সম্বলপুর (ওড়িশা), 18 নভেম্বর: চোরাশিকারীদের ফাঁদে পড়ে মৃত্যু হল তিন হাতির ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলার রেধাখোল এলাকায় ৷ সেখানকার জঙ্গলে বন্য শুয়োরকে ফাঁদে ফেলার জন্য শিকারীরা বিদ্যুতের তার ছড়িয়ে রেখেছিল বলে মনে করা হচ্ছে ৷ জঙ্গলে চলাফেরার সময় সেই তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনটি হাতি ৷ তারপর সেখানেই মৃত্যু হয় তাদের ৷
সোমবার সকালে রেধাখোল বনাঞ্চলের নকতিদেউলা জঙ্গলে পাওয়া যায় তিনটি হাতির মৃতদেহ ৷ স্থানীয়রা তিনটি হাতিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয় । এরপর রেধাখোলের জেলা বনাধিকারিক এবং সিনিয়র বন কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে হাতি তিনটির মৃত্যু হয়েছে । এর মধ্যে 2টি পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা হাতি । বনকর্মীরা এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন ৷ তবে কীভাবে বৈদ্যুতিক তার জঙ্গলে এল তা এখনও স্পষ্ট না হলেও সন্দেহ করা হচ্ছে, বন্য শুয়োর ফাঁদে ফেলার জন্য চোরাশিকারীরা এই কাজ করেছে । হাতিদের মৃত্যুর কারণে বিস্তারিত জানতে তদন্ত জারি রয়েছে । বনবিভাগের দাবি, খুব শীঘ্রই এর পিছনে থাকা আসল কারণ জানা যাবে ৷
তবে এই ঘটনায় স্থানীয়দের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ কারণ বন্য পশু ছাড়াও জঙ্গলে সাধারণ মানুষের যাতায়াত রয়েছে ৷ সেক্ষেত্রে এহেন ঘটনায় মানুষের মৃত্যু হওয়াও অস্বাভাবিক নয় ৷ তাই সকলেই চাইছেন তদন্ত করে চোরাশিকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক ৷