ETV Bharat / state

চণ্ডীতলায় ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু, প্রশাসনিক ব্যর্থতা মানলেন পঞ্চায়েত সদস্য

হুগলির চণ্ডীতলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হল ৷ ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ি করেছে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷

চণ্ডীতলায় ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্
author img

By

Published : Sep 11, 2019, 6:32 PM IST

চণ্ডীতলা, 11 সেপ্টেম্বর : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরের ৷ হুগলির চণ্ডীতলা থানার গঙ্গাধরপুর গ্রামের ঘটনা ৷ এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ি করেছেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ৷

মৃত কিশোরের নাম সুমন দাস (15) ৷ সে শিয়াখালা বেণীমাধব হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্র ৷ শুক্রবার তার জ্বর হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে রক্ত পরীক্ষা করে দেখা যায় সুমন ডেঙ্গিতে আক্রান্ত ৷ গতকাল তার মৃত্যু হয় ৷

গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জ্যোতির্ময় আদক বলেন, "প্রশাসনের ব্যর্থতার কারণেই সুমনের মৃত্যু হয়েছে ৷ এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতার অভাব আছে ৷ স্থানীয় NGO ডেঙ্গি সচেতনতার উদ্যোগ নিলেও পঞ্চায়েত ও স্বাস্থ্য বিভাগের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ বারবার পঞ্চায়েত মিটিংয়ে জানিয়েও কোনও লাভ হয়নি ৷"

চণ্ডীতলা, 11 সেপ্টেম্বর : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরের ৷ হুগলির চণ্ডীতলা থানার গঙ্গাধরপুর গ্রামের ঘটনা ৷ এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ি করেছেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ৷

মৃত কিশোরের নাম সুমন দাস (15) ৷ সে শিয়াখালা বেণীমাধব হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্র ৷ শুক্রবার তার জ্বর হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে রক্ত পরীক্ষা করে দেখা যায় সুমন ডেঙ্গিতে আক্রান্ত ৷ গতকাল তার মৃত্যু হয় ৷

গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জ্যোতির্ময় আদক বলেন, "প্রশাসনের ব্যর্থতার কারণেই সুমনের মৃত্যু হয়েছে ৷ এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতার অভাব আছে ৷ স্থানীয় NGO ডেঙ্গি সচেতনতার উদ্যোগ নিলেও পঞ্চায়েত ও স্বাস্থ্য বিভাগের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ বারবার পঞ্চায়েত মিটিংয়ে জানিয়েও কোনও লাভ হয়নি ৷"

Intro:Body:হুগলীর চন্ডীতলা থানার গঙ্গাধরপুর গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু এক নবম শ্রেণীর ছাত্রের। নাম সুমন দাস(১৫) শিয়াখালা বেণীমাধব হাই স্কুলের ছাত্র।

গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয় তার পর তাকে পরিবারের লোক জন এলাকার একটি বেসরকারী নারসিং হোমে ভর্তি করে।তার ২দিন বাদে এখান থেকে কোলকাতায় নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষা করা হয় তাতে ডেঙ্গু ধরা পড়ে।গত কাল ভোরে তার মৃত্যু হয়।এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গঙ্গাধর পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জ্যোতির্ময় আদক বলেন গত তিন দিন আগে ছাত্র টি জ্বরে আক্রান্ত হয়।স্থানীয় বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।পরে কোলকাতার একটি নার্সিং হোমে গত কাল ভোরে তার মৃত্যু হয়।রক্তে পরীক্ষা করে জানা যায় সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল।
তার অভিযোগ প্রশাসনের ব্যর্থতার কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে।আশা করবো প্রশাসন এবার উদ্দ্যোগ নেবে।এলাকায় ডেঙ্গু সচেতনার অভাব রয়েছে।এলাকায় একটি NGO সচেতন করলেও স্থানীয় পঞ্চায়েত বা স্বাস্থা দপ্তরের পক্ষ থেকে এখন কোনো উদ্দ্যোগ নেওয়া হয় না।পঞ্চায়েত সদস্য হয়ে তিনি বার বার পঞ্চায়েত মিটিংয়ে জানিয়েও কোনো ফল পাননি।
এক প্রকার প্রশাসনের গাফিলতির ফলেই ডেঙ্গুতে আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রের স্বীকার করে নিলেন এলাকার পঞ্চায়েত সদস্য।

wb_hgl_01_chanditala_dengu_copi_10007.

B_1_জ্যোতির্ময় আদক(পঞ্চায়েত সদস্য)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.