ETV Bharat / state

আচমকা ঝড় আরামবাগে, একজনের মৃত্যু - One died in sudden storm Arambag

আজ বিকেলে হঠাৎ-ই ঝড় ওঠে জেলায় ৷ এই ঝড়ে আরামবাগ শহরে বহু গাছ ভেঙে পড়েছে । গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং আহত হয়েছেন দুইজন ৷

One died in sudden storm in Arambag
author img

By

Published : May 27, 2020, 9:45 PM IST

Updated : May 27, 2020, 11:37 PM IST

আরামবাগ , 27 মে : বুধবার বিকেলে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল আরামবাগের বিভিন্ন এলাকা ৷ ঝড়ে প্রচুর গাছ ভেঙে পড়েছে ৷ বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে ৷ এমনকী , ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং আহত হয়েছেন দুইজন ৷

আজ বিকেলে হঠাৎ-ই ঝড় ওঠে জেলায় ৷ এই ঝড়ে মহকুমা ও তার আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । বিস্তীর্ণ এলাকার গ্রামগুলিতে বহু কাঁচা বাড়ির চাল , টিন , চাল উড়িয়ে নিয়ে চলে গেছে । গ্রামের দিকে বেশ কিছু স্কুলের টিনের চাল উড়ে গেছে । রাস্তার ধারে বহু গাছ ভেঙে পড়েছে । ঝড় শুরুর আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকায় । ফলে এক ধাক্কা সামলাতে না সামলাতে ফের আরও এক ধাক্কায় নাজেহাল হচ্ছে হাজার হাজার মানুষ । আরামবাগ শহরেরও অবস্থা শোচনীয় । প্রচুর ইলেকট্রিকের খুঁটিও ভেঙে যায় । বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে আরামবাগ শহরের বিভিন্ন এলাকা ৷

এদিকে , আরামবাগে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । মৃতের নাম লালমোহন রায় গুপ্ত (40) । বাড়ি আরামবাগের হরাদিত্য এলাকায় । পাশাপাশি গুরুতর আহত দুই জন ৷ তাঁদের মধ্যে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে ।

আরামবাগ , 27 মে : বুধবার বিকেলে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল আরামবাগের বিভিন্ন এলাকা ৷ ঝড়ে প্রচুর গাছ ভেঙে পড়েছে ৷ বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে ৷ এমনকী , ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং আহত হয়েছেন দুইজন ৷

আজ বিকেলে হঠাৎ-ই ঝড় ওঠে জেলায় ৷ এই ঝড়ে মহকুমা ও তার আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । বিস্তীর্ণ এলাকার গ্রামগুলিতে বহু কাঁচা বাড়ির চাল , টিন , চাল উড়িয়ে নিয়ে চলে গেছে । গ্রামের দিকে বেশ কিছু স্কুলের টিনের চাল উড়ে গেছে । রাস্তার ধারে বহু গাছ ভেঙে পড়েছে । ঝড় শুরুর আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকায় । ফলে এক ধাক্কা সামলাতে না সামলাতে ফের আরও এক ধাক্কায় নাজেহাল হচ্ছে হাজার হাজার মানুষ । আরামবাগ শহরেরও অবস্থা শোচনীয় । প্রচুর ইলেকট্রিকের খুঁটিও ভেঙে যায় । বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে আরামবাগ শহরের বিভিন্ন এলাকা ৷

এদিকে , আরামবাগে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । মৃতের নাম লালমোহন রায় গুপ্ত (40) । বাড়ি আরামবাগের হরাদিত্য এলাকায় । পাশাপাশি গুরুতর আহত দুই জন ৷ তাঁদের মধ্যে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে ।

Last Updated : May 27, 2020, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.