ETV Bharat / state

khanakul Flood : বন্যা পরিস্থিতি পরিদর্শনে বুধবার হাওড়া-হুগলিতে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Aug 3, 2021, 7:50 PM IST

রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির খানাকুলে ৷ বুধবার ওই এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুরে হেলিকপ্টারে আসবেন তিনি ৷ সেখান থেকে এলাকা ঘুরে দেখবেন ৷ পাশাপাশি উদয়নারায়ণপুরেও যাবেন মুখ্যমন্ত্রী ৷

on wednesday chief minister mamata banerjee will visit flood affected khanakul
khanakul Flood : বন্যা পরিস্থিতি পরিদর্শনে বুধবার খানাকুলে মুখ্যমন্ত্রী

হুগলি, 3 অগস্ট : ভাসছে হুগলির খানাকুল (Khanakul Flood) ৷ রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায় ৷ আগামিকাল, বুধবার ওই এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার তারই প্রস্তুতিতে ব্যস্ত রইলেন প্রশাসনের আধিকারিকরা ৷ পাশাপাশি তিনি উদয়নারায়ণপুরও পরিদর্শন করবেন ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খানাকুলের ঘোষপুর মান্নার ডাঙা এলাকায় বুধবার দুপুরে হেলিকপ্টারে আসবেন ৷ সেখান থেকে তিনি এলাকা ঘুরে দেখবেন ৷ তাই মঙ্গলবার যুদ্ধকালীন তৎপরতায় খানাকুলে তৈরি হল হেলিপ্যাড ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে কতটা ঘুরে দেখতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশায় এলাকার বাসিন্দারা ৷ তবে মুখ্যমন্ত্রী এসে তাঁদের কী বার্তা দেন, সেই দিকে বন্যাবিধ্বস্ত এলাকার বাসিন্দারা ৷

আরও পড়ুন : Khanakul Flood: খানাকুলের 101 বছরের বৃদ্ধাকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

প্রসঙ্গত, গত সপ্তাহে নিম্নচাপের জেরে যে বৃষ্টি হয়, তাতে ভেসে গিয়েছে খানাকুল-সহ আশপাশের এলাকা ৷ বহু মানুষ বাড়িতে আটকে পড়েন ৷ সোমবার উদ্ধার কাজে নামে সেনা (Indian Army) ৷ জলমগ্ন বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করে এনে ত্রাণ শিবিরে পৌঁছে দেন সেনা জওয়ানরা ৷ এখনও বন্যাবিধ্বস্ত ওই এলাকার বহু মানুষ ত্রাণ শিবিরেই রয়েছেন ৷

প্রশাসনের একটি সূত্রের খবর অনুযায়ী, ত্রাণ শিবিরগুলিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী ৷ বন্যার্তদের সঙ্গে কথা বলতে পারেন ৷ তাঁদের জন্য বিশেষ কিছু ঘোষণা করার সম্ভাবনাও রয়েছে ৷ তবে এই নিয়ে প্রশাসনের সবস্তরের আধিকারিকরাই মুখে কুলুপ এঁটেছেন ৷ কেউই এই বিষয়ে কিছু বলতে নারাজ ৷

আরও পড়ুন : Khanakul Flood : খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজে নামল সেনা

তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রীর এই সফরের রাজনৈতিক গুরুত্বও কম নয় ৷ কারণ, যে এলাকায় বন্যা হয়েছে, তা আরামবাগ (Arambag) লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ সেখানে 2014 সাল থেকে সাংসদ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অপরূপা পোদ্দার ৷ বিধানসভাতেও এই এলাকায় তৃণমূলের আধিপত্য ছিল ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচন থেকেই দেখা গিয়েছে যে সেখানে শাসকদলের রাশ আলগা হতে শুরু করেছে ৷

2019 সালে এক হাজারের কিছু বেশি ভোটে জিতে দ্বিতীয়বার সাংসদ হন অপরূপা ৷ কিন্তু তাঁর সেই জয় নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ 2021 সালের বিধানসভা ভোটে ওই এলাকায় তিনটি আসনে হেরে যায় তৃণমূল ৷ জয় পায় বিজেপি (BJP) ৷ বিশেষ করে খানাকুলেই রয়েছেন বিজেপির বিধায়ক ৷

আরও পড়ুন : mulahat co-operative : সমিতির টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন চেয়ারম্যান, গ্রেফতার চেয়ে বিক্ষোভে সদস্যরা

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতি বজায় থাকলে আগামী লোকসভা নির্বাচনে (Loksabha Election) আরামবাগ আসন খোয়াতে হতে পারে তৃণমূলের ৷ তা বিলক্ষণ জানেন শাসকদলের সুপ্রিমো ৷ তাই বন্যা পরিস্থিতিতে ওই এলাকার মানুষের মন জয়ে পাশে থাকার বার্তা দিতেই মমতা বুধবার সেখানে হাজির হবেন ৷

