ETV Bharat / state

শৌখিনের জন্মদিনে চন্দননগরের ইটভাটার শিশুদের মুখে হাসি

শাশ্বত রঞ্জন রায় ও তাঁর স্ত্রী রিকু রায়ের এক বছরের সন্তান শৌখিনের জন্মদিনে চন্দননগরের ইটভাটার শিশুদের জন্য কেক চকলেট ও মধ্যাহ্নভোজের আয়োজন । তাই একটু ভালোবাসা আর সামান্য খাবার পেয়ে খুশি ছোট্ট শিশুরা ।

On the birthday of Shoukin, the children of Chandannagar brickfield smile in their eyes
শৌখিনের জন্মদিনে চন্দননগরের ইটভাটার শিশুদের চোখে মুখে হাসি
author img

By

Published : Mar 16, 2020, 3:19 PM IST

ভদ্রেশ্বর, 16 মার্চ : অতি কষ্টে একচিলতে ঘরে ধুলোবালির মধ্যে বেড়ে ওঠে ইটভাটা শ্রমিকদের সন্তানরা । এভাবে বেড়ে ওঠা শিশুদের পাশে দাঁড়ালেন বৈদ্যবাটির এক বাসিন্দা । সন্তানের জন্মদিন উপলক্ষে চন্দননগরের একটি ইটভাটায় কেক কাটার পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি । বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতেই তাঁর এই উদ্যোগ । এই ভালোবাসা পেয়ে খুশি ইটভাটার ছোট্ট শিশুরাও ।

শাশ্বত রায় । বৈদ্যবাটির বাসিন্দা । পেশায় মেডিকেল রিপ্রেজ়েন্টেটিভ । বন্ধুদের সঙ্গে কথা বলে ভদ্রেশ্বরের এক সংস্থার সহায়তায় ইটভাটার শিশুদের নিয়ে সন্তানের জন্মদিন পালনের চিন্তাভাবনা করেন । শাশ্বতবাবু ও তাঁর স্ত্রী রিকু রায়ের এক বছরের সন্তান শৌখিন( ডাকনাম বোতাম)-এর জন্মদিন ছিল গতকাল । সেই উপলক্ষে ইটভাটার শিশুদের জন্য কেক চকোলেট ও মধ্যাহ্নভোজের বিশাল আয়োজন করেন তিনি । তাতেই খুশি ওই কচিকাঁচারা। ছোট্ট বোতামও তার জন্মদিনে ওই শিশুদের পেয়ে আনন্দিত ।

On the birthday of Shoukin, the children of Chandannagar brickfield smile in their eyes
শিশুদের জন্য কেক চকলেট

বোতামের মা বলেন, ‘‘আমার মনে হয় না এই শিশুরা এই ধরনের আনন্দ পায় । তাই আমার সন্তানের জন্মদিনে তাদের আনন্দ দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়ে । অনেকদিন আগেই আমরা এই চিন্তা করি। কিন্তু হয়ে ওঠেনি । তাই বোতামের জন্মদিনের মাধ্যমে আমাদের মনের ইচ্ছাপূরণ হল । কচিকাঁচাদের জন্য আজকের মেনু ছিল- রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড় ও রসগোল্লা ৷ আমরা 100 জনের আয়োজন করেছিলাম ৷ আগামীদিনে যদি আমাদের সামর্থে কুলায় আবার করব এই ধরনের অনুষ্ঠান ।’’

On the birthday of Shoukin, the children of Chandannagar brickfield smile in their eyes
মধ্যাহ্নভোজের আয়োজন

আবেগ ধরে রাখতে পারেননি শাশ্বতবাবু। কথা বলতে বলতে চোখের জল এসে যায় তাঁর । ইচ্ছা একটাই, প্রতি বছর এভাবেই বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন পালন করবেন তিনি ।

শৌখিনের জন্মদিনে চন্দননগরের ইটভাটার শিশুদের চোখে মুখে হাসি

পেটপুরে খেয়ে আনন্দিত শিশুরাও । আর সেই আনন্দ ও সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর এই সংস্থার উদ্যোক্তারা । সংস্থার অন্যতম পায়েল রায় বলেন, ‘‘আমাদের তরফে এই ধরনের শিশুদের জন্য আমরা এগিয়ে আসি । মিশে যায় তাদের সঙ্গে । শুধু খাওয়া-দাওয়া নয়, জামাকাপড় ও বইও দিয়ে থাকি আমরা । হুগলি জেলার বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের কাজ করি । স্টেশনের পাশে পথশিশুদের নিয়ে কাজ করি । এই শিশুগুলির কালচারাল দিকটাও যেমন দেখতে হয়, তার সঙ্গে সঙ্গে সুরক্ষার দিকেও লক্ষ্য রাখতে হয় । আমি ছাড়াও বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত । প্রত্যেকে অবসর সময়ে অন্য চিন্তাভাবনা না করে এই ধরনের কাজে এগিয়ে আসেন ।’’

