ETV Bharat / state

ভ্যাকসিন মেলেনি শ্রমিকদের, সাময়িক বন্ধ আয়ুর্বেদিক ওষুধের কারখানা - বৈঁচিগ্রামে আয়ুর্বেদিক ওষুধের কারখানা

কারখানার শ্রমিক উত্তম মণ্ডল, শেফালি মণ্ডলরা এখন কাজ বন্ধ হওয়ায় সমস্যার মুখে ৷ ওষুধ নিয়ে যে গাড়ি যায়, তার চালক-খালাসিদের বাইরে গিয়ে সমস্যায় পড়তে হয় । হোটেল বা থাকার জায়গা মেলে না । রাস্তায় রাত কাটাতে হয় । ভ্যাকসিন না পেলে পেট চলবে কীভাবে সেই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা ।

আয়ুর্বেদিক ওষুধের কারখানা
আয়ুর্বেদিক ওষুধের কারখানা
author img

By

Published : Aug 8, 2021, 8:29 AM IST

Updated : Aug 8, 2021, 1:47 PM IST

পান্ডুয়া, 8 অগস্ট : শ্রমিকদের ভ্যাকসিন না হওয়ায় আয়ুর্বেদিক ওষুধের কারখানা বন্ধ করে দিলেন মালিক । পান্ডুয়ার বৈঁচিগ্রামে তারা হার্বাল ফার্মাসিউটিক্যাল নামে আয়ুর্বেদিক ওষুধের কারখানা চলে । 35 জন অস্থায়ী শ্রমিক কাজ করেন ওই কারখানায় । মালিক সুভাষ মণ্ডল পাণ্ডুয়া বিডিও অফিসে 11 জুন শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন । কিন্তু তার পরেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেনি প্রশাসন ।

স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লকে আবেদন পৌঁছেছে । তবুও ভ্যাকসিন মেলেনি । শ্রমিকদের স্বার্থে বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দেন । ফলে করোনার বাজারে কর্মহারা হয়ে গেলেন 35 জন্য শ্রমিক ।

সুভাষ মণ্ডল বলেন, "করোনা প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে কারখানা চালু রেখেছিলাম, যাতে শ্রমিকদের সমস্যা না হয় । কিছুদিন আগে আমার মেয়ে করোনা পজিটিভ হয়ে যায় । সেই কারণে শ্রমিকদের পরিবারের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে এই কারখানা বন্ধ করেছি । অন্তত তাঁরা প্রথম ডোজ় নিয়ে আসুন, তারপর কাজ চালু করব । বেসরকারিভাবে প্রথম ডোজ় নিলে যদি দ্বিতীয় সেক্ষেত্রে সমস্যা হয় সেই কারণেই সরকারিভাবেই নিক শ্রমিকরা । আমার মনে হয়েছে উৎপাদনটা বড় কথা নয়, মানুষের জীবনটাই আগে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত । এমনকি ওষুধ ডেলিভারি দিতে গিয়ে আমার গাড়ির চালক অসমে থাকার ঘর পাননি । শুধুমাত্র ভ্যাকসিন না নেওয়ার কারণে ।"

কারখানার শ্রমিক উত্তম মণ্ডল, শেফালি মণ্ডলরা এখন কাজ বন্ধ হওয়ায় সমস্যার মুখে ৷ ওষুধ নিয়ে যে গাড়ি যায়, তার চালক-খালাসিদের বাইরে গিয়ে সমস্যায় পড়তে হয় । হোটেল বা থাকার জায়গা মেলে না । রাস্তায় রাত কাটাতে হয় । ভ্যাকসিন না পেলে পেট চলবে কীভাবে সেই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা ।

ভ্যাকসিন মেলেনি শ্রমিকদের, সাময়িক বন্ধ আয়ুর্বেদিক ওষুধের কারখানা

চুঁচুড়া সদর মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্যায় বলেন, "সুপার স্প্রেডার যাঁরা, তাঁদের ভ্যাকসিনেশন চলছে ।দোকান, বাজার, কল-কারখানার শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে । এমন নয় যে ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে । বৈঁচিতে কী হয়েছে, তা খোঁজ নিয়ে দেখব ৷"

পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, "ভ্যাকসিন কম আছে ঠিকই । গুরুত্ব বুঝে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । কারখানা কেন বন্ধ করলেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার । সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্য তিনি এইসব কাজ করছেন । তবে কারখানা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি পান্ডুয়ায় । বিডিও ও বিএমওএইচ এর সঙ্গে যোগাযোগ করলেই সমস্যা মিতে যেত ।"

পান্ডুয়া, 8 অগস্ট : শ্রমিকদের ভ্যাকসিন না হওয়ায় আয়ুর্বেদিক ওষুধের কারখানা বন্ধ করে দিলেন মালিক । পান্ডুয়ার বৈঁচিগ্রামে তারা হার্বাল ফার্মাসিউটিক্যাল নামে আয়ুর্বেদিক ওষুধের কারখানা চলে । 35 জন অস্থায়ী শ্রমিক কাজ করেন ওই কারখানায় । মালিক সুভাষ মণ্ডল পাণ্ডুয়া বিডিও অফিসে 11 জুন শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন । কিন্তু তার পরেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেনি প্রশাসন ।

স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লকে আবেদন পৌঁছেছে । তবুও ভ্যাকসিন মেলেনি । শ্রমিকদের স্বার্থে বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দেন । ফলে করোনার বাজারে কর্মহারা হয়ে গেলেন 35 জন্য শ্রমিক ।

সুভাষ মণ্ডল বলেন, "করোনা প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে কারখানা চালু রেখেছিলাম, যাতে শ্রমিকদের সমস্যা না হয় । কিছুদিন আগে আমার মেয়ে করোনা পজিটিভ হয়ে যায় । সেই কারণে শ্রমিকদের পরিবারের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে এই কারখানা বন্ধ করেছি । অন্তত তাঁরা প্রথম ডোজ় নিয়ে আসুন, তারপর কাজ চালু করব । বেসরকারিভাবে প্রথম ডোজ় নিলে যদি দ্বিতীয় সেক্ষেত্রে সমস্যা হয় সেই কারণেই সরকারিভাবেই নিক শ্রমিকরা । আমার মনে হয়েছে উৎপাদনটা বড় কথা নয়, মানুষের জীবনটাই আগে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত । এমনকি ওষুধ ডেলিভারি দিতে গিয়ে আমার গাড়ির চালক অসমে থাকার ঘর পাননি । শুধুমাত্র ভ্যাকসিন না নেওয়ার কারণে ।"

কারখানার শ্রমিক উত্তম মণ্ডল, শেফালি মণ্ডলরা এখন কাজ বন্ধ হওয়ায় সমস্যার মুখে ৷ ওষুধ নিয়ে যে গাড়ি যায়, তার চালক-খালাসিদের বাইরে গিয়ে সমস্যায় পড়তে হয় । হোটেল বা থাকার জায়গা মেলে না । রাস্তায় রাত কাটাতে হয় । ভ্যাকসিন না পেলে পেট চলবে কীভাবে সেই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা ।

ভ্যাকসিন মেলেনি শ্রমিকদের, সাময়িক বন্ধ আয়ুর্বেদিক ওষুধের কারখানা

চুঁচুড়া সদর মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্যায় বলেন, "সুপার স্প্রেডার যাঁরা, তাঁদের ভ্যাকসিনেশন চলছে ।দোকান, বাজার, কল-কারখানার শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে । এমন নয় যে ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে । বৈঁচিতে কী হয়েছে, তা খোঁজ নিয়ে দেখব ৷"

পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, "ভ্যাকসিন কম আছে ঠিকই । গুরুত্ব বুঝে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । কারখানা কেন বন্ধ করলেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার । সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্য তিনি এইসব কাজ করছেন । তবে কারখানা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি পান্ডুয়ায় । বিডিও ও বিএমওএইচ এর সঙ্গে যোগাযোগ করলেই সমস্যা মিতে যেত ।"

Last Updated : Aug 8, 2021, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.