শ্রীরামপুর (হুগলি), 16 মে : স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে পুলিশের হাতে থেকে পলাতক সুপারি কিলার (Murder accused flees police custody) । অভিযুক্তের নাম কৃষ্ণ সরকার । গত সপ্তাহের বুধবার রাজ্যধরপুরের দাসপাড়ায় রাতে খুন হন প্রৌঢ় গৌতম দাস (Hooghly Murder Case) । সেই ঘটনায় মৃতের ভাই উজ্জ্বল দাস ও কৃষ্ণকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ । আগেই উজ্জ্বল দাস তার দাদাকে খুন করতে এলাকার দুষ্কৃতী কৃষ্ণকে সুপারি দেয় ৷ পুলিশ তদন্তে নেমে কৃষ্ণ সরকার-সহ উজ্জ্বল দাস ও তার ভগ্নিপতি বিজয় মণ্ডলকে গ্রেফতার করে ৷
গত শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার আদালতে পেশ করে কৃষ্ণ ও উজ্জ্বলকে হেফাজতে নেয় শ্রীরামপুর থানার পুলিশ (Serampore Police) ৷ সোমবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় কৃষ্ণকে । সেই সময় প্রিজম ভ্যান থেকে পলাতক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বন্দি কৃষ্ণ সরকার । তার খোঁজে তল্লাশি শুর করে পুলিশ ।
শ্রীরামপুরে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, অপরাধ স্বীকার করে নেওয়ার ফলেই কৃষ্ণ পুলিশের জালে জড়িয়ে পড়েছে । সেই ব্যাপার বুঝতে পেরেই পালিয়ে যাওয়ার ছক কষে । তবে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে সে পালাল, সেটাও তদন্ত করছে পুলিশ ।
আরও পড়ুন : Cyber Crime : ফেসবুকে বন্ধুত্ব, নগ্ন ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল, প্রতারণার ফাঁদে যুবক