলের সঙ্গে নেই ৷ আমি তৃণমূল নেতাদের পরামর্শ দেব, এসব যাত্রা থেকে এখন বিরত থাকুন ৷ বাড়ি বাড়ি এখন না যাওয়াই ভালো ৷ মানুষ এখন তৃণমূলের উপর ক্ষিপ্ত হয়ে আছেন ৷ যারা অত্যাচারের শিকার হয়েছেন, তাঁরা এখন ক্ষিপ্ত ৷ তৃণমূল কংগ্রেস জনসংযোগ করুক, ওয়েবসাইট করুক! তৃণমূল কংগ্রেসের ভাগ্য আর ফিরবে না ৷ বড় দেরি হয়ে গেছে ৷" কাটমানি ইশুতে সায়ন্তন বসু বলেন, "কিছুদিন অপক্ষা করুন ৷ তৃণমূল দলটি কাটমানি খাইয়ে কিছু গুন্ডা-মস্তান, সমাজবিরোধী, মাফিয়া আর পুলিশের সহায়তায় বেঁচে আছে ৷ যত দিন যাবে, তৃণমূল মানুষের থেকে সরে যাবে ৷ দলটি উঠে যাবে ৷"

ভিডিয়োয় শুনুন

আরও পড়ুন: ফোন নট রিচেবল, ওয়েবসাইটেই "দিদি"কে অভিযোগ জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা

অন্যদিকে, গতকাল থেকেই "দিদিকে বলো" কর্মসূচির রূপায়ণে ঝাঁপাল জেলা তৃণমূল কংগ্রেস ৷ চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব এই কর্মসূচির সূচনা করেন ৷

Intro:জনসংযোগ করুক বা ওয়েবসাইট খুলুক কিছু দিনের মধ্যেই তৃণমূল দলটা উঠে যাবে কটাক্ষ বিজেপি নেতা সায়নন্ত বসুর।তিনি বলেন জনগণের ঘরে ঘরে গেলে এখন মুসকিল আছে।যে ব্যাক্তি কাটমানি দিয়েছে তার বাড়িতে যদি তৃনমূলীরা পৌঁছে যায় তাহলে কি অবস্থা হবে ভাবুনতো।সেই জন্য আমি তৃনমূল নেতাদের সব সময় সাজেশান দেবো এসব যাত্রা একদম এড়িয়ে থাকুন।একদম লোকজনের বাড়িতে এখন না যাওয়াই ভালো।যারা যারা কাটমানি খেয়েছেন তারা টাকা ফেরত দিন।মিথ্যা কেস দিয়েছে অত্যাচার করেছে।তাই মানুষ তৃনমূলের উপর নানা কারনে ক্ষিপ্ত হয়ে রয়েছে।তৃনমূল কংগ্রেস জনসংযোগ করুক,ওয়েবসাইট খুলুক,দিদি ডটকম আবিষ্কার করুক তৃনমূলের ভাগ্য আর ফিরবে না।বড় দেরী হয়ে গেছে,যা হবার হয়ে গেছে।বৈদ্যবাটিতে এসে বললেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।বিজেপি নেতা আরো বলেন,দিদিকে বলোতে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি তবে আমার মনে আছে শিলাদিত্য নামে এক ব্যাক্তি ঝাড়গ্রামের প্রকাশ্য সভায় সারের দাম নিয়ে বলতে গিয়েছিলেন।তাকে মাওবাদী তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো।কেউ কিছু বললেই জেলে ঢোকানোর ভয় দেখান।
সমস্যা সবাই বলতে পারে সমাধানটা কি আছে।নির্বাচন হলেই বোঝা যাবে কে অক্সিজেন পেলো আর কে কার্বনডাইঅক্সাইড।কিছু দিন অপেক্ষা করুন কাটমানি দিয়ে মাফিয়া গুন্ডা ও মস্তান পুষেছে।আর পুলিশের সহায়তায় করছে।যতদিন যাবে তৃণমূলের কাছ থেকে মানুষের সরে যাবে।তারপরই দলটাও উঠে যাবে।
উল্লেখ্য আজ থেকেই দিদিকে বলো কর্মসূচী রূপায়নে ঝাঁপালো হুগলি জেলা তৃনমূল কংগ্রেস।গতকালই মুখ্যমন্ত্রী তৃনমূলের সব স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠক করে জনসংযোগ বাড়াতে কর্মসূচী ঘোষনা করেন।আজ চুঁচুড়া বড়বাজারে তৃনমূল জেলা অফিসে সাংবাদিক বৈঠক করে জানান সভাপতি দিলীপ যাদব।কোনো সমস্যা বা মতামত জানাতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করা যাবে তাও জানিয়ে দেন।তাই আজ থেকেই "দিদিকে বলো" মানুষকে জানাতে শুরু হয়েছে প্রচার।ভিজিটিং কার্ডের আদলে করা হয়েছে দিদিকে বলো কার্ড।এরপরই আজ বৈদ্যবাটি বিজেপির এক কর্মসূচি এসে সায়ন্তন বসু আক্রমন সানিয়েছেন।Body:WB_HGL_TMC AGAINST BJP SAYANTAN_7203418Conclusion:
Last Updated : Jul 31, 2019, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.