ভদ্রেশ্বর, 16 মার্চ : অতি কষ্টে একচিলতে ঘরে ধুলোবালির মধ্যে বেড়ে ওঠে ইটভাটা শ্রমিকদের সন্তানরা । এভাবে বেড়ে ওঠা শিশুদের পাশে দাঁড়ালেন বৈদ্যবাটির এক বাসিন্দা । সন্তানের জন্মদিন উপলক্ষে চন্দননগরের একটি ইটভাটায় কেক কাটার পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি । বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতেই তাঁর এই উদ্যোগ । এই ভালোবাসা পেয়ে খুশি ইটভাটার ছোট্ট শিশুরাও ।

শাশ্বত রায় । বৈদ্যবাটির বাসিন্দা । পেশায় মেডিকেল রিপ্রেজ়েন্টেটিভ । বন্ধুদের সঙ্গে কথা বলে ভদ্রেশ্বরের এক সংস্থার সহায়তায় ইটভাটার শিশুদের নিয়ে সন্তানের জন্মদিন পালনের চিন্তাভাবনা করেন । শাশ্বতবাবু ও তাঁর স্ত্রী রিকু রায়ের এক বছরের সন্তান শৌখিন( ডাকনাম বোতাম)-এর জন্মদিন ছিল গতকাল । সেই উপলক্ষে ইটভাটার শিশুদের জন্য কেক চকোলেট ও মধ্যাহ্নভোজের বিশাল আয়োজন করেন তিনি । তাতেই খুশি ওই কচিকাঁচারা। ছোট্ট বোতামও তার জন্মদিনে ওই শিশুদের পেয়ে আনন্দিত ।

On the birthday of Shoukin, the children of Chandannagar brickfield smile in their eyes
শিশুদের জন্য কেক চকলেট

বোতামের মা বলেন, ‘‘আমার মনে হয় না এই শিশুরা এই ধরনের আনন্দ পায় । তাই আমার সন্তানের জন্মদিনে তাদের আনন্দ দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়ে । অনেকদিন আগেই আমরা এই চিন্তা করি। কিন্তু হয়ে ওঠেনি । তাই বোতামের জন্মদিনের মাধ্যমে আমাদের মনের ইচ্ছাপূরণ হল । কচিকাঁচাদের জন্য আজকের মেনু ছিল- রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড় ও রসগোল্লা ৷ আমরা 100 জনের আয়োজন করেছিলাম ৷ আগামীদিনে যদি আমাদের সামর্থে কুলায় আবার করব এই ধরনের অনুষ্ঠান ।’’

On the birthday of Shoukin, the children of Chandannagar brickfield smile in their eyes
মধ্যাহ্নভোজের আয়োজন

আবেগ ধরে রাখতে পারেননি শাশ্বতবাবু। কথা বলতে বলতে চোখের জল এসে যায় তাঁর । ইচ্ছা একটাই, প্রতি বছর এভাবেই বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন পালন করবেন তিনি ।

শৌখিনের জন্মদিনে চন্দননগরের ইটভাটার শিশুদের চোখে মুখে হাসি

পেটপুরে খেয়ে আনন্দিত শিশুরাও । আর সেই আনন্দ ও সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর এই সংস্থার উদ্যোক্তারা । সংস্থার অন্যতম পায়েল রায় বলেন, ‘‘আমাদের তরফে এই ধরনের শিশুদের জন্য আমরা এগিয়ে আসি । মিশে যায় তাদের সঙ্গে । শুধু খাওয়া-দাওয়া নয়, জামাকাপড় ও বইও দিয়ে থাকি আমরা । হুগলি জেলার বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের কাজ করি । স্টেশনের পাশে পথশিশুদের নিয়ে কাজ করি । এই শিশুগুলির কালচারাল দিকটাও যেমন দেখতে হয়, তার সঙ্গে সঙ্গে সুরক্ষার দিকেও লক্ষ্য রাখতে হয় । আমি ছাড়াও বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত । প্রত্যেকে অবসর সময়ে অন্য চিন্তাভাবনা না করে এই ধরনের কাজে এগিয়ে আসেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.