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অন্য একটি অংশ এই মতের শরিক নন ৷ তাঁদের পালটা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানবিক ৷ তিনি সবসময় মানুষের পাশে থাকেন ৷ বিরোধী নেত্রী থাকাকালীনও তিনি রাজ্যের মানুষের যে কোনও বিপদে ঝাঁপিয়ে পড়তেন ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাই করেন ৷ স্বাভাবিকভাবেই তাই খানাকুলের মানুষের পাশে থাকতে তিনি সেখানে যাচ্ছেন ৷

আরও পড়ুন : সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল

হুগলি, 3 অগস্ট : ভাসছে হুগলির খানাকুল (Khanakul Flood) ৷ রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায় ৷ আগামিকাল, বুধবার ওই এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার তারই প্রস্তুতিতে ব্যস্ত রইলেন প্রশাসনের আধিকারিকরা ৷ পাশাপাশি তিনি উদয়নারায়ণপুরও পরিদর্শন করবেন ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খানাকুলের ঘোষপুর মান্নার ডাঙা এলাকায় বুধবার দুপুরে হেলিকপ্টারে আসবেন ৷ সেখান থেকে তিনি এলাকা ঘুরে দেখবেন ৷ তাই মঙ্গলবার যুদ্ধকালীন তৎপরতায় খানাকুলে তৈরি হল হেলিপ্যাড ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে কতটা ঘুরে দেখতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশায় এলাকার বাসিন্দারা ৷ তবে মুখ্যমন্ত্রী এসে তাঁদের কী বার্তা দেন, সেই দিকে বন্যাবিধ্বস্ত এলাকার বাসিন্দারা ৷

আরও পড়ুন : Khanakul Flood: খানাকুলের 101 বছরের বৃদ্ধাকে উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

প্রসঙ্গত, গত সপ্তাহে নিম্নচাপের জেরে যে বৃষ্টি হয়, তাতে ভেসে গিয়েছে খানাকুল-সহ আশপাশের এলাকা ৷ বহু মানুষ বাড়িতে আটকে পড়েন ৷ সোমবার উদ্ধার কাজে নামে সেনা (Indian Army) ৷ জলমগ্ন বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করে এনে ত্রাণ শিবিরে পৌঁছে দেন সেনা জওয়ানরা ৷ এখনও বন্যাবিধ্বস্ত ওই এলাকার বহু মানুষ ত্রাণ শিবিরেই রয়েছেন ৷

প্রশাসনের একটি সূত্রের খবর অনুযায়ী, ত্রাণ শিবিরগুলিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী ৷ বন্যার্তদের সঙ্গে কথা বলতে পারেন ৷ তাঁদের জন্য বিশেষ কিছু ঘোষণা করার সম্ভাবনাও রয়েছে ৷ তবে এই নিয়ে প্রশাসনের সবস্তরের আধিকারিকরাই মুখে কুলুপ এঁটেছেন ৷ কেউই এই বিষয়ে কিছু বলতে নারাজ ৷

আরও পড়ুন : Khanakul Flood : খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজে নামল সেনা

তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রীর এই সফরের রাজনৈতিক গুরুত্বও কম নয় ৷ কারণ, যে এলাকায় বন্যা হয়েছে, তা আরামবাগ (Arambag) লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ সেখানে 2014 সাল থেকে সাংসদ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অপরূপা পোদ্দার ৷ বিধানসভাতেও এই এলাকায় তৃণমূলের আধিপত্য ছিল ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচন থেকেই দেখা গিয়েছে যে সেখানে শাসকদলের রাশ আলগা হতে শুরু করেছে ৷

2019 সালে এক হাজারের কিছু বেশি ভোটে জিতে দ্বিতীয়বার সাংসদ হন অপরূপা ৷ কিন্তু তাঁর সেই জয় নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ 2021 সালের বিধানসভা ভোটে ওই এলাকায় তিনটি আসনে হেরে যায় তৃণমূল ৷ জয় পায় বিজেপি (BJP) ৷ বিশেষ করে খানাকুলেই রয়েছেন বিজেপির বিধায়ক ৷

আরও পড়ুন : mulahat co-operative : সমিতির টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন চেয়ারম্যান, গ্রেফতার চেয়ে বিক্ষোভে সদস্যরা

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতি বজায় থাকলে আগামী লোকসভা নির্বাচনে (Loksabha Election) আরামবাগ আসন খোয়াতে হতে পারে তৃণমূলের ৷ তা বিলক্ষণ জানেন শাসকদলের সুপ্রিমো ৷ তাই বন্যা পরিস্থিতিতে ওই এলাকার মানুষের মন জয়ে পাশে থাকার বার্তা দিতেই মমতা বুধবার সেখানে হাজির হবেন ৷

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অন্য একটি অংশ এই মতের শরিক নন ৷ তাঁদের পালটা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানবিক ৷ তিনি সবসময় মানুষের পাশে থাকেন ৷ বিরোধী নেত্রী থাকাকালীনও তিনি রাজ্যের মানুষের যে কোনও বিপদে ঝাঁপিয়ে পড়তেন ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাই করেন ৷ স্বাভাবিকভাবেই তাই খানাকুলের মানুষের পাশে থাকতে তিনি সেখানে যাচ্ছেন ৷

আরও পড়ুন : সